শেকড়ে ফেরাল ফুটবল, ট্রায়ালের ফলাফল কবে
Published: 1st, July 2025 GMT
তারা কেউ তারকা নন। সোমবার গোধূলিলগ্নে জাতীয় স্টেডিয়ামে তাদের নিয়ে দর্শকদের কাড়াকাড়ি। বাংলাদেশি বংশোদ্ভূত একঝাঁক ফুটবলার নিয়ে কৌতূহলের কমতি নেই ফুটবল অনুরাগীদের। গ্যালারি থেকে সবুজগালিচায় নেমে বিতোশক চাকমা-ইমান আলমদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত তারা। বড় কোনো নামি খেলোয়াড় এখনও হয়ে ওঠেননি ইকরামুল-তোফায়েলরা, তবে বাংলাদেশের মানুষের চোখে তারাই এখন সময়ের সেরা তারকা!
এই ফুটবলারদের নিয়ে বাফুফের ‘নেক্সট গ্লোবাল স্টার’ যেভাবে সাড়া ফেলেছে, তাতে দেশের ফুটবলে যোগ হয়েছে নতুন উন্মাদনা। ইউরোপ-আমেরিকান অঞ্চলের ৪৮ ফুটবলার নিয়ে তিন দিন হয়ে গেল ট্রায়াল। এর শেষটা হয়েছে গতকাল দুটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে। যেখানে দুই ভাগে নিজেদের ফুটবলশৈলী দেখিয়েছেন এই খেলোয়াড়রা। যে ম্যাচে জয়-পরাজয় কোনো মুখ্য ছিল না। তাই ছিল উৎসবের আমেজ।
শুধু বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা নন, সঙ্গে এসেছিলেন তাদের আত্মীয়স্বজনও। অনেকের হাতে খেলোয়াড়ের নামসংবলিত ব্যানার। উচ্ছ্বাস, উন্মাদনা আর ভালোবাসার মুহূর্তগুলো বন্দি করতে ব্যস্ত এই ফুটবলারদের পরিবার। ম্যাচ শেষে সার্টিফিকেট পেয়ে সে কী উচ্ছ্বাস সঞ্জয় করিম-ইজাজ রহমানদের।
যুক্তরাজ্যের মারগেট এফসিতে খেলা ১৯ বছর বয়সী ইমান আলমের কাছে এ মুহূর্তটি সারাজীবন মনে থাকবে, ‘আমি চার-পাঁচ মাস আগে একবার এসেছিলাম বাংলাদেশে। সিলেট আর গুলশানে ট্রেনিং করি। তবে আমার এবারের আসাটা একজন ফুটবলার হিসেবে, যা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার স্বপ্ন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। সে জন্যই এখানে আসা।’
তাঁর মতো স্বপ্ন ইকরামুলেরও। ইংল্যান্ড থেকে আসা এ খেলোয়াড় তিন দিনের ট্রায়ালে মুগ্ধ, ‘প্রথম দিন মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছিল। দ্বিতীয় দিন থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আজকের (সোমবার) দিনটি তো মনে রাখার মতো। যে মানের পারফরম্যান্স করার কথা, সেটি করতে পারিনি। কারণ প্রচণ্ড গরম ছিল। তার পরও আমি আশাবাদী নির্বাচকরা আমাকে বিবেচনা করবেন। আমার পরিবারের স্বপ্ন, আমি যেন বাংলাদেশের হয়ে খেলি।’
ইকরামের মতো স্বপ্ন সবার। তবে সবাইকে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেবে না, তা অনুমেয়। প্রথম দু’দিন এই খেলোয়াড়দের ফিটনেস ও স্কিল দেখেছিলেন ট্রায়ালে নিয়োজিত কোচরা। এ দিন ৪৮ জনকে দুই ভাগে বিভক্ত করে ম্যাচের আয়োজন করে বাফুফে। অনূর্ধ্ব-১৯ বয়সী ফুটবলারদের দুটি গ্রুপে এবং সিনিয়র পর্যায়ের খেলোয়াড়দের দুটি গ্রুপে ভাগ করা হয়। বিকেল ৪টায় অনূর্ধ্ব-১৯ দলের প্রীতি ম্যাচে প্রবাসীরা সবুজ এবং নীল দলে ভাগ হয়ে খেলে। যে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। যেখানে আলাদাভাবে নজর কাড়েন বিতোশক চাকমা।
যুক্তরাষ্ট্রের তৃতীয় সারির ক্লাব ব্রটলিন এফসিতে খেলা বিতোশক দেখিয়েছেন তাঁর পায়ের শৈলী। চোখ ধাঁধানো ড্রিবলিং এবং নিঁখুত ফিনিশিংয়ে সবাইকে মোহিত করা এ প্রবাসী দারুণ একটি গোলও করেছেন। বিশোতক চাকমা হলেন সাবেক ফুটবলার বরুণ বিকাশ দেওয়ানের ভাগ্নে। এরপর সিনিয়র দলকে দুই ভাগে ভাগ করা হয়। যেখানে কোনো দলই গোল করতে পারেনি।
এই একটি ম্যাচেই প্রবাসী ফুটবলারদের মান নির্ণয় করা সম্ভব নয়। কারণ ম্যাচ খেললেও তাদের মধ্যে বোঝাপড়াটা এখনও হয়ে ওঠেনি। যে কারণে কতজনকে চূড়ান্ত করা হয়েছে তা এখনও প্রকাশ করেনি বাফুফে। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু থেকে বাকি কোচিং স্টাফের কেউই তাদের পর্যবেক্ষণ সংবাদমাধ্যমকে জানাননি। তবে যতটুকু জানা গেছে, এসব প্রবাসীর সঙ্গে আলাদা মিটিং করেছেন বাফুফের অফিসিয়ালরা। তাদের সঙ্গে খোলামেলা অনেক কথাই বলেছেন তারা। দু’একদিনের মধ্যে চূড়ান্ত তালিকা হয়তো জানিয়ে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভয়াবহ আগুন কলকাতার বড়বাজারে, ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন
কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের কাছে বড়বাজারের এজরা স্ট্রিটের একটি গুদামে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার ভোর রাতে আগুন লাগলেও সেই আগুন সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ইঞ্জিনের সংখ্যা আরো বৃদ্ধি করা হতে পারে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ গুদামে আগুন লেগে যায়। বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভালো করে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আকাশ। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিক সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেউ কেউ শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলছেন।
আরো পড়ুন:
ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
চীন সীমান্তের পাশে নতুন বিমানঘাঁটি স্থাপন করেছে ভারত
যদিও ফায়ার সার্ভিসের তরফে সূত্রপাত সম্পর্কে এখনও কিছু নিশ্চিত কিছু জানাতে পারেনি, তারা আগুন নেভাতেই এখনো পর্যন্ত ব্যস্ত। পুলিশ ও দমকল সূত্রে খবর, ভোরে ওই গুদাম থেকে কালো ধোঁয়া বার হতে দেখে স্থানীয়রাই দমকলকে জানান। ঘনবসতি এলাকা হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দমকলে খবর দেওয়া হলেও তারা দেরিতে এসেছে। ফলে আগুন আরও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। মাথায় হাত ব্যবসায়ীদের।
ঢাকা/সুচরিতা/ফিরোজ