যুদ্ধাবস্থায় নিরাপত্তা শঙ্কায় আইপিএলের ম্যাচ স্থানান্তর
Published: 8th, May 2025 GMT
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার ছায়া এবার আইপিএলেও। অপারেশন ‘সিঁদুর’-এর কারণে সীমান্তবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে ভারত। এরই মধ্যে হিমাচলের ধর্মশালায় আয়োজিত হতে যাওয়া আইপিএলের একটি ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে গুজরাটের আহমেদাবাদে।
ধর্মশালায় সেদিন মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ওই অঞ্চলের বিমানবন্দর সাম্প্রতিক সহিংসতার পর বন্ধ হয়ে গেছে, এতে সেখানে পৌঁছানো সম্ভব নয় মুম্বাই দলের। ফলে ১০ মে রোববারের ম্যাচটি এখন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, গুজরাট রাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক অনিল প্যাটেল।
তবে শুধু মুম্বাই-পাঞ্জাব ম্যাচ নয়, বড় ঝামেলায় পড়েছে দিল্লি ক্যাপিটালস দলও। আজ রাতেই ধর্মশালায় তাদের রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে। কিন্তু ম্যাচের পরই তাদের ১১ মের আরেকটি ম্যাচের জন্য দ্রুত ভ্রমণ করতে হবে, যেখানে ধর্মশালা থেকে কোনো ফ্লাইট-সংযোগই এখন আর কার্যকর নেই।
একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার ভাষায়, ‘খেলোয়াড়দের ফিটনেস এবং বিশ্রামের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ও কম, তাই ট্রেন, ছোট বাসে ভেঙে ভেঙে যাত্রা কিংবা কাছাকাছি রেলস্টেশন ব্যবহার করে যাওয়ার চিন্তা করছি আমরা। এখনও কিছুই নিশ্চিত নয়।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম