সাংগঠনিক শৃঙ্খলা মেনে নেতা-কর্মীদের কাজ করার নির্দেশনা
Published: 17th, May 2025 GMT
সাংগঠনিক শৃঙ্খলা মেনে কাজ করতে নেতা–কর্মীদের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। আজ শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
কর্মিসভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলমের (সাম্য) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া ছিলেন কর্মিসভার প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান মজুমদার ছিলেন প্রধান বক্তা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতি (১) আরমান হোসেন, সহসভাপতি আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, যুগ্ম সম্পাদক (১) আবদুর রহিম রাজিব, দপ্তর সম্পাদক মুদাসসিরুল ইসলাম প্রমুখ।
খিলগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান হিরার সভাপতিত্ব কর্মিসভা সঞ্চালনা করেন খিলগাঁও থানা ছাত্রদলের সদস্যসচিব বেনজীর আহমেদ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটের নতুন কমিটি
ময়মনসিংহে প্রায় সাত বছর পর জেলা দক্ষিণ, উত্তর, মহানগর, আনন্দ মোহন কলেজ ও কোতোয়ালি থানা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কমিটিতে স্বাক্ষর করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাকিবুল ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুকে কমিটি প্রকাশ করে অভিনন্দন জানান।
১১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে আজিজুল হাকিম সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে নূরুজ্জামান সোহেল সভাপতি ও এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মহানগর ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে গোবিন্দ রায় সভাপতি ও আল মোহাম্মদ রাফসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে হুজ্জাতুল খান সভাপতি ও মোস্তাত সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া দুজন সহসভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজনকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কোতোয়ালি থানা ছাত্রদলের চার সদস্যবিশিষ্ট কমিটিতে আরিফ রব্বানী সভাপতি ও সাজিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অন্য দুজনের মধ্যে একজনকে সহসভাপতি ও একজনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আগামী ২১ দিনের মধ্যে এ দুটি ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
এর আগে ২০১৮ সালের ১২ জুলাই ময়মনসিংহ ছাত্রদলের দক্ষিণ, উত্তর জেলা ও মহানগর আংশিক কমিটি গঠিত হয়। এসব কমিটির মেয়াদ পেরোলেও এভাবেই এত দিন সংগঠনটির কার্যক্রম চলছিল।