সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একটি মৌসুমি নিম্নচাপেও রূপ নিতে পারে। এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল, নোয়াখালীসহ উপকূলীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত বাড়তে পারে। 

এদিকে, গত জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে, যা স্বাভাবিকের চেয়ে ৪৯ শতাংশ কম। ঢাকায় হয়েছে ৩৩ শতাংশ কম বৃষ্টি। খুলনা ও বরিশাল ছাড়া বাকি ছয়টি বিভাগেই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের নিচে ছিল। আষাঢ় মাসের অর্ধেক সময়জুড়ে কম বৃষ্টিপাতকে বর্ষার স্বাভাবিক ধারায় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কম ব ষ ট

এছাড়াও পড়ুন:

সৌদিতে সক্রিয় যুক্তরাষ্ট্রের ‘থাড’!

বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি যুক্তরাষ্ট্র নির্মিত ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’। এর প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে আরবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশরাক আল-আওসাতের বরাতে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম ‘থাড’। এটিই একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতেও সক্ষম।

সৌদিতে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্বোধন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। রয়টার্স।
 

সম্পর্কিত নিবন্ধ