কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় বাঁকখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মাহিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে খরুলিয়া ঘাটকূল পাড়া সংলগ্ন নদী থেকে মাহিদের মরদেহ উদ্ধার হয়। তিনি একই এলাকার হারুনুর রশিদের ছেলে ও রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মারা যাওয়া শিক্ষার্থীর মামা বেদারুল আলম বলেন, “আজ বিকেলে মাহিদ তার বন্ধুদের সঙ্গে বাঁকখালী নদীতে গোসলে নামেন। স্রোতের তোড়ে সে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলছিল না। স্থানীয়রা জাল ফেলে বিকেল ৩টার দিকে মাহিদের মরদেহ উদ্ধার করেন। তার মরদেহ বাড়িতে রয়েছে।”
আরো পড়ুন:
জবিতে ৫ বছরে ৯টি আত্মহনন, রোধে নেই পেশাদার কাউন্সিলর
২ দাবিতে জবি ছাত্র ফ্রন্টের গণভোট
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯৯ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ২ হাজার ৫ শত শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ১০ হাজার গাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এই গাছ বিতরণ করা হয়।
এসময় ১০ জন উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাকী চারা গুলো বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। অপর দিকে কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ তাল গাছ ও ১৮০০ লেবু ও নারিকেল গাছসহ বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষার্থী, কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে এই চারা গুলো বিতরণ করা হয়।
এ জেলাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের সাথে সকল অংশীজনদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান যেন সোনালি ইতিহাস হয়ে থাকে সেটাই কামনা করেন ইউএনও জাফর সাদিক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রুপালি খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দরা।