পাকিস্তান ও ভারত আজ বুধবার একজন করে বন্দী বিনিময় করেছে। দুজনই দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য। আজ বুধবার আটারি–ওয়াঘা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে বন্দী বিনিময় হয়েছে।

পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান পূর্ণম কুমার শ–কে আজ সকালে ভারতের কাছে হস্তান্তর করে। তিনি গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পূর্ণম কুমার ২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন। আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পাঞ্জাবের অমৃতসরের আটারি যৌথ চেকপোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উভয় দেশের নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

৪০ বছর বয়সী পূর্ণম কুমার ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পরদিন সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে যান। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মুহাম্মদ উল্লাহকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত।

হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও দুই দেশের রীতি মেনে হয়েছে বলে দুই দেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১৪জন বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ৮ সদস্য রয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৬-এর কাছাকাছি বসতপুর নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। 

বিজিবি সূত্র জানায়, গত ১১ আগস্ট বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ১৪ জনকে আটক করে বিএসএফ। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন:

ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গুলির শব্দ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি পাপস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলেন তারা। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, “তাদের আটকের পর হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে আবার ১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • মেহেরপুরে বিজিবির কাছে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • ভোলাহাটে ১৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
  • দর্শনা সীমান্তে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক, ২২ বাংলাদেশিকে হস্তান্তর
  • চার সীমান্ত এলাকা দিয়ে ৪৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • পাঁচবিবি সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠাল বিএসএফ
  • চুয়াডাঙ্গায় ২২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
  • ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
  • আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ