ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসানকে এখন অভিনয়ে অনিয়মিত। মাঝে মধ্যে তাকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ঘটনায় সরব থাকতে দেখা যায়। এবার তিনি কথা বলেছেন শিল্পী সমিতির সক্রিয়তা নিয়ে। আজ সোমবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।’ তার এ মন্তব্যের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন।

আমিত হাসানের পোস্টের মন্তব্যের ঘরে ওমর সানী লিখেছেন, ‘একদম সত্যি ভালো বলছিস।’

পরে আমিত হাসান গণমাধ্যমকে বলেন, সিনিয়র শিল্পীরা এখন অবহেলিত। তাদের ভেবে গল্প লেখা হচ্ছে না। আমি, রুবেল, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ কোনো সিনেমায় নেই। আমাদের জুনিয়রদের হাতেও কাজ নেই। যেমন বাপ্পি চৌধুরী, সায়মন সাদিকরা। তাহলে শিল্পী সমতিতে যাবে কে। এফডফিসিতে যখন শুটিং চলবে তখন শিল্পীরা আসবেন শিল্পী সমিতিতে।

বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজল দুজনেই লম্বা সময় ধরে দেশের বাইরে। অমিত হাসানের কথায় সেই প্রসঙ্গও উঠে এসেছে।

অমিত হাসান বললেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই। যাঁরা আছেন, তাঁরাও মাসের পর মাস দেশে নেই। এভাবে তো একটা সংগঠন চলতে পারে না। রাজ্জাক, আলমগীর, মান্না, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মাহমুদ কলির মতো অভিনয়শিল্পীরা একসময় নেতৃত্বে ছিলেন। আমরা ছিলাম, শাকিব ছিল—তখন দেখতাম, আমরা শিল্পী সমিতির চেয়ারে বসা থাকলে অনেক শিল্পী আসতেন, দেখা করতেন। আড্ডা দিতেন। দেখা গেল, এফডিসিতে শুটিং করছেন, এক ফাঁকে খোঁজ নিতেন, সমিতিতে কে আছেন, তারপর দেখা করতেন। এই জিনিসগুলোর অভাব এখন এফডিসিতে শিল্পী সমিতিতে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ক্ষেপণাস্ত্র নিয়ে ‘মনগড়া’ অভিযোগ নেতানিয়াহুর: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বক্তব্যকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে।

মার্কিন পডকাস্টার বেন শাপিরোর সঙ্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান এখন ৮ হাজার কিলোমিটার পাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তিনি আরও বলেন, এর সঙ্গে আর তিন হাজার কিলোমিটার যোগ করলেই তারা নিউইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, মিয়ামি এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনেও আঘাত হানতে পারবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায়। এক্সে (সাবেক টুইটার) আরাগচি লিখেছেন, ‘ইসরায়েল এখন আমাদের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে মনগড়া হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।’

সম্পর্কিত নিবন্ধ