জাবি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ছাত্রদলের কাছে সরবারাহের অভিযোগ
Published: 17th, May 2025 GMT
শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নাম্বারের ডাটাবেজ শাখা ছাত্রদলের কাছে সরবারাহের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় রাতে জরুরি সভা ডেকে তিন সদস্য বিষিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভ্যাকসিনেশন কর্মসূচির খুদেবার্তা প্রত্যেক শিক্ষার্থীর মুঠোফোনে পৌঁছায়। এরপরই শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত তথ্য ছাত্রদলের কাছে হস্তান্তরের বিষয়টি বুঝতে পারেন।
এভাবে ভর্তির সময় প্রশাসনের কাছে দেওয়া শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরের ডেটাবেজ হস্তান্তরের ঘটনায় গোপনীয়তা ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপ এবং ব্যক্তিগত প্রোফাইলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
আরো পড়ুন:
সাম্য হত্যার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ
জাবিতে ছাত্রদলের হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম
ইংরেজিতে লেখা ওই খুতে বার্তায় বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। ২১ মে এর মধ্যে রেজিস্ট্রেশনের জন্য একটি অনলাইন ফর্মের লিংকও দেওয়া হয় খুদে বার্তায়।
এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম তার ফেসবুকে লেখেন, “একটা রাজনৈতিক দলের হাতে শিক্ষার্থীদের এই তথ্য কারা তুলে দিল? আমাদের এই গোপনীয়তা রক্ষার দায়িত্ব তো প্রশাসনকে আমরা দিয়েছিলাম। প্রশাসন এটা কিভাবে কারো হাতে তুলে দিল? আমরা কিভাবে নিশ্চয়তা পাব যে, প্রশাসন আমাদের অন্য আরো যাবতীয় তথ্য বিক্রি করে দেয়নি বা স্বার্থ হাসিলের জন্য এমনই কারো হাতে তুলে দেয়নি?”
৪৮ ব্যাচের শিক্ষার্থী সুয়াইব হাসান লিখেছেন, “সামনে জাকসু নির্বাচন। এই ডেটার এক্সেস ক্যাম্পেইনিংয়ের ক্ষেত্রে অন্যদের তুলনায় ছাত্রদলকে একটা বাড়তি সুবিধা দেবে। এমনকি সেটা নিয়মিত রাজনৈতিক কার্যক্রমের ব্যবহার করা হতে পারে। এর ফলে ক্যাম্পাস রাজনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড বা ইকুইটির যে পরিবেশ, সেটা ব্যাহত হবে।”
তিনি আরো উল্লেখ করেন, “চিন্তার জায়গা হলো, আজ বিএনপিপন্থি প্রশাসনের কল্যাণে যে সংগঠন শিক্ষার্থীদের ফোন নাম্বারের সেন্ট্রাল ডেটাবেজ হাতে পেল, কালকে তাদের দল রাষ্ট্র ক্ষমতায় গেলে ক্যাম্পাসের গোয়েন্দা রিপোর্ট যে তাদের কাছে আসবে না, এটার গ্যারান্টি কি?”
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা লিখেছেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিনামূল্যে ভ্যাক্সিনেশন যে প্রোগ্রাম করছে. তা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু আজ তারা সব শিক্ষার্থীর ফোনে মেসেজ দিয়ে যা করেছে, তা নিকৃষ্টতম আচরণ। বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় ব্যানার লাগানোর পর, ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ থাকার পরেও কেনো ফোনে মেসেজ দিতে হবে?”
তিনি বলেন, “সাইবার আইন ২০২৩ অনুযায়ী কারোর ব্যক্তিগত তথ্য সরবরাহ এবং ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। ছাত্রলীগের সময় দেখেছি তাদের কাছে গোপন তথ্য ফাঁস করা হত। পুরাতন আর নতুনদের মধ্যে পার্থক্য কোথায়?”
তিনি আরো বলেন, “আমি বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করি। আমার মতো যারা এ ধরনের কাজ করে থাকে, আমরা কীভাবে বিশ্বাস করবো ভর্তি পরীক্ষার সময় দেওয়া ব্যক্তিগত তথ্যগুলো তাদের কাছে পাচার হবে না? তারা আমাদের তথ্য নিয়ে বাসায় যাবে না? বাবা- মাকে ফোন দিয়ে হেনস্তা করবে না? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই দায় অবশ্যই জাবি শাখা ছাত্রদলকে নিতে হবে।”
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর বলেন, “আমরা তথ্য সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে কোনোরকম সহযোগিতা নেইনি। যদি এমন হতো তাহলে আমরা আমাদের কর্মসূচির প্রথম দিনেই মেসেজ সেন্ড করতে পারতাম। আমাদের স্বেচ্ছাসেবী এবং কর্মীরা নিজ উদ্যোগে বিভিন্ন মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করেছে।”
বিশ্ববিদ্যালয়কে দেওয়া শিক্ষার্থীদের অভিভাবকের ফোন নাম্বারেও মেসেজ যাওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি যতটুকু জানি শিক্ষার্থীদের এসব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেওয়া আছে, সার্চ দিলে চলে আসে।”
তবে বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং কয়েকটি বিভাগের সভাপতির সঙ্গে সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কাছ থেকে কোনো তথ্য চাওয়া হয়নি এবং তারা দেননি।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। (শুক্রবার) রাত ১০টায় জরুরি সভা ডাকা হয়েছে। কিভাবে এই ঘটনাটি ঘটল, এর সঙ্গে কে জড়িত, তা আমরা খুঁজে বের করব। সভা শেষে আমরা বিস্তারিত তথ্য ব্রিফ করব।”
পরবর্তীতে জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আনীত এই অভিযোগ অত্যন্ত গুরুতর। এ বিষয়ে শুক্রবার রাত ১০টায় জরুরি এক প্রশাসনিক সভায় তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং (সত্যাসত্য যাচাই) কমিটি গঠন করা হয়। কমিটিকে আট কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
ফ্যাট ফাইন্ডিং কমিটির সভাপতি হলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, সদস্য অধ্যাপক ড. এমদাদুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিটি সেল এর প্রোগ্রামার মো. রেজাউল আলম।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র শ ক রব র র জন ত আম দ র সদস য
এছাড়াও পড়ুন:
জাবি ও ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ক্রিকেট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ‘ব্লাইন্ড ক্রিকেট-২০২৫’ শীর্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাবি ব্লাইন্ড টিমের বিপরীতে জাবি ব্লাইন্ড টিম ৫৬ রানে জয়ী হয়।
শনিবার (১৭ মে) ‘ইনক্লুসিভ-জেইউ’ এর আয়োজনে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘ব্লাইন্ড ক্রিকেট-২০২৫’ উদ্বোধন করেন জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।
প্রীতি ক্রিকেট ম্যাচে বি-১, বি-২ ও বি-৩ এই তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই করা হয়। এদের মধ্যে বি-১ ক্যাটাগরির খেলোয়াড়েরা সম্পূর্ণ দৃষ্টিহীন, তারা কিছুই দেখতে পান না। বি-২ ক্যাটাগরির খেলোয়াড়েরা ২ মিটার থেকে ৪ মিটার পর্যন্ত দেখতে পারেন। বি-৩ ক্যাটাগরির খেলোয়াড়েরা ৬ মিটার থেকে ১৫ মিটার দূরত্ব পর্যন্ত দেখতে পারেন।
আরো পড়ুন:
বাকৃবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা দোকানির
সাম্য হত্যায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের সিদ্ধান্ত
প্রীতি ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্লাইন্ড ক্রিকেট টিম। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৮ উইকেটে ২০০ রান সংগ্রহ করে। জবাবে ২০১ রানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লাইন্ড ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেন। এতে জাবি ব্লাইন্ড টিম ৫৬ রানের বিশাল জয় পায়।
জাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন নাহিদ। ঢাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোকাররম।
এর আগে, খেলার উদ্বোধনকালে জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “ জাবির কেন্দ্রীয় খেলার মাঠে এ রকম একটি আয়োজনকে আমি একটি অনেক বড় অগ্রগতি হিসেবেই দেখছি। আমার ১৯ বছরের কর্মজীবনে এই প্রথম একটি চমৎকার আয়োজন দেখলাম এবং এর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
তিনি বলেন, “জাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার আদায় সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। লেখাপড়া, গান, কবিতা, খেলাধুলা, নৃত্য ইত্যাদি সকল ক্ষেত্রে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা যেন ভালো করে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।”
ঢাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাহবুব মোর্শেদ বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদেরও বিনোদনের অধিকার আছে। প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, তারা ব্লাইন্ড ক্রিকেটটা খেলতে পারছে না। এই খেলায় কিছু রুলস আছে। তবে জাতীয় খেলা বা যেকোনো বড় খেলাতে বি-২ এবং বি-৩ ক্যাটাগরিতে যাদের নেওয়া হচ্ছে তারা মোটামুটি এক চোখে দেখতে পায়। এজন্য আমরা যারা প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী, তারা খেলা থেকে বঞ্চিত হচ্ছি।”
জাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন নাজিম হোসেন বলেন, “আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে না পড়েন এবং এখান থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। আমাদের এ আয়োজনে সহযোগিতা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”
‘ইনক্লুসিভ-জেইউ’ একটি নতুন উদ্যোগ, যা দৃষ্টি প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করছে।
ঢাকা/আহসান/মেহেদী