জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনে নিচে ফেলে দেওয়া শহীদ শাইখ আশহাবুল ইয়ামিন হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্যদিকে জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বাড়ানো হয়েছে।

প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এই সময় বাড়ান ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম এই তথ্য জানান।

এই দুই মামলায় আজ ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে সাভারে ইয়ামিন হত্যা মামলার চার আসামি রয়েছেন। তাঁরা হলেন পুলিশের সাবেক সদস্য সোহেল মিয়া, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ওরফে সুজন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া যুবলীগের ঢাকা জেলার সদস্য মো.

মিজানুর রহমান ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাভার উপজেলার নেতা জাকির হোসেন। শেষের তিনজন আগে থেকে অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন।

সাভারের এ ঘটনায় করা মামলায় প্রথমে ১০ জনকে আসামি করা হয়েছিল। তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় পরে আরও তিনজনকে আসামি করা হয়। আজ এই মামলায় আরও একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

রাজধানীর মোহাম্মদপুরের ঘটনায় করা মামলায় আজ দুই আসামিকে হাজির করা হয়। তাঁরা হলেন আনসারের সাবেক সদস্য ওমর ফারুক ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা কে এম ফজলে রাব্বি।

আরও পড়ুন:

আরও পড়ুনজুলাই গণ–অভ্যুত্থানে শাইখ হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা১১ মার্চ ২০২৫আরও পড়ুনসাভারে আন্দোলনে শহীদ ইয়ামিনের লাশ উত্তোলন কার্যক্রম স্থগিত০৪ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সময় তদন ত

এছাড়াও পড়ুন:

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত

চট্টগ্রামের চন্দনাইশে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা ইকবাল হোসেন (৩৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সহকর্মী জাবেদ হোসেন (২৮)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার হাশিমপুর বাইন্যাপুকুর এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার সবুজ শিকদারের ছেলে। তিনি এনজিও সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’-এর চন্দনাইশ শাখার ব্যবস্থাপক ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক প্রথম আলোকে বলেন, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দোহাজারীমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত জাবেদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার সময় ইকবাল হোসেন ও জাবেদ হোসেন এনজিওর কাজে মোটরসাইকেলে করে দোহাজারীতে যাচ্ছিলেন। বাসটি বর্তমানে হাইওয়ে থানা–পুলিশের হেফাজতে রয়েছে।

এর আগে একই দিন দুপুরে ওই এলাকার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি বেপরোয়া হায়েস গাড়ির ধাক্কায় নিখিল পাল (৪৫) নামের এক পথচারী নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

সম্পর্কিত নিবন্ধ