ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আল-আমিনকে সাদা দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সিনিয়র প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ঢাবি সাদা দলের নির্বাহী কমিটির এক সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, সাদা দল হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন।

অধ্যাপক আল-আমিন বর্তমানে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের অন্যতম সদস্য, বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআর পাওয়ারজেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ইউট্যাবের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন:

ডাকসু রোডম্যাপসহ ৭ দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

ঢাবির ছাত্রদল নেতা হত্যা: ১ জনের দোষ স্বীকার, ২ জন রিমান্ডে

এর আগে, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাদা দলের সাধারণ সভায় ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়। আহ্বায়ক নির্বাচিত হন অধ্যাপক ড.

মোর্শেদ হাসান খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার (উত্তর)।

ঢাকা/হাসান/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ 

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে।

বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল থেকে বরিশাল নদী বন্দরে একটিও লঞ্চ ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ।

বৃহস্পতিবার সকাল থেকে দমকা বাতাস, বৃষ্টি এবং নদী কিছুটা উত্তাল থাকায় বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে পুনরায় লঞ্চ চলাচল শুরু হ‌বে। তবে এ সময়, ফেরি চলাচল স্বাভা‌বিক আছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর ও নদী উত্তাল রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার আপডেটে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ