সাগরে ৩ নম্বর সংকেত, জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস
Published: 3rd, July 2025 GMT
সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একটি মৌসুমি নিম্নচাপেও রূপ নিতে পারে। এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে।
আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল, নোয়াখালীসহ উপকূলীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত বাড়তে পারে।
এদিকে, গত জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে, যা স্বাভাবিকের চেয়ে ৪৯ শতাংশ কম। ঢাকায় হয়েছে ৩৩ শতাংশ কম বৃষ্টি। খুলনা ও বরিশাল ছাড়া বাকি ছয়টি বিভাগেই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের নিচে ছিল। আষাঢ় মাসের অর্ধেক সময়জুড়ে কম বৃষ্টিপাতকে বর্ষার স্বাভাবিক ধারায় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কম ব ষ ট
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন