দীর্ঘ আইনি লড়াই শেষে ৫০ বছর পর সাড়ে ২২ একর জমি ফিরে পেল সুনামগঞ্জের জগন্নাথপুরের শ্রীরামসি গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী রেদওয়ানুল হকের পরিবার। ১৯৭৫ সালে ওই জায়গার মালিকানার অধিকার নিয়ে প্রবাসী রেদোয়ানুল হক এ মামলা দায়ের করেন। ২০১০ সালে তিনি মারা যান।
মঙ্গলবার আদালতের নির্দেশে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে প্রশাসন ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ওই জমি তাঁর উত্তরসূরিদের বুঝিয়ে দেওয়া হয়।
ওই জমিতে রয়েছে বাড়ি, বড়ন্ডিপতিত ও দিঘি। মামলার বিবরণ ও তাঁর পরিবার সূত্র থেকে জানা যায়, ১৯৭৫ সালের ২৫ জুন শ্রীরামসি গ্রামের রেদওয়ানুল হক প্রথম এ বিষয়ে ১ম সাব-জজ আদালত সিলেটে একই গ্রামের আব্দুল মোতালিব খাঁ ও আব্দুল মনির খাঁ গংয়ের বিরুদ্ধে স্বত্ববাটোয়ারা মামলা করেন।
১৯৮৫ সালে এ মামলা সুনামগঞ্জে স্থানান্তর করা হয়। ১৯৯৪ সালের ৬ জানুয়ারি এ মামলার প্রথম ডিক্রি হয়। পরে এ নিয়ে আইনি লড়াই চলে। ২০০৭ সালে তাদের পক্ষে চূড়ান্ত রায় হয়। পরে রায় কার্যকর করতে রেদওয়ানুল হক স্বত্বজারি ও দখলদেহী মামলা দায়ের করেন। এ মামলায় বিবাদী পক্ষ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় ও আদেশের বিরুদ্ধে মামলা করলে আদালত স্থগিতাদেশ দেন।
পরে সুপ্রিম কোর্টে ২০২৩ সালের ৩০ অক্টোবর চূড়ান্ত নিষ্পত্তি হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে জারির মামলার রায় কার্যকর করতে যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে আবেদন করলে আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রেদওয়ানুল হক গংয়ের উত্তরসূরিদের দখল ও জমি বুঝিয়ে দিতে আদেশ দেন।
রেদওয়ানুল হকের ছেলে এমদাদুল হক টিপু জানান, দীর্ঘ ৫০ বছর পর জমি ফিরে পাওয়ায় তাঁর পরিবার খুশি। এটি সত্যের জয়। বাবা সম্পদের নায্যদাবি প্রতিষ্ঠায় এ মামলা দায়ের করেছিলেন। এভাবে দেশের আইন ও বিচার ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস ও আস্থা আরও দৃঢ় হবে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, আদালতের নির্দেশে ন্যায্য মালিক পক্ষকে তাদের জমির অধিকার বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রয়াত রেদওয়ানুল হকের উত্তরসূরিরা জমির মালিকানা বুঝে নিয়েছেন। ৫০ বছর পর হলেও প্রকৃত মালিকের সম্পদের অধিকার ফিরে পাওয়ায় প্রমাণ হয়েছে জোর করে কারও সম্পদ দখলে রাখা যায় না। দেশের আইন ও বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হলো এ রায়ের মধ্য দিয়ে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি
পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের ছয়টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। ৩০ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
পদের নাম ও বিবরণ
১. সিস্টেম অ্যানালিস্ট
বিভাগ: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৫) ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
২. প্রোগ্রামার
পদসংখ্যা: ০৪
বিভাগ: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছরের অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
৩. সহকারী প্রধান স্থপতি
পদসংখ্যা: ০১
বিভাগ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি। সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে ৭ম বছরের অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
আবেদনের নিয়ম
http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম-5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা।
অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২টা।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৩ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬টা।
বিস্তারিত দেখতে ভিজিট করুন এই ঠিকানায় https://url-shortener.me/1DYG
আরও পড়ুন‘জজের মা’ ডাক শোনার আনন্দ মিলিয়ে গেল কান্নায়২ ঘণ্টা আগে