মাগুরার শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাল এমজেএফ
Published: 18th, May 2025 GMT
মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। শিশুটির পরিবার প্রতিশোধমূলক হামলার যে আশঙ্কা করছে, তা বিবেচনায় নিয়ে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বেসরকারি ও অলাভজনক এই সংস্থা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ করে নিহত শিশুটির ১৪ বছর বয়সী বড় বোন, যে নিজেও বাল্যবিবাহের শিকার, তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা নিহত শিশুটির বড় বোনের শ্বশুরবাড়ির সদস্য। শিশুটির পরিবার অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে হুমকি ও সহিংসতার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। আদালত মূল অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছেন এবং অন্যান্য অভিযুক্তকে মুক্তি দিয়েছেন, যা ভুক্তভোগী পরিবারের জন্য বাড়তি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শাহীন আনাম আরও বলেন, ‘শিশুটির পরিবার যে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা প্রকাশ করেছে, তা কোনোভাবেই অবহেলা করা উচিত না। আমরা যথাযথ কর্তৃপক্ষকে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই, যাতে এই পরিবার আর কোনো সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার না হয়।’
আরও পড়ুনতিন আসামির খালাসের রায়ে সন্তুষ্ট নন শিশুটির মা১৭ মে ২০২৫মাগুরার ঘটনাটি দেশের নারী ও শিশুর প্রতি সহিংসতা পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বলা হয়, মাত্র ১৪ বছর বয়সেই একটি মেয়ের বিয়ে হওয়া এবং মেয়েটির বোনের হত্যাকাণ্ডের শিকার হওয়া এ দেশের শিশু নির্যাতন, ধর্ষণ ও বাল্যবিবাহের মতো গুরুতর সমস্যাগুলোর প্রমাণ বহন করে। এসব অপরাধ প্রতিরোধে এবং দেশের প্রতিটি মেয়েশিশুর নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করতে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে তুলে ধরতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়। এমজেএফ নিহত শিশুটির পরিবারের প্রতি সংহতি জানিয়ে বিচার, জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ শ ট র পর ব র পর ব র র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। রোববার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ করেন অলি আহমদ।
এলডিপি প্রেসিডেন্ট রাত সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন। দু’জনের মধ্যে ৪৫ মিনিট কথা হয়েছে বলে জানা গেছে। অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, ‘খালেদা জিয়া ও অলি আহমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। অলি আহমদ বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।’
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। এর দু’দিন আগে ৫ জানুয়ারি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অলি আহমদ।