জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সোমবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চলচ্চিত্র সংসদ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উৎসবের ঘোষণা দেওয়া হয়। এ সময় উৎসবের পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে প্রাধান্য দেওয়া হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে।

চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির।

আরো পড়ুন:

কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে ২ দিনে ৪১ শিক্ষার্থী অসুস্থ

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বেরোবিতে মানববন্ধন

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যাল চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক লিখিত বক্তব্যে বলেন, “আগামী ২৩, ২৪ ও ২৫ জুন, তিন দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো দুইটি ভেন্যুতে এ উৎসব অনুষ্ঠিত হবে। মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভিত্তিক এ চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সারাদেশ থেকে শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে ৫০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে এবং রেজিষ্ট্রেশন এখনো চলমান রয়েছে। এর মধ্য থেকে বিচারকদের যাচাই-বাছাই শেষে ৩৫টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।”

তিনি বলেন, “প্রতিযোগিতা বিভাগের দুইটি ক্যাটাগরিতে মোট চারটি পুরস্কার দেওয়া হবে। বিচারক হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় এবং খ্যাতিমান একঝাঁক চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকগণ। এছাড়াও উৎসবে থাকছে ‘বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণ’ এবং চলচ্চিত্রের সফল প্রযোজনা নিয়ে দুইটি কর্মশালা। দেশের স্বনামধন্য দুইজন নির্মাতা ও প্রযোজক এই কর্মশালা দুটি পরিচালনা করবেন।”

শীঘ্রই নির্মাতাদের আমন্ত্রণপত্র প্রেরণ, কর্মশালায় অংশগ্রহণসহ অন্যান্য প্রক্রিয়া সংক্রান্ত তথ্য বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির বলেন, “আমাদের বিভাগে অনেক ক্রিয়েটিভ লোক আছে। আমার মনে হয় এসব উৎসবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বাদেও অন্য সব জায়গায় হওয়া উচিত। আমি তাদের এই কাজ দেখে অনুপ্রাণিত। তাদের শুভকামনা জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংসদের সভাপতি আদান মাহমুদ সৈকতসহ সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র উৎসব চলচ চ ত র উৎসব উৎসব র

এছাড়াও পড়ুন:

আসছে এআই দিয়ে তৈরি হওয়া ৩০ পর্বের সিরিজ

কোরিয়ার বিনোদনজগতের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান সিজে ইএনএম এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করেছে অ্যানিমেশন সিরিজ। এই সিরিজের নাম ‘ক্যাট বিগি’। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, এআই তথ্যপ্রযুক্তি দিয়ে তৈরি এটাই তাদের প্রথম কোনো অ্যানিমেশন সিরিজ। গতকাল সোমবার নতুন এই সিরিজের কথা সামনে আসে।

‘প্যারাসাইট’ সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসে এই প্রযোজনা প্রতিষ্ঠান। এবার তারা প্রতিষ্ঠার ৩০ বছর উদ্‌যাপন করতে যাচ্ছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি ‘কোরিয়ান কনটেন্ট মিটস এআই: হাউ এআই টেকনোলজি ইজ ট্রান্সফরমিং দ্য ফিউচার অব দ্য কনটেন্ট ইন্ডাস্ট্রি’ শিরোনামে আলোচনার আয়োজন করে।

কনটেন্ট তৈরিতে এআই কোনো বিপ্লব ঘটাতে পারে কি না, ভবিষ্যৎ এইআই নির্ভর কনটেন্ট কেমন হতে পারে, সেটাই এখন আলোচনার মুখ্য বিষয় ছিল। পরবর্তী সময়ে কীভাবে তারা এআই দিয়ে সিরিজটি তৈরি করেছে, সেটা প্রকাশ্যে আনে।

শর্ট ফর্ম অ্যানিমেশন সিরিজ ক্যাট বিগি। এই সিরিজের গল্পে দেখা যাবে, একটি বিড়ালের হঠাৎ করেই একটি বাচ্চার সঙ্গে পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই বিড়াল হয়ে যায় বাচ্চার বাবা। এই বাবা হওয়া নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা।

সিরিজটি তৈরি করতে ৬ জন বিশেষজ্ঞ সার্বক্ষণিক কাজ করেছেন। সিজে ইএনএম–এর এআই বিজনেস অ্যান্ড প্রোডাকশনের প্রধান বায়েক ইউং-জাং ভ্যারাইটিকে বলেন, ‘৫ মিনিটের একটি থ্রিডি অ্যানিমেশন তৈরির জন্য কখনো তিন থেকে চার মাস সময় পর্যন্ত লাগতে পারে। এই কাজে মূল চ্যালেঞ্জ ছিল অ্যানিমেশন চরিত্রের গতি নিয়ন্ত্রণ করা ও সেটা প্রকাশ করা।’

এদিকে গত ফেব্রুয়ারিতে লেখা থেকে ভিডিও তৈরির মডেল সোরা তৈরির ঘোষণা দেয় চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই। ব্যবহারকারীদের লিখিত বর্ণনা থেকে কাল্পনিক দৃশ্য তৈরি করতে পারে সোরা মডেল। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভিন্ন চরিত্র ও আশপাশের দৃশ্যও নিখুঁতভাবে তৈরি করতে পারে মডেলটি।

পরবর্তী সময়ে ধারণা করা হয়, এআই দিয়ে সিনেমাও তৈরি করা যাবে। বিনোদন অঙ্গনে প্রযুক্তির এই নতুন সংযোজন ভবিষ্যতে জায়গা দখল করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা। তাঁরা প্রথমবারের মতো ঘোষণা দিয়ে এইআই দিয়ে নির্মিত সিনেমাকেও উৎসবে মূল্যায়ন করবেন।

সিরিজটি ৩০টি পর্ব দিয়ে সাজানো হয়েছে। প্রতি পর্বের ব্যাপ্তি ২ মিনিট। সিরিজটি আন্তর্জাতিক দর্শকদের জন্য জুলাইতে ইউটিউবে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় সিরিজটি শত ভাগ এআই জেনারেটেড। সিরিজের কাজটি সম্পূর্ণ করতে ৫ মাস সময় লেগেছে। এ সময়ে সিরিজের গল্প চরিত্রের জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসবমূখর পরিবেশে সিদ্ধিরগঞ্জে ৯২-৯৩ ব্যাচ এর মৌসুমী ফল উৎসব
  • জেসিআই ঢাকা অ্যাচিভার্সের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
  • খেলা শেষ করেই মাকে ফোন করে কী বলেছিলেন ফুটবলার ঋতুপর্ণা
  • বাঁকবদলের নাম উৎসব
  • ছবির মতো সুন্দর ভেনিস
  • ইতিহাস গড়া দিনে ঋতুপর্ণাদের উৎসব
  • ‘অবুঝ মন’ থেকে ‘উৎসব’ 
  • আসছে এআই দিয়ে তৈরি হওয়া ৩০ পর্বের সিরিজ