নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় ইকবাল (৩৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ইকবাল নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা এলাকার করিম মিয়ার ছেলে। 

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো.

কাইউম খান বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় ইকবাল নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০১০ সালের ১৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওডালা এলাকা থেকে ফেনসিডিলসহ ইকবালকে আটক করে র‌্যাব-১১। এই ঘটনায় বন্দর থানায় মাদক মামলা দায়ের করা হয়। পরে মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ইকব ল

এছাড়াও পড়ুন:

ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত বুধবার রাতে নগরীর সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে এবং স্থানীয় স্বপনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাঁকে তিন-চারজন ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তরুণের বড় বোন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পুলিশ জানিয়েছে, নিহত শাহাদাতের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। তিনি চিহ্নিত মাদক কারবারি। লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লোহা চুরি করে বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন
  • আইভী আরও দুই মামলায় গ্রেপ্তার 
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানো হলো আরও দুই মামলায়
  • ৯ মাস পর মামলা, আসামিরা ওসমান পরিবারের ঘনিষ্ঠ
  • নারায়ণগঞ্জ ক্লাব ইস্যু : ১৯৬ আসামির বিরুদ্ধে বাদীর যা অভিযোগ
  • নারায়ণগঞ্জ ক্লাব ইস্যু : ১৯ আসামির বিরুদ্ধে বিরুদ্ধে বাদীর যা অভিযোগ
  • নারায়ণগঞ্জ ক্লাব ইস্যু : ১৯ আসামির বিরুদ্ধে বিরুদ্ধে বাদীর যা অভি
  • যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ : সজল 
  • ছুরিকাঘাতে প্রাণ হারালেন তরুণ, গ্রেপ্তার ২