কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় বাঁকখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মাহিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে খরুলিয়া ঘাটকূল পাড়া সংলগ্ন নদী থেকে মাহিদের মরদেহ উদ্ধার হয়। তিনি একই এলাকার হারুনুর রশিদের ছেলে ও রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মারা যাওয়া শিক্ষার্থীর মামা বেদারুল আলম বলেন, “আজ বিকেলে মাহিদ তার বন্ধুদের সঙ্গে বাঁকখালী নদীতে গোসলে নামেন। স্রোতের তোড়ে সে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলছিল না। স্থানীয়রা জাল ফেলে বিকেল ৩টার দিকে মাহিদের মরদেহ উদ্ধার করেন। তার মরদেহ বাড়িতে রয়েছে।”
আরো পড়ুন:
জবিতে ৫ বছরে ৯টি আত্মহনন, রোধে নেই পেশাদার কাউন্সিলর
২ দাবিতে জবি ছাত্র ফ্রন্টের গণভোট
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাবিতে যানজট ও দুর্ঘটনা কমানোর উদ্যোগ ছাত্রদল নেতাকর্মীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় যানজট ও দুর্ঘটনা কমানোর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে শুক্রবার পলাশী বাজার এলাকায় জেব্রা ক্রসিং অঙ্কন ও দুর্ঘটনা নিরোধক ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। এসময় রিকশাচালক ও পথচারীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্লাকার্ডও বিতরণ করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, ইদ্রিস আলী মুরাদ, সায়মনসহ হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্নিকটে পলাশী বাজারে সবসময় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশাসহ অন্যান্য যানবাহনে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি আমি নিজেও ব্যাটারিচালিত রিকশা ধাক্কায় দুর্ঘটনার শিকার হই। এতে আমার হাত ও পায়ে আঘাত লাগে। এ ছাড়া ঢাবি ও বুয়েটের শিক্ষার্থীরা পলাশী মোড়ে কেনাকাটা করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। এসব কারণে যানজট ও দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।’