ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তৃতীয় কোনো দেশের ভূমিকা ছিল না বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তান নিজেরাই ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুই দেশের সংঘর্ষ ছিল পুরোপুরি প্রচলিত অস্ত্রনির্ভর। কোনো পক্ষ থেকেই পারমাণবিক হামলার ইঙ্গিত ছিল না।

আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি উপস্থিত হয়েছিলেন ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। এই কমিটির চেয়ারম্যান কংগ্রেস নেতা লোকসভার সদস্য শশী থারুর।

দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করানোর কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোরের সঙ্গে এ কথাও তিনি বলেছেন যে যুদ্ধবিরতিতে রাজি না হলে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে না।

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর ভারতের বার্তা সংস্থা পিটিআই ওই কমিটির সদস্যদের বরাত দিয়ে জানায়, পররাষ্ট্রসচিব জানিয়েছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্তে তৃতীয় কারও ভূমিকা ছিল না। ভারত ও পাকিস্তান নিজেরাই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। পারমাণবিক হামলার ইঙ্গিতও কোনো পক্ষ দেয়নি। পাকিস্তানের দিক থেকে পারমাণবিক হামলার কোনো হুমকিও দেওয়া হয়নি।

এই বৈঠকে কমিটির সদস্যরা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে নানা প্রশ্ন করেন। প্রত্যেকের প্রশ্নের জবাবে মিশ্রি বলেন, চার দিন সংঘর্ষের পর দুই দেশের ডিজিএমওরাই (সামরিক অভিযানসংক্রান্ত মহাপরিচালক) নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতিতে রাজি হন। অন্য কোনো দেশের ভূমিকা ছিল না। যা কিছু সিদ্ধান্ত তা নেওয়া হয়েছে দ্বিপক্ষীয় স্তরেই।

আরও পড়ুনভারত–পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি: ট্রাম্প১০ মে ২০২৫

ট্রাম্পের দাবি খারিজ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি।

বৈঠকে চীনা অস্ত্র সম্ভারের প্রসঙ্গও উঠেছিল। পিটিআইয়ের খবর অনুযায়ী পররাষ্ট্রসচিব এ বিষয়ে বলেন, চীনের তৈরি ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের আদৌ কোনো চিন্তা ছিল না। ভারত সফলভাবে পাকিস্তানের প্রতিরোধ এড়িয়ে লক্ষ্য হাসিল করেছে। বিমানঘাঁটিতে আঘাত হেনেছে।

আরও পড়ুনভারত-পাকিস্তান  যুদ্ধবিরতি যেভাবে হলো ১২ মে ২০২৫

সোমবারের বৈঠকে অন্যদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্লা, দীপেন্দ্র হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গি, অরুণ গোভিল, এআইএমআইএ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি উপস্থিত ছিলেন।

অপারেশন সিঁদুরে ভারতের ক্ষয়ক্ষতির কোনো হিসাব এখনো দেওয়া হয়নি। ভারতীয় বিমানবাহিনীর কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা–ও জানানো হয়নি। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বারবার জানতে চেয়েও ব্যর্থ। সোমবারের বৈঠকে এই সব বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেছিলেন কি না, তা পিটিআইয়ের খবরে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনভারত-পাকিস্তানের টেকসই যুদ্ধবিরতির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন১৭ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট রসচ ব পরর ষ ট র কম ট র সদস য

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ