শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবৈধ পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল (পিএমই) বিভাগের প্রভাষক তাজবিউল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে পাঁচদিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বুধবার (২১ মে) দুপুরে শাবিপ্রবির পিএমই বিভাগে গিয়ে দেখা যায় ক্লাস ও ল্যাব কক্ষে তালা দিয়ে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে সব ধরনের একাডেমিক ও গবেষণা কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাফিন বলেন, “গত বছর জুন মাসে একটা নিয়োগ হয়েছিল, যেটা সম্পূর্ণ অবৈধ। এক বছর পরেও এর কোনো সমাধান হয়নি। আমরা এর প্রতিবাদে লাগাতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি করার পরও নির্দিষ্ট কোনো সময়সীমা পাইনি, যার মধ্যে তার নিয়োগ বাতিল করা হবে।”

আরো পড়ুন:

চবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোরআন ও স্মার্টফোন বিতরণ

টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জবি

তিনি আরো বলেন, “যেহেতু আমরা প্রশাসন থেকে আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা পাইনি, তাই আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি। যতদিন তার নিয়োগ বাতিল করা না হবে, ততদিন আমরা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিভাগের সব কাজে অসহযোগিতা অব্যহাত রাখব।”

পিএমই বিভাগের প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “শনিবার সিন্ডিকেটের ২৩৬তম সভার পর থেকে বিভাগে ক্লাস, পরীক্ষা ও ল্যাব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে। শিক্ষার্থীরা অফিসে তালা দিয়েছেন। বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। কারণ, যোগ্যতা ছাড়া কোনো নিয়োগ বিভাগ মেনে নেবে না।”

ঢাকা/ইকবাল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ প এমই

এছাড়াও পড়ুন:

সাত কলেজের অনার্স ও মাস্টার্স পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স ও মাস্টার্স শেষপর্বের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সাত কলেজের অধ্যক্ষদের সুপারিশের ভিত্তিতে এসব তারিখ প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে। এ ছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ অক্টোবর, এরপর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ৩ ডিসেম্বর এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর। এ ছাড়া মাস্টার্স শেষপর্বের পরীক্ষা শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে।

চিঠিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, এসব সময়সূচি দ্রুত শিক্ষার্থীদের জানিয়ে দিতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে।

আরও পড়ুনসাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, চলবে ভিন্ন মডেলে ১৭ মার্চ ২০২৫

সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

সম্ভাব্য তারিখ প্রকাশের কারণ হিসেবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া। একই সঙ্গে সম্ভাব্য এসব তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে একাডেমিক সেশনজট অনেকটাই দূর হবে এবং শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাক্রমে ফিরে যেতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঢাকার সাত কলেজ: ইউজিসিকে চিঠি দিয়ে সাত করণীয় জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়০১ মে ২০২৫আরও পড়ুনসাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে১৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ ভারতের
  • সাত কলেজের অনার্স ও মাস্টার্স পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ