যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে ফেঁসে যেতে পারেন রিয়াল ডিফেন্ডার
Published: 15th, May 2025 GMT
যৌন হয়রানির ফৌজদারির মামলায় ফেঁসে যেতে পারেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও এবং ক্লাবটির বয়সভিত্তিক দলের সাবেক তিন খেলোয়াড়। এই চারজনের বিরুদ্ধে অভিযোগ, এক নারী এবং অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌনতার ভিডিও ধারণ করে তাঁদের অনুমতি ছাড়াই তা ছড়িয়ে দিয়েছেন।
ইএসপিএন জানিয়েছে, রিয়ালের বয়সভিত্তিক দলে আসেনসিওর তিন সাবেক সতীর্থ আন্দ্রেস গার্সিয়া, ফেরান রুইজ ও হুয়ান রদ্রিগেজ সেই নারী এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের যৌনতার দৃশ্য ধারণ করেন। আসেনসিও সেই ভিডিও তাঁদের কাছ থেকে চেয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালের জুনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১ ঘণ্টা আগেতদন্ত শেষে স্পেনের কানারি দ্বীপপুঞ্জের হাইকোর্ট গতকাল এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেন। এই নির্দেশের ফলে কৌঁসুলির কার্যালয় এখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আবেদন করতে পারবে।
বিচারকের মতে, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, বাদীকে না জানিয়ে কিংবা তাঁর অনুমতি না নিয়ে তৃতীয় পক্ষের কাছে ভিডিও ছড়িয়ে দেওয়া, পর্নোগ্রাফির উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্ককে রাজি করানো এবং শিশুর পর্নোগ্রাফির ভিডিও নিজের কাছে রাখা—আসেনসিও, গার্সিয়া, রুইজ ও রদ্রিগেজের বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ মিলেছে।
রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল আসেনসিও.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে চাই বৈষম্যের বিলোপ: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রধান বার্তা হচ্ছে রাষ্ট্র ও সমাজে বৈষম্যের বিলোপ ঘটানো। তাই গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সব ধরনের বৈষম্যের বিলোপ ঘটাতে হবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাঙামাটির বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে রাষ্ট্র তার নাগরিকদের ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য অধিকারের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না। গণতান্ত্রিক রাষ্ট্র মানেই অসাম্প্রদায়িক রাষ্ট্র।
তিন পার্বত্য জেলায় আঞ্চলিক পরিষদসহ জেলা-উপজেলা স্তরে স্থানীয় সরকারে বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান সাইফুল হক। বড়ুয়া সম্প্রদায়ের আট দফা দাবির প্রতিও সমর্থন ব্যক্ত করেন তিনি।
মিলন বডুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, ভদন্ত অদিতানন্দ মহাথেরো, ত্রিদিব বড়ুয়া টিপু, প্রকাশ কুসুম বড়ুয়া, ধীমান বড়ুয়া, জিনপদ বড়ুয়া, শ্যামল চৌধুরী, জুয়েল বড়ুয়া, শম্ভু বড়ুয়া, অপু বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, জনি বডুয়া প্রমুখ।