Prothomalo:
2025-09-18@00:16:48 GMT

নবজাতকের জন্ডিসের চিকিৎসা

Published: 18th, May 2025 GMT

জন্মের পরপরই অনেক নবজাতকের শরীরে জন্ডিসের লক্ষণ দেখা দেয়। সন্তান জন্মের পর জন্ডিস হলে মা–বাবা আতঙ্কিত হন। কিন্তু কেন এটা হয়?

গর্ভে থাকাকালীন শিশুর যে রক্তকণিকা থাকে, ভূমিষ্ঠ হওয়ার পর সেসব রক্তকণিকা ভেঙে যেতে থাকে। রক্তকণিকা ভেঙে যাওয়ায় শরীরে হলুদ রঙের একটি রঞ্জক পদার্থ (বিলিরুবিন) তৈরি হয়। বিলিরুবিনের মাত্রা বেশি হলে নবজাতকের চোখ ও ত্বক হলুদ হয়ে যায়, একেই বলা হয় জন্ডিস।

স্বাভাবিকভাবে ৯০ শতাংশ নবজাতক সামান্য পরিমাণে জন্ডিসে আক্রান্ত হতে পারে, যাকে শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল জন্ডিস বলা হয়। আরেকটি হলো মারাত্মক বা প্যাথলজিক্যাল জন্ডিস। মায়ের রক্তের গ্রুপ ও নবজাতকের রক্তের গ্রুপের অমিল থাকলে এ ধরনের জন্ডিস হয়। মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ বা ‘ও’ গ্রুপের হয় আর নবজাতকের পজিটিভ, ‘এ’ বা ‘বি’ হয়, তাহলে জন্ডিস মারাত্মক আকার ধারণ করতে পারে। এ ছাড়া নবজাতকের ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ, নবজাতকের লিভারে গঠনগত কোনো ত্রুটি থাকলে প্যাথলজিক্যাল জন্ডিস হতে পারে।

লক্ষণ

জন্ডিস যদি অল্প মাত্রায় হয়ে থাকে, তাহলে শিশুর চোখ ও মুখের ত্বক সামান্য হলুদ হতে পারে। জন্ডিস যত বেশি তীব্র হবে, তত শরীরের নিচের দিকে ছড়িয়ে পড়তে থাকে। মাঝারি মাত্রার হলে বুক বা পেট হলুদ দেখায়। বেশি তীব্র হলে পায়ের নিচের দিকে ও হাতের তালু বা পায়ের তালুতে ছড়িয়ে পড়ে।

জন্ডিসের ফলে নবজাতকের পায়ের তালু বা হাতের তালুতে যদি হলুদভাব দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জন্ডিস হওয়ার কারণে শিশু যদি নিস্তেজ হয়ে যায়, খিঁচুনি হয় বা শিশুকে ফ্যাকাশে দেখায়, তাহলেও জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসা কী

শিশুর শরীরে বিলিরুবিনের মাত্রা ও হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় যদি রক্তকণিকা ভেঙে যাওয়ার কোনো অস্বাভাবিক কারণ পাওয়া যায়, তাহলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।

শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল জন্ডিস মৃদু বা মাঝারি মাত্রায় হয়ে থাকলে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। কখনো কখনো শারীরবৃত্তীয় জন্ডিস মারাত্মক রূপ ধারণ করতে পারে, তখন দ্রুত হাসপাতালে ভর্তি করে ফটোথেরাপি দেওয়া প্রয়োজন।

প্যাথলজিক্যাল জন্ডিসেও দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করার পরপরই ফটোথেরাপি শুরু করতে হয়। এ ক্ষেত্রে আগেই রক্ত বদলের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রয়োজনে নবজাতককে নিবিড় পরিচর্যাকেন্দ্র বা এনআইসিইউতে রেখে জন্ডিসের ব্লু লাইট ডাবল সারফেস ফটোথেরাপি এবং কখনো কখনো রক্তবদলের প্রয়োজন হতে পারে।

অধ্যাপক ডা.

শাহীন আক্তার, নবজাতক ও শিশু–কিশোর রোগবিশেষজ্ঞ, আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক য ল জন ড স জন ড স র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ