মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ১১
Published: 8th, May 2025 GMT
মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ সাগর থেকে ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৮ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাতে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় কোনো বোট থাকার অনুমতি নেই।
আরো পড়ুন:
৭ হাজার কোটি টাকার আমদানি ব্যয় কমাবে যবিপ্রবির ন্যানো ইউরিয়া
ডিএপি সার ও ফসফরিক কিনতে ব্যয় ৩০৭ কোটি টাকা
নৌকাটি থামার সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কোস্ট গার্ড ধাওয়া করে নৌকাটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৭৪২ বস্তা ইউরিয়া সার এবং ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও বাকিরা চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/তারেকুর/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক ইউর য়
এছাড়াও পড়ুন:
‘সাইয়ারা’ সিনেমার সাফল্য: প্রথমবার মুখ খুললেন নায়িকা
বলিউড অভিনেত্রী অনীত পড্ডা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত আহান পান্ডে। মোহিত সুরি নির্মিত সিনেমাটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। কেবল তাই নয়, বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি নয়া ক্রাশে রূপ নিয়েছেন অনীত।
‘সাইয়ারা’ সিনেমা দিয়ে অভিনয় আর রূপের দ্যুতি ছড়ালেও নীরব ছিলেন অনীত। অবশেষে প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ‘হতবাক’ অনীত তার অনুভূতি ব্যক্ত করেছেন।
অনীত পড্ডা বলেন, “আমার বিমূঢ়তা কেটে যাচ্ছে। আমি শুধু এতটুকুই বলতে চাই—‘আমি আপনাদের ভালোবাসি।’ আমি আপনাদের চিনি না। কিন্তু জানি, আমি আপনাদের ভালোবাসি।”
আরো পড়ুন:
কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ: লিলিপুট
হুমা কুরেশির ভাই খুন
মানুষের ভালোবাসায় সিক্ত অনীত ভাষাহীন। তার ভাষায়, “আপনারা আমাকে এতটাই উদারভাবে ভালোবাসা দিয়েছেন যে, সেটা আমার বুকের ভেতর ভারী হয়ে আছে। আমি জানি না কী করব! শুধু এটুকু বুঝি—এটা আপনাদের ফিরিয়ে দিতে চাই। সামনে কী আছে তা ভেবে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি এটাই যথেষ্ট নয়। কিন্তু আমার যা কিছু আছে, তার সবটুকু দিয়ে দেব।”
নিজের সবটুকু দিয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনীত পড্ডা বলেন, “এটা যদি আপনার মুখে হাসি ফোটায় কিংবা কান্না অথবা আপনার ভুলে যাওয়া কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, এটা যদি আপনার একাকিত্ব একটুও কমিয়ে থাকে, তাহলে হয়তো এটাই আমার থাকার অর্থ। আমি চেষ্টা করে যাব। নিখুঁত না হলে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। কারণ আমি আপনাদের ভালোবাসি।”
অনীত অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাইয়ারা’। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রণয়ধর্মী এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে সাফল্য ধরা দিয়েছে অনীতের। এতে বাণী বাত্রার চরিত্র রূপায়ন করে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন মোহিত সুরি।
ঢাকা/শান্ত