গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য আয়োজিত বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এ আয়োজন। দুই দিনের এ সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিসসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন পণ্য ও সেবার ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে গুগলের জেমিনিসহ বিভিন্ন এআই প্রযুক্তি নিয়েই মূলত বেশি আলোচনা করা হবে। আর তাই সম্মেলনে জেমিনির হালনাগাদ সংস্করণ উন্মোচনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া গুগলের অন্যান্য এআই প্রকল্প যেমন ডিপমাইন্ডের প্রজেক্ট অ্যাস্ট্রা, লার্নএলএম এবং আরও কিছু নতুন উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। সম্মেলনে স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এক্সআর হেডসেটের একটি নমুনা দেখানো হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। হেডসেটটি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসতে পারে বছরের শেষ নাগাদ।

এবারের সম্মেলনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে বড় কোনো ঘোষণা না–ও আসতে পারে। এর বদলে জিমেইল, গুগল ক্রোম, গুগল প্লে স্টোর এবং ক্লাউড প্রযুক্তিসহ এআই-নির্ভর বিভিন্ন সেবার ঘোষণা দিতে পারে গুগল। আর তাই সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীরা।

যেভাবে অনলাইনে দেখা যাবে

বরাবরের মতোই রীতি মেনে এবারও গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের বক্তব্যের মাধ্যমে শুরু হবে সম্মেলন। এরপরই হবে ডেভেলপারদের জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান। ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস ডিপমাইন্ডের তৈরি এআই প্রযুক্তি নিয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় আলোচনা করবেন। সম্মেলনের পাশাপাশি একাধিক বিষয়ভিত্তিক সেশনও সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন সেশন সরাসরি সম্প্রচার করা হবে গুগলের ইউটিউব চ্যানেলে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা বিভিন্ন দলের

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল। অবিলম্বে এই হামলা ও গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে এ বিষয়ে দুনিয়ার শান্তিকামী দেশ ও বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। গতকাল রোববার পৃথক বিবৃতিতে এসব দলের নেতারা এই দাবি জানান। তারা ইসরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা এবং মার্কিন সাম্রাজ্যবাদ-ইহুদিবাদী ষড়যন্ত্র প্রতিরোধ ও ইরানের জনগণের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে বলেন, বর্তমান সময়ের সাম্রাজ্যবাদী শক্তি ও তার নেতা ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করে রেখেছে। একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানের রাজনৈতিক সামরিক অগ্রযাত্রাকে রুখতে চেষ্টা করছে। যুদ্ধবাদী রাষ্ট্র ইসরায়েলকে এখনই থামতে হবে। অন্যায়ভাবে ইরানের শিশু-নারী ও সাধারণ নাগরিকদের ওপর বোমা ও মিসাইল হামলা বন্ধ করতে হবে। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পৃথক বিবৃতিতে বলেন, ইরানের পরমাণু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল লক্ষ্য করে ইসরায়েলের বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাষ্ট্রীয় ভয়ানক সন্ত্রাসী তৎপরতা। পরিকল্পিত এই হামলা আন্তর্জাতিক সব ধরনের বিধিবিধানকে  বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। জাতিসংঘকেও এরা পুরোপুরি ঠুঁটো জগন্নাথে পরিণত করেছে।
 

সম্পর্কিত নিবন্ধ