ঢাবি সাদা দলের কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আল-আমিন
Published: 28th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আল-আমিনকে সাদা দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সিনিয়র প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ঢাবি সাদা দলের নির্বাহী কমিটির এক সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, সাদা দল হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন।
অধ্যাপক আল-আমিন বর্তমানে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের অন্যতম সদস্য, বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআর পাওয়ারজেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ইউট্যাবের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুন:
ডাকসু রোডম্যাপসহ ৭ দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
ঢাবির ছাত্রদল নেতা হত্যা: ১ জনের দোষ স্বীকার, ২ জন রিমান্ডে
এর আগে, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাদা দলের সাধারণ সভায় ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়। আহ্বায়ক নির্বাচিত হন অধ্যাপক ড.
ঢাকা/হাসান/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি
চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।