‘ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয় আদালতে বিচারাধীন’
Published: 20th, May 2025 GMT
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো কোনো লাভ নেই। আদালতে যে আইনি লড়াই সেটা লড়তে হবে।”
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “যখন সরকার কাজ করে তখন একটা বডি হিসাবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আমি একা নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই। এখানে আইনি জটিলতা আছে এবং আদালতে বিচারাধীন বিষয় আছে। যে জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি।”
আরো পড়ুন:
বৃষ্টি মাথায় কাকরাইলে তিন কারাখানার শ্রমিকদের অবস্থান
জাহাজ শিল্পের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে এমওইউ করতে চায় আলজেরিয়া
ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, “এ ধরনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতেরই বেশি ক্ষতি হবে। ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে। যেহেতু, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেহেতু আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে। আমরা মনে করি, এটি দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।”
অনুষ্ঠানে বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের তরুণদের যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। আমরা চাই, দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাই যেন অংশগ্রহণ করে। যেভাবে অতীতে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে সক্রিয়তা দেখিয়েছেন তরুণরা, অর্থনীতিতেও তাদের সেই ভূমিকা দরকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড.
আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুর রহমান। সমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা ৭০০ জন অংশ নেন।
ঢাকা/সাব্বির/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ জুন থেকে ৩ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ।
শনিবার (৫ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১১ পয়েন্ট বা ১.১৮ শতাংশ।
এর আগের সপ্তাহের (২২ থেকে ২৬ জুন) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ।
ঢাকা/এনটি/ইভা