গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য আয়োজিত বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এ আয়োজন। দুই দিনের এ সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিসসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন পণ্য ও সেবার ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে গুগলের জেমিনিসহ বিভিন্ন এআই প্রযুক্তি নিয়েই মূলত বেশি আলোচনা করা হবে। আর তাই সম্মেলনে জেমিনির হালনাগাদ সংস্করণ উন্মোচনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া গুগলের অন্যান্য এআই প্রকল্প যেমন ডিপমাইন্ডের প্রজেক্ট অ্যাস্ট্রা, লার্নএলএম এবং আরও কিছু নতুন উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। সম্মেলনে স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এক্সআর হেডসেটের একটি নমুনা দেখানো হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। হেডসেটটি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসতে পারে বছরের শেষ নাগাদ।

এবারের সম্মেলনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে বড় কোনো ঘোষণা না–ও আসতে পারে। এর বদলে জিমেইল, গুগল ক্রোম, গুগল প্লে স্টোর এবং ক্লাউড প্রযুক্তিসহ এআই-নির্ভর বিভিন্ন সেবার ঘোষণা দিতে পারে গুগল। আর তাই সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীরা।

যেভাবে অনলাইনে দেখা যাবে

বরাবরের মতোই রীতি মেনে এবারও গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের বক্তব্যের মাধ্যমে শুরু হবে সম্মেলন। এরপরই হবে ডেভেলপারদের জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান। ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস ডিপমাইন্ডের তৈরি এআই প্রযুক্তি নিয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় আলোচনা করবেন। সম্মেলনের পাশাপাশি একাধিক বিষয়ভিত্তিক সেশনও সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন সেশন সরাসরি সম্প্রচার করা হবে গুগলের ইউটিউব চ্যানেলে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় উপ-কমিটি গঠন

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) প্রক্টর সাইফুদ্দীন আহমদকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে নিরাপত্তা কমিটি তাদের সুপারিশ পেশ করবে। 

একইসঙ্গে রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্যবর্ধনের জন্য আরেকটি উপ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনের কনফারেন্স কক্ষে ‘রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সুপারিশ প্রণয়ন’ সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিন।

আরো পড়ুন:

ডাকসু নির্বাচনে ব্যক্তিতেই আস্থা শিক্ষার্থীদের

ঢাবিতে জুলাই বিপ্লব পরবর্তী দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা-বিষয়ক সেমিনার

এতে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালী মন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ঢাবি প্রশাসনের অনুরোধে ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে ভাসমান লোক ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। প্রতিদিনই মাদকবিরোধী অভিযান চলছে। এছাড়া ২৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত আলোর জন্য ৮৫টি বাতি লাগানো হয়েছে। শিগগিরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের দুইটি ক্যাম্প স্থাপনের কাজ শুরু হবে। উদ্যানে আনসারের সদস্য বাড়িয়ে ৪০ জন করা হয়েছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ