কক্সবাজারের নাজিরারটেক উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের মমতাজ আহমদ (৫০), চরফ্যাশনের মো.
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন একটি বিশেষ অভিযান চালায়। নাজিরারটেক-সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। তারা শুল্ক-কর ফাঁকি দিয়ে সিমেন্ট পাচার করছিল।
আটক পাঁচ পাচারকারী, জব্দ করা সিমেন্ট এবং বহনকারী নৌকার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা
সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২৪ মে) রাজধানীতে চ্যানেল টুয়েন্টিফোরের কার্যালয়ে ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাক্টিং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান।
আরো পড়ুন:
বাউফলে সাংবাদিককে হুমকি দেওয়ায় ইউএনওকে অপসারণের দাবি
ঈদে গণমাধ্যমে ৫ দিন ছুটি দাবি
শুভেচ্ছা গ্রহণ করেন চ্যানেল টুয়েন্টিফোরের এক্সিকিউটিভ ডিরেক্টর তালাত মামুন, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং বোরহান উদ্দিন নয়ন।
ঢাকা/সাইফ