যুদ্ধকালীন আইন ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়নের চেষ্টার বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলার সন্দেহভাজন গ্যাংসহ অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করতে ট্রাম্প প্রশাসন আইনটি প্রয়োগের চেষ্টা করে। এ প্রেক্ষাপটে মার্কিন শীর্ষ আদালত এ আদেশ দিলেন।

সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বাজে ও বিপজ্জনক দিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত আইনি প্রক্রিয়া ছাড়া ওই অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়নের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্প প্রশাসনকে দোষারোপ করেছেন। 

১৭৯৮ সালের আইনটি মূলত যুদ্ধকালীন সময়ে ব্যবহার করা হতো। ট্রাম্প সেই আইন ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়ন করতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্র কোনো দেশের সঙ্গে যুদ্ধাবস্থায় থাকলে বা কোনো দেশ যুক্তরাষ্ট্রে আগ্রাসন চালালে কিংবা আগ্রাসনের হুমকি দিলে আইনটি প্রয়োগের নিয়ম রয়েছে। কিন্তু কাগজপত্রহীন অভিবাসীদের টার্গেট করা ও তাদের দ্রুত ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনটি প্রয়োগ বেমানান।

বর্তমানে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধের মধ্যে বা হুমকির মুখে নেই। এমন একটি শান্তিপূর্ণ সময়ে আইনটি ব্যবহার করতে চাওয়ার সমালোচনা করেছে বিভিন্ন অধিকার সংগঠন। এ অবস্থায় অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়নে স্থগিতাদেশ বহাল রাখতে আবেদন করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারকরা তা মঞ্জুর করেন।

গত ১৮ এপ্রিল ওই ইউনিয়ন সুপ্রিম কোর্টের প্রতি আবেদন জানায়, যুদ্ধকালীন আইন ব্যবহারে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। পরদিন সর্বোচ্চ আদালত টেক্সাসে আটক থাকা কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে বিতাড়নের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন। 
গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর রিপাবলিকান প্রেসিডেন্ট অভিবাসনে কঠোর নীতি আরোপের অঙ্গীকার করেছিলেন। এরই ধারাবাহিকতায় ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার পদক্ষেপ নেয় তাঁর প্রশাসন।

ট্রাম্প বলেন, এ আদেশের ফলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার সুযোগ থাকল না। এই আইনি প্রক্রিয়া শেষ হতে হতে কয়েক বছরও লেগে যেতে পারে। এতে অপরাধীরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশে আরও উৎসাহ পাবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র ব যবহ র কর ন আইন

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ