আ.লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ, ক্রিকেট খেলছেন আন্দোলনকারীরা
Published: 9th, May 2025 GMT
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মিন্টো রোডের প্রবেশ মুখে সমাবেশ শেষে তারা শাহবাগে গিয়ে অবস্থান নেন। নানা স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ মোড়।
শুক্রবার রাত ৯টায় সরোজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যাওয়ার সড়কে ক্রিকেট খেলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আসা কয়েকজন ব্যক্তি।
ক্রিকেট খেলায় অংশ নেওয়া উত্তরা থেকে আসা শাহজালাল রাফি সমকালকে বলেন, ‘তিন তিনটা গণহত্যার বিচারের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার অংশ হিসেবে আমরা ক্রিকেট খেলে এর প্রতিবাদ জানাচ্ছি।’
মিরপুর থেকে আন্দোলনে আসা ইবনে আলাউদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের চালানো গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলনে অংশ নিয়েছি। পাশাপাশি আন্দোলনের ব্যারিকেড হিসেবে আমরা কয়েকজন বন্ধু মিলে ক্রিকেট খেলায় মেতেছি।’
মিরপুর দারুস সালাম থেকে আসা আব্দুল ওহাব বলেন, ‘গণঅভ্যুত্থানের ৯ মাস পার হলেও এখনও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ দৃশ্যমান করেনি। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগ করেছেন। তাই এসবের প্রতিবাদে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ জড়ো হয়েছি এবং নিজেদের চাঙ্গা রাখতে ক্রিকেট খেলে সময় পার করছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয ম ল গ সড়ক অবর ধ শ হব গ আওয় ম
এছাড়াও পড়ুন:
মৃত্যুদণ্ড শেখ হাসিনার উপযুক্ত বিচার: আখতার হোসেন
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড উপযুক্ত বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই সঙ্গে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেছেন, ‘ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপরে গণহত্যা চালিয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে তারা সোপর্দ করবে।’
আখতার হোসেন আরও বলেন, মৃত্যুদণ্ড শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।
অতি দ্রুত এ রায় কার্যকর করতে সরকারের কাছে আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, শেখ হাসিনা রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বের কাছে একটা নজির তৈরি হবে।
আখতার হোসেন বলেন, শেখ হাসিনা শুধু উসকানিমূলক বক্তব্য দেননি, আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, তিনি মানুষকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছেন এবং মানুষকে পুড়িয়ে হত্যা করিয়েছেন।