আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় দিকে আটকা পড়েন অনেক যানবাহন। 

অবরোধকালে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, যারা আওয়ামী লীগকে পরিশোধিত করে রাজনীতি করার সুযোগ দেওয়ার চেষ্টা যারা করবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধেও লড়াই করব।

আরো পড়ুন:

রাত পেরিয়ে ভোর, অবস্থানে অনড় ছাত্র-জনতা

যমুনার সামনে অবস্থান নিলো শিবিরের নেতাকর্মীরাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ৫ আগস্টেই এ দেশের ছাত্র-জনতা রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ ফিরবে কিন্তু তারা বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফিরবে, রাজনীতির জন্য নয়।

প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাত দেড়টায় অবরোধ উঠিয়ে নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে যানজটে আটকে পড়া যানবাহন চলাচল শুরু হয়।

উল্লেখ্য, ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

ঢাকা/সুকান্ত/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ সড়ক অবর ধ র জন ত আওয় ম

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর প্রোগ্রাম, আবেদন শেষ ২০ আগস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ফল সেমিস্টার-২০২৫ সেশনে ভর্তি এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন—এই তিনটি শাখার পড়াশোনার সমন্বয়ে গঠন করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম উচ্চতর স্নাতকোত্তর প্রোগ্রাম।

যোগ্যতা লাগবে—

# যেকোনো বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর (পাস কোর্স)।
যা শেখানো হবে কোর্সটিতে—
১. প্রমিত ও শুদ্ধ বাংলার মৌল সূত্র,
২. বাচন ও লেখার কৌশল,
৩. সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ-উপযোগী লেখা,
৪. দাপ্তরিক পরিসরে শুদ্ধ বাংলার ব্যবহার পদ্ধতি লেখা,
৫. ভাষাবিজ্ঞান ও সংস্কৃতি অধ্যয়ন,
৬. গবেষণা রীতি পদ্ধতি,
৭. বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষাদান পদ্ধতি।

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

জেনে নিন কোর্সের বিশেষত্ব—

১. দক্ষ গবেষক ও শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে কোর্স,
২. ক্লাস হবে শুক্র ও শনিবার,
৩. প্রযুক্তির সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ,
৪. বিরল ও বিপুল বইসংবলিত গ্রন্থাগার,
৫. গবেষণা-সহায়ক কর্মপরিবেশ,
৬. ব্যবহারিক কাজের মাধ্যমে শেখার সুযোগ,
৭. রয়েছে অংশগ্রহণমূলক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবেশ।

কোর্সে আবেদনের তারিখ—

১. আবেদন ফরম জমার শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট শুক্রবার, সকাল ১০টা।
৩. পরিচিতিমূলক ক্লাস হবে: ২৯ আগস্ট ২০২৫।
৪. ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুনইন্দোনেশিয়ায় বৃত্তিতে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিতে পড়াশোনার সুযোগ৫ ঘণ্টা আগেআরও পড়ুনপ্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ০৪ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর প্রোগ্রাম, আবেদন শেষ ২০ আগস্ট
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার’ লেখা কুশপুত্তলিকা দাহ, মশালমিছিল