মামলাবাজির নাটক বন্ধ করেন, ফারিয়া প্রসঙ্গে নিপুণ
Published: 19th, May 2025 GMT
ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ অভিনেত্রীকে গ্রেপ্তারের পর থেকে বিষয়টি চর্চায় পরিণত হয়েছে। শোবিজ অঙ্গনের অনেকে নীরবতা ভেঙেছেন।
তরুণ নির্মাতা আশফাক নিপুন নির্মাণের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়েও ফেসবুকে মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই পরিচালক। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ‘কারাগার’খ্যাত এই পরিচালক।
সোমবার (১৯ মে) দুপুরে নিপুণ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই পরিচালক বলেন, “এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী, অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার।”
আরো পড়ুন:
নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা বিব্রতকর: ফারুকী
অভিনেত্রী নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে
নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর ঘটনা উল্লেখ করে আশফাক নিপুণ বলেন, “হত্যাচেষ্টার যে মামলা করা হলো, যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়।”
মামলাবাজির নাটক বন্ধ করার আহ্বান জানিয়ে নিপুণ লেখেন, “আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনোরকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।”
গতকাল দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর শুরু হয় একের পর এক সিনেমায় কাজ করার অধ্যায়।
‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘অপারেশন সুন্দরবন’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’— প্রায় প্রতিটি কাজেই তিনি চেষ্টা করেছেন নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। ২০২৩ সালে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র পর চ ল
এছাড়াও পড়ুন:
শিল্পীদের নিরাপত্তা, মর্যাদার দাবিতে অভিনয়শিল্পী সংঘের বিবৃতি
গতকাল দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার (১৯ মে) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার পরই গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সোমবার (১৯ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সমাজ ও রাষ্ট্রের প্রতি অভিনয়শিল্পীদের অবদান সবসময়ই মানবিক ও প্রশংসনীয়। দুর্যোগ, সামাজিক সংকট কিংবা জাতীয় প্রয়োজনে অভিনয়শিল্পীরা যেভাবে এগিয়ে আসেন, তা অনস্বীকার্য। এই শিল্পীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়।”
আরো পড়ুন:
নুসরাত ফারিয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফারুকী
পরীমনির পরামর্শ ‘ঘুমাও ঘুমাও, ঘুমই উত্তম’
সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পীর বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেপ্তার, মামলা ও হামলার ঘটনা ঘটেছে, যা শুধু শিল্পীর ব্যক্তিগত জীবন নয়— তাদের পরিবার, পেশাগত পরিবেশ ও সামাজিক অবস্থানেও বিরূপ প্রভাব ফেলছে বলে দাবি সংগঠনটির।
তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি জানিয়েছে, শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করতেই এমন বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এসব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করি।
‘অভিনয়শিল্পী সংঘ’ সরকারের কাছে ন্যায়বিচার ও বৈষম্যহীন পদক্ষেপ প্রত্যাশা করে বলেছে, “আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সেই আইন যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়— এই আশা রাখি।”
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এই প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি ফেসবুকে প্রকাশ করেন। এতে সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর নাম উল্লেখ রয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত