গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়লেন চাকরিচ্যুত নারী কর্মী
Published: 8th, May 2025 GMT
চাকরি ফেরতের দাবিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে আন্দোলন করেছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুর অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তার গাড়ি আটকিয়ে অবরোধ করেন তারা। এ সময় একজন নারী কর্মী গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়েন। পরে নিরাপত্তা সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে দেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমির গেটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কয়েকজন জানান, ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা সকাল থেকে বাংলা একাডেমির সামনে অবস্থান করেন। গভর্নর বের হওয়ার সময় তারা তার গাড়ির চারদিকে ঘিরে চাকরি ফিরিয়ে দিতে স্নোগান দেয়। এ সময় চাকরিচ্যুত একজন নারী কর্মী গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়েন। এ সময় অন্যান্য নারীর সহায়তায় নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নেন। পরে গভর্নর বাংলা একাডেমি এলাকা ত্যাগ করেন।
আরো পড়ুন:
এনআরবিসি ব্যাংকের নতুন এমডি ড.
এপ্রিলে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার
আন্দোলনরত কর্মীদের একজন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের সেবা দিয়ে আসছি। আমাদের পরিশ্রমের কারণে ব্র্যাক ব্যাংক আজ এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। অথচ আমাদের কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই।”
ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা জানান, করোনা ও করোনা পরবর্তী সময়ে আড়াই হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে ব্রাক ব্যাংক। ওই সময় কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে।
এর আগে, চাকরি ফেরতের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের সামনেও আন্দোলন করেন তারা। গত ৯ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত ২ হাজার ৬৬৮ জন কর্মকর্তাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়।
ঢাকা/এনএফ/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র চ কর চ য ত কর ম র এক ড ম র স মন
এছাড়াও পড়ুন:
বৈষম্যমুক্ত সমাজ নির্মাণে যাঁর চিন্তা অন্তহীন প্রেরণার উৎস
ইতিহাসে সময় কখনো কখনো মুখর ও চঞ্চল হয়ে ওঠে। তখন খোলনলচে অনেক কিছু বদলাতে শুরু করে। জন্ম হয় নতুন মানুষের। এঁদের মধ্যে দু-একজন থাকেন দুর্লভ, যাঁদের দেখার চোখ, বলার ভঙ্গি বা শোনার ক্ষমতা সবার চেয়ে আলাদা। এসব মননশীল ও গভীর চিন্তাশীল মানুষ প্রচলিত ধ্যানধারণায় মোচড় দেন, নড়েচড়ে বসে সমাজ। তাঁদের মৌলিক চিন্তা সমস্যাকে শনাক্ত করার ও বিশ্লেষণের কাঠামোই আমূল বদলে দেয়। কার্ল হাইনরিশ মার্ক্স এমনই একজন মনীষী। ৫ মে ছিল তাঁর ২০৭তম জন্মদিন।
তৎকালীন প্রুশিয়া সাম্রাজ্যের রাইন প্রদেশের ট্রিয়ার শহরে ১৮১৮ সালের ৫ মে এক ইহুদি পরিবারে কার্ল মার্ক্সের জন্ম। ৯ ভাই-বোনের মধ্যে কার্ল মার্ক্স ছিলেন তৃতীয়। দক্ষিণ জার্মানির এই শহর তখন আজকের মতো এতটা বড় ছিল না। মানে, ইউরোপের কোনো রাজধানী শহর নয়, একটি অপরিচিত প্রাদেশিক শহর থেকেই উঠে এসেছিলেন আধুনিক সময়ের অন্যতম প্রভাবশালী এই দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ ও স্বাপ্নিক।
কার্ল মার্ক্সের ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হচ্ছে। জার্মানির ট্রিয়ার শহরে, এপ্রিল ১৩, ২০১৮