জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২টি বিষয়ে ডিপ্লোমা, ভর্তির শেষ সময় ২৪ মে
Published: 17th, May 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ৪র্থ ব্যাচে বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের বিষয়–
১. বিজনেস স্টাডিজ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, সোশ্যাল বিজনেস।
২.
৩. সোশ্যাল সায়েন্স: সাইবার সিকিউরিটি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স।
৪. ন্যাচারাল সায়েন্স: ডেটা অ্যানালাইটিকস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)।
আবেদনের যোগ্যতা–
১. জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম ও শর্তানুযায়ী যোগ্য বিবেচিত হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (৪র্থ ব্যাচ) স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
আরও পড়ুনপ্রাথমিকে ছুটি কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা২ ঘণ্টা আগে২. জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীন অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে (একই সেশনে) অধ্যয়ন করা কোনো প্রার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।
ভর্তির সময়সূচি–
১. অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ: ২৪/০৫/২০২৫, রাত ১২টা।
২. সোনালী সেবার মাধ্যমে ফি জমাদান: ২৭/০৫/২০২৫।
ক. আবেদনকারীকে প্রতি ৫০০ টাকা হারে আবেদন ফি জমা দিতে হবে। পে-স্লিপে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১১০০০০২৭০১ উল্লেখপূর্বক টাকার অঙ্ক লেখা থাকবে।
৩. মৌখিক পরীক্ষার তারিখ: ৩০/০৫/২০২৫ থেকে ৩১/০৫/২০২৫, সকাল ৯টা ৩০ মিনিট।
স্থান: একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর [মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ঢাকা থেকে নির্ধারিত রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করতে পারবেন]।
৪. ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ: ০৩/০৬/২০২৫।
৫. পে-স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ০৫/০৬/২০২৫ থেকে ২৫/০৬/২০২৫।
৬. ক্লাস শুরুর তারিখ: ০৪/০৭/২০২৫। একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।
আরও পড়ুনমদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ৬ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ভর ত র
এছাড়াও পড়ুন:
সাধারণ জ্ঞান-১০: মে ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
শিক্ষার্থীরা সারা বছর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। প্রায় সব পরীক্ষায় থাকে সাধারণ জ্ঞান। তাঁদের সহায়তার জন্য প্রথম আলোর নিয়মিত আয়োজন।
১. ‘ওরাকল অব ওহামা’ বা ‘ওহামা জাদুকর’ নামে বিখ্যাত হলেন—বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট।
২. ওয়ারেন বাফেট নেতৃত্বে ছিলেন—মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের।
৩. সাংবাদিকতার নোবেলখ্যাত পুলিত্জার পুরস্কার ২০২৫ জিতেছেন—ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা।
৪. আইইউসিএনের বিপন্ন প্রজাতির লাল তালিকার প্রথম ২৫টির মধ্যে রয়েছে—বাংলাদেশের উল্লুক।
৫. আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয় প্রতিবছরের—১৫ মে।
৬. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে (২০২৩ সাল) বাংলাদেশে প্রতিদিন নতুন পরিবার হচ্ছে—২ হাজার ২০০টি।
৭. প্রথম গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয়ছিল—১৯৮৩ সালে।
৮. ব্রাজিল জাতীয় দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির বেতন বছরে—১ কোটি ১১ লাখ মার্কিন ডলার।
৯. বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হলেন—উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা (৮৯)।
১০. বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয় প্রতিবছরের—১০ মে। বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরে আছে ৫৯ প্রজাতির পাখি।
১১. বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার ওঠেন নেপালের কামি রিতা শেরপা—৩১ বার।
১২. বিশ্বের ১৪টি সুউচ্চ শৃঙ্গের মধ্যে নেপালে অবস্থিত—৮টি।
১৩. ইকরামুল হাসান শাকিল কক্সবাজার সমুদ্রসৈকত থেকে হেঁটে ১৯ মে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় ওঠেন। তাঁর অভিযানের নাম ছিল—সি টু সার্কিট।
১৪. বাংলাদেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ রেলসেতুর নাম—যমুনা রেলসেতু।
১৫. বৈশ্বিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ—ফিনল্যান্ড।
১৬. বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ—যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে চীন।
১৭. টাইম ম্যাগাজিন ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২০’–এর ১০০ স্থাপনার তালিকায় স্থান পায়—সাভারের আশুলিয়ার জেবুন নেসা মসজিদ।
১৮. বিশ্বে (মার্কিন কৃষি বিভাগের তথ্য) চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান—তৃতীয়।
১৯. কম্পিউটার বিজ্ঞানের নোবেলখ্যাত টুরিং পুরস্কার ২০২৫ পেয়েছেন—অ্যান্ড্রু ডি বার্তো ও রিচার্ড এস সাটন।
২০. যুক্তরাষ্ট্রের তালিকায় এশিয়ার ‘সংবেদনশীল দেশ’ হিসেবে আছে—দক্ষিণ কোরিয়া।