কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য ফিনিশিয়ান স্কিম’এর প্রচারণায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলচ্চিত্র শুল্কের প্রস্তাব নিয়ে ব্যঙ্গ করেন খ্যাতনামা পরিচালক ওয়েস অ্যান্ডারসন।

সিনেমাটির নিয়ে সংবাদ সম্মেলন করেন পুরো টিম। এ সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অ্যান্ডারসন বলেন, ‘মুভিটাকে কি কাস্টমসে আটকে রাখবে? এটা তো এভাবে পাঠানো হয় না।’ তার এমন মন্তব্যের পর হল জুড়ে হাসির রুল পড়ে যায়।  

প্রসঙ্গত, ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বিদেশে শুটিং হওয়া আমেরিকান সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। কানে নিজের সিনেমার প্রচারণায় এসে ট্রাম্পের এমন নীতি নিয়েই ব্যঙ্গ করলেন পরিচারক। 

ওয়েস অ্যান্ডারসনের নতুন চলচ্চিত্র ‘দ্য ফিনিশিয়ান স্কিম’ আংশিকভাবে জার্মানিতে শুটিং হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক মজা করে বলেন, ‘আমি তো ভেবেছিলাম উনি (ট্রাম্প) আমাদের ছবি দেখে প্রশংসা করছেন। উনি কি ছবিটা দেখেছেন নাকি?’

এরপর তিনি বলেন, ‘১০০% শুল্কের কথা আমি আগে শুনিনি। এটা মানে কি উনি পুরো টাকাটাই নিয়ে নেবেন? তাহলে আমরা কী পাবো? ব্যাপারটা জটিল। সিনেমা তো আসলে এমনভাবে শিপ হয় না।’

‘দ্য ফিনিশিয়ান স্কিম’ ছবিতে অভিনয় করেছেন বেনিসিও দেল তোরো, মাইকেল সেরা এবং নবাগত মিয়া থ্রিপলেটন। থ্রিপলেটন হলিউড তারকা কেট উইন্সলেটের কন্যা।

দেল তোরো ছবিতে একজন শিল্পপতি জ্সা-জা কর্ডা চরিত্রে অভিনয় করেছেন, যিনি বারবার হত্যাচেষ্টার শিকার হন। মিয়া থ্রিপলেটন তার মেয়ে ‘সিস্টার লাইসেল’-এর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একজন সন্ন্যাসিনী, ধূমপায়ী ও মদ্যপ। মাইকেল সেরা অভিনয় করেছেন একজন সন্দেহজনক গৃহশিক্ষকের চরিত্রে।

ছবিটির সহ-লেখক রোমান কপোলার সঙ্গে কাজ করেছেন অ্যান্ডারসন। পরিচালক জানান, ছবির প্রাথমিক ভাবনা ছিল একজন ক্ষমতাশালী ব্যবসায়ীকে ঘিরে যিনি তার সিদ্ধান্তের সামাজিক প্রভাব নিয়ে উদাসীন।

সাংবাদিক সম্মেলনে অ্যান্ডারসন আরও জানান, তিনি রোমান কপোলা ও রিচার্ড আয়োয়াডেকে নিয়ে একটি নতুন সিনেমার চিত্রনাট্য লিখছেন। তিনি বলেন, ‘এই ছবিটাও বেশ অন্ধকারময় হবে। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না, তবে কিছু তো ঘোষণা করতেই হবে।’

এছাড়া পরিচালক জানান, ভবিষ্যতে মাইকেল সেরা ও বিল মারেকে নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। সেরাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চলুন হাত মেলাই, যেন এটা অফিসিয়ালি থাকে। অনেকে ‘হ্যাঁ’ বলে পরে আর করে না।’’

বিল মারেকে উদ্দেশ করে তিনি আরও মজা করে বলেন, “চলো ‘The Life Aquatic 2’ বানাই, কেমন?”

‘দ্য ফিনিশিয়ান স্কিম’ সীমিত পরিসরে আগামী ৩০ মে মুক্তি পাচ্ছে।  ৬ জুন থেকে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানিয়েছেণ পরিচালক। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব অ য ন ড রসন চলচ চ ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

শ্রীনগরে চার যুবকের অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

মুন্সিগঞ্জের শ্রীনগরে চার যুবকের অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর কলেজ এলাকার বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ বলছে, ভিডিওটি গত মে মাসের। ভিডিওতে থাকা যুবকেরা ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামের একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং শ্রীনগর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের নাম ফয়সাল, রাসেল, অর্পণ, আহির। তাঁদের সবার বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জনশূন্য একটি স্থানে দাঁড়িয়ে আছেন চার যুবক। তাঁদের মধ্যে দুজনের হাতে দুটি পিস্তল। একজনকে পিস্তল দেখিয়ে বলতে শোনা যায়, ‘দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।’ জবাবে অন্যজন বলেন, ‘দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না।’ একজন বলেন, ‘লকটা খুলে টিপ দিলেই গুলি বের হইব।’ এ সময় পিস্তল হাতে নিয়ে আকাশের দিকে গুলি করার চেষ্টা করেন একজন। কীভাবে গুলি করতে হবে, পাশ থেকে বলছিলেন আরেক যুবক।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে থাকা যুবকদের মধ্যে রাসেলের বাড়ি উপজেলার বাঘরা এলাকায়। ফয়সালের বাড়ি কামারখোলা। আর সাদা টি–শার্ট, কালো প্যান্ট ও টুপি পরা আহিরের বাড়ি শ্রীনগর ইউনিয়নের মথুরা পাড়ায় এবং অন্যজন একই এলাকার কালো পাঞ্জাবি পরা অর্পণ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা প্রথম আলোকে বলেন, ভিডিওটি গত মে মাসের। এটি শ্রীনগর কলেজের পেছনের পুকুরপাড় এলাকা বলে ধারণা করা হচ্ছে। শ্রীনগরের পরিবেশ এখন শান্ত। পরিবেশ ঘোলাটে করতে পাঁচ মাস আগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া হয়েছে। তিনি বলেন, ভিডিওতে থাকা ব্যক্তিদের ইতিমধ্যে পুলিশ শনাক্ত করেছে। তাঁরা সবাই চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। সবাই আত্মগোপনে আছেন। তাঁদের মধ্যে রাসেলের দুটি চোখ প্রতিপক্ষের লোকজন উপড়ে ফেলেছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কাজী মামুনকে ফাঁসানো হয়েছে: যুব সংহতি
  • বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
  • কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
  • মুসলিম জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ৯ উপায়
  • ১৭ ঘণ্টার মধ্যেই রাকসুর ফল প্রকাশ: প্রধান নির্বাচন কমিশনার
  • দেশে প্রথম পুনর্ব্যবহারযোগ্য ক্রেডিট ও ডেবিট কার্ড এনেছে মেঘনা ব্যাংক
  • গুগল ম্যাপে দেখানো পথে হাঁটতে গিয়ে পড়লেন খালে
  • অ্যানথ্রাক্স ঝুঁকি: ঝালকাঠিতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই চলছে পশু জব
  • ‘৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চান’
  • শ্রীনগরে চার যুবকের অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও ভাইরাল