চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য আধেয় বা কনটেন্ট তৈরিতে যুক্ত হচ্ছে গুগল। ‘হান্ড্রেড জিরো’ নামে নতুন একটি প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে সম্ভাবনাময় চলচ্চিত্র ও ধারাবাহিক খুঁজে বের করে সেগুলোর অর্থায়ন ও সহপ্রযোজনায় অংশ নিতে চায় তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গুগলের মালিকানাধীন অ্যালফাবেট করপোরেশনের অধীনে পরিচালিত এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে রেইঞ্জ মিডিয়া পার্টনার্স নামের একটি প্রতিভা ব্যবস্থাপনা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে। রেইঞ্জ ইতিমধ্যে ‘আ কমপ্লিট আননোন’ এবং ‘লংলেগস’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়, গুগল এই প্রকল্পের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বাস্তব ও ভার্চ্যুয়াল জগতের সমন্বয়ে নির্মিত ‘স্পেশাল কম্পিউটিং’ প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করতে চায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত স্বাধীন ধারার ভৌতিক চলচ্চিত্র ‘কাকু’–এর বিপণনে এই উদ্যোগ থেকে সহায়তা করা হয়েছিল। বিনোদনবিষয়ক প্ল্যাটফর্ম লেটারবক্সডের তথ্যানুসারে, ‘এক শ জিরো’ ছিল চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক।

২০২৩ সালের অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের পর যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্পে ব্যয় বেড়েছে। পাশাপাশি বিদেশে নির্মিত চলচ্চিত্রে সম্ভাব্য আমদানি শুল্ক আরোপের আশঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে গুগলের এই পদক্ষেপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গুগল এরই মধ্যে রেইঞ্জ মিডিয়ার সঙ্গে একটি পৃথক অংশীদারত্বে যুক্ত হয়েছে, যার আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চলচ্চিত্র নির্মাণে ১৮ মাসের একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় নির্মিত প্রথম দুটি চলচ্চিত্র ‘সুইটওয়াটার’ এবং ‘লুসিড’ এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ‘এক শ জিরো’ প্রকল্পের তৈরি কনটেন্ট ইউটিউবে প্রচার করা হবে না। সেগুলো বিক্রি করা হবে বড় স্টুডিও ও নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং সেবাদানকারী প্ল্যাটফর্মে।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘ইউটিউব অরিজিনালস’ নামে নিজস্ব প্রযোজনায় মৌলিক কনটেন্ট নির্মাণ শুরু করে ইউটিউব। তবে ২০২২ সালে সে প্রকল্প বন্ধ করে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের তৈরি ভিডিও ও শর্টস নামের স্বল্পদৈর্ঘ্য কনটেন্টে মনোযোগ কেন্দ্রীভূত করে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র প রকল প কনট ন ট

এছাড়াও পড়ুন:

বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                 লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:

২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২,
                                লেভেল-৫/টার্ম-২।

আরও পড়ুনএডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ৭ ঘণ্টা আগেকোর্স রেজিস্ট্রেশনের তারিখ—

কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি বিষয়, কারা পড়াবেন২০ সেপ্টেম্বর ২০২৫ক্লাস ও পরীক্ষার সময়

১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫:  ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস:  ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬  থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।

#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
  • ১০ বছরে উৎপাদন বেড়েছে ৪৮%
  • ইসরায়েলের প্রতি মার্কিনদের সমর্থন নাটকীয়ভাবে কমছে: টাইমস/সিয়েনা জরিপ