জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় দেখে খুবই বিস্মিত হয়েছেন। তিনি বিশ্বাসেই করতে পারছেন না এভাকে কোনো দল হারতে পারে। শ্রীলঙ্কান সাবেক এ ফাস্ট বোলার মনে করেন, ব্যাটাররা বোলারকে রিড করে খেলেনি। ইনিংস বড় করার চেষ্টা করেনি সেট ব্যাটার। সিরিজের বাকি দুই ম্যাচে একই ভুল না করার অনুরোধ বিসিবির সাবেক এইচপি কোচের। সাবেক শিষ্যদের ব্যাটে ভালো কিছু দেখতে চান তিনি। বাংলাদেশের ক্রিকেটের নানা দিক উঠে এসেছে চম্পকার সাক্ষাৎকারে। বৃহস্পতিবার কলম্বোয় তার একান্ত সাক্ষাৎকার নেন সেকান্দার আলী।
  
সমকাল: বাংলাদেশের কথা মনে পড়ে?

চম্পকা: অবশ্যই মনে পড়ে। বাংলাদেশের সঙ্গে আমার অনেক স্মৃতি। লম্বা সময় কাজ করেছি বিসিবিতে। জাতীয় দলের বোলিং কোচ হিসেবে ২০০৮ সালে নিযোগ পেয়েছিলাম। চুক্তি শেষে এইচপিতে কাজ শুরু করি। আমার ছেলেরাই এখন শ্রীলঙ্কায় খেলছে। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমরা তো আমার হাত দিয়ে এসেছে। আমার কাছে শান্তকে খুব প্রতিভাবান মনে হয়েছে। তাকে দেখলাম নেতৃত্ব ছেড়ে দিতে। কেন ছেড়েছে জানি না। আমি বলব, তার মতো একজন অধিনায়ক প্রয়োজন বাংলাদেশের। 

সমকাল: তাহলে আপনার ছেলেদের গত ম্যাচে এত খারাপ ব্যাটিং করা নিয়ে কি বলবেন?

চম্পকা: কখনও কখনও এটা হয়। খেলোয়াড়রা হয়তো কল্পনা করতে পারেনি এরকম কিছু হতে পারে। ১০০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে যে ছিল তাকে ইনিংস এগিয়ে নিতে হতো। কারণ একবার উইকেট পড়তে থাকলে থামতে চায় না। এই জিনিসটা সর্বদা ব্যাটারদের মাথায় রাখতে হবে। উইকেট যখন পড়া শুরু হয়েছে তখন কামিন্দু ও হাসারাঙ্গাকে খেলতে পারেনি। সোজা বলেও ব্যাট নিতে পারেনি। আমার কাছে মনে হয়েছে সবাই ঘাবড়ে গিয়েছিল। তা না হলে ৫ রানে উইকেট পড়ে না। আমি বলব, তানজিদের উচিত ছিল ইনিংস বড় করা। কারণ সে খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। স্কিল আছে, মনযোগ দিয়ে খেললেই হতো। ব্যাটিং পুরোটাই মনস্তাত্ত্বিক ব্যাপার। পরিস্থিতি বুঝে খেলতে হতো। পিচ কিন্তু খারাপ ছিল না।
    
সমকাল: ভুলটা কোথায় হয়েছে?

চম্পকা: হাসারাঙ্গা সব সময় লাইন লেন্থ ধরে বল করে। বেশিরভাগ গুগলি ডেলিভারি দেয়। সামনে ব্যাট এনে খেলতে হতো তাকে। পেছনে গেলেই বল প্যাডে আঘাত করে। বাংলাদেশের ব্যাটাররা ওখানে ভুল করেছে। এই ম্যাচ থেকে না শিখে থাকলে পরের ম্যাচেও ঝামেলায় পড়তে হতে পারে। বিশেষ করে হাসারাঙ্গার কাছে আবারও বিট হবে। শ্রীলঙ্কান এই লেগ স্পিনারের কাছে বহুবার এভাবে পরাস্ত হয়েছে বাংলাদেশ। 

সমকাল: প্রেমাদাসায় পরের ম্যাচে কি করলে ভালো করা সম্ভব হবে?

চম্পকা: বাংলাদেশের বোলিং বরাবরই ভালো। ৫০ ওভারের ম্যাচে ২৮০ বা ৩০০ রান করতে হবে জিততে। খুব খারাপ উইকেট হলে আলাদা কথা। প্রেমাদাসার উইকেট অতটা খারাপ না। আমি বলব, ব্যাটিংয়ে জুটি গড়ে খেলার চেষ্টা করতে হবে। ১০০ বা ৮০ রানের জুটি হলে বড় সংগ্রহ দাঁড়াবে। আমি বুঝতে পারি সিনিয়ররা চলে যাওয়ায় বাংলাদেশ কিছুটা সংগ্রাম করছে। কিন্তু শান্ত, মিরাজরা তো এখন সিনিয়র। যে কোনো পরিস্থিতিতে দলকে এগিয়ে নিতে তাদের দায়িত্ব নেওয়া উচিত।
 
সমকাল: কোচ হিসেবে বাংলাদেশে আপনার কোনো তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে?

চম্পকা: আমি খুশি ছিলাম। বিসিবির কাছ থেকে সব ধরনের সমর্থন পেয়েছি। সমস্যা হয়েছে ওখানে একইরকম উইকেটে খেলা হয়। ছেলেদের উচিত ভিন্ন ভিন্ন উইকেটে খেলা। আমি অনেকবার বলার পরও পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাংলাদেশের ক্রিকেটাররা বেড়েই উঠে একইরকমের উইকেটে খেলে। ফলে ভিন্ন কন্ডিশনে গিয়ে ভালো করতে পারে না। এছাড়া এইচপির প্রোগ্রাম শুধু প্র্যাকটিসে সীমাবদ্ধ রাখা হতো। পাঁচ ছয়মাস টানা প্র্যাকটিস করলেই উন্নতি হয় না। এজন্য বড় দলের বিপক্ষে ম্যাচ খেলতে হতো। এশিয়ার বাইরে ম্যাচ খেলা সম্ভব হলে ছেলেরা বুঝতে পারত কি শিখেছে এবং বিপরীত কন্ডিশনে কিভাবে খেলতে হয়। ম্যানেজমেন্টকে বলেও এটা বুঝাতে পারিনি। এছাড়া আর কোনো অভিযোগ নেই আমার। সেদিক থেকে বলব খুব ভালো ছিলাম ওখানে।
 
সমকাল: বিসিবি থেকে আবার ডাক পেলে যাবেন?

চম্পকা: আমি জানি না নতুন করে ডাকা হবে কিনা। তেমন কোনো প্রস্তাব পেলে খণ্ডকালীন সময়ের জন্য যুক্ত হতে পারি। কারণ আমি এখন ইংল্যান্ডে থাকি। পরামর্শক কোচ হিসেবে কাজ করতে পারি। পূর্ণ সময়ের জন্য হলে করা সম্ভব হবে না।

সমকাল: চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার খবর দেখেছেন?

চম্পকা: এরকমটা শুধু হাথুরুসিংহের সঙ্গে করা হয়নি। আগেও অনেক কোচকে এভাবে বিদায় করা হয়েছে। বেশিরভাগ কোচই কষ্ট নিয়ে ছেড়ে গেছে। যেটা ক্রিকেট বোর্ড বা দেশের জন্য ভালো না। বিশ্বের কাছে এই বার্তা কিন্তু খুব দ্রুত পৌঁছে গেছে। আমরা দেখেছি বাংলাদেশে বড় কোচরা কাজ করতে আগ্রহী হয়নি। আপনি নিয়োগ দেওয়ার পর মেয়াদপূর্ণ হলে বিদায় করে দাও। মাঝপথে চুক্তি বাতিল করা ভালো কিছু না। আমি আশা করব বিসিবি বর্তমান কর্মকর্তারা বিষয়টি অনুধাবন করবেন। সত্যি বলতে আমার সঙ্গে কোনো তিক্ততা ছিল না। কোচদের সম্মান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কোচরা বোর্ডের কাছে সম্মানিত না হলে খেলোয়াড়রা মানবে কেন?

সমকাল: মাহেলা, সাঙ্গাকারা, মুরালিধরনরা অবসর নেওয়ার পর শ্রীলঙ্কা সংগ্রাম করছিল। এখন কি সেটেল মনে করেন?

চম্পকা: বাংলাদেশের মতো শ্রীলঙ্কাকেও ট্র্যাানজেকশনের ভেতর দিয়ে যেতে হয়েছে। এখন সেটেলে। টেস্টে বেশ কয়েকজন ভালো ব্যাটার উঠে এসেছে। ওয়ানডে দলটি বেশ ভালো করছে। পরিকল্পিতভাবে গেলে বাংলাদেশও দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। 

সমকাল: বাংলাদেশের ক্রিকেট কাঠামো নিয়ে আপনার মতামত জানতে চাই।
 
চম্পকা: প্রথম শ্রেণির ক্রিকেট লিগ কিন্তু খারাপ না। ৮ দলের লিগে ভালোই খেলা হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটই হলো উন্নয়নের সোপান। এখানে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা হওয়া উচিত। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ছেলেরা লড়াই করতে শিখবে না। জাতীয় দলে দুই তিন বছর খেলে হারিয়ে যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে প্রথম শ্রেণি, এ দল এবং এইচপির কার্যক্রম ভালো হতে হবে। ওখান থেকেই জাতীয় দলের জন্য সেরাদের প্রস্তুত করা হয়। জাতীয় দল হলো মনস্তাত্ত্বিক। অভিযোগ করার সুযোগ নেই। দেশের জন্য ভালো খেলাই কাজ। জাতীয় দলে স্মার্ট দেখাতে হবে। স্কিল আছে, সেগুলোকে দায়িত্ব নিয়ে কাজে লাগাতে হবে। ব্যাটারকে বুঝতে হবে দলের জন্য তার উইকেট কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমস্যা হলো মেন্টাল স্কিল ভালো না। এখানে উন্নতি করতে হবে। এটা কোচের কাজ না। নিজেকে নিজে তৈরি করতে হবে। কোচ মাঠে প্র্যাকটিস করাবে, স্কিল দেখাবে, গেম প্ল্যান দেবে, কিন্তু ২২ গজে গিয়ে কোন বলটা কিভাবে খেলবে সে সিদ্ধান্ত ব্যাটারের।
 
সমকাল: জাতীয় দলে খেলার সময় রাজনীতি করতে দেখেছেন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে?

চম্পকা: (হাসি) বাংলাদেশ ছাড়া কোথাও সম্ভব না (হাসি.

.)। মিনিস্টার ও এমপিরা ক্রিকেট খেলছে (হাসি)। রাজনীতি এবং খেলা একসঙ্গে চালিয়েছে তারা (মাশরাফি, সাকিব) এটা ভালো না। এমপি যখন খেলবে কোচ তাকে কি পরিকল্পনা দেবে। কারণ সে তো ক্ষমতাবান।
 
সমকাল: আপনি কি মনে করেন সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার রাজনীতিতে যোগ দিয়ে ইমেজ হারিয়েছে?

চম্পকা: অবশ্যই। সে খেলোয়াড়, ক্রিকেটে মনযোগ দেওয়া উচিত ছিল তার। দেশকে ক্রিকেট দিয়ে সেরা করা উচিত ছিল। খেলা ছেড়ে দেওয়ার পর রাজনীতি করার সুযোগ তো ছিলই। তার  মতো একজন ক্রিকেটারের উচিত হয়নি খেলা চলাকালে রাজনীতিতে জড়ানো। এখন তো সে দেশেই ফিরতে পারছে না।

সমকাল: আপনি তো অনেক পেস বোলার নিয়ে কাজ করেছেন। নাহিদ রানাকে তো দেখেননি। সে দ্রুতগতির একজন বোলার। সফল হতে তাকে কি করা উচিত মনে করেন?

চম্পকা: তাকে আমি এইচপিতে পাইনি। তালিকায় থাকলেও ইনজুরির কারণে ক্যাম্পে ছিল না। তাই তার ব্যাপারে খুব বেশি বলা সম্ভব হবে না। কারণ তার সাম্প্রতিক ম্যাচগুলোও দেখা হয়নি। সে তরুণ একজন বোলার। শুধু পেস না কৌশল দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে শিখতে হবে তাকে। পেস দিয়ে সব সময় সফল হতে পারবে না। কাটার, ইয়র্কার, ইনসুইং, আউট সুইং শিখতে হবে। তার সঙ্গে কোচদের কথা বলতে হবে। প্রতিটি দেশ সম্পর্কে ভালো ধারণা দিতে হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় দল র উইক ট র জন য র জন ত ক জ কর সমক ল

এছাড়াও পড়ুন:

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, আক্রান্ত ২৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৭ জন।

বুধবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন।

আরো পড়ুন:

সিলেটে করোনায় আক্রান্ত ৪

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৭৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছর করোনায় এ পর্যন্ত মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • আমাজনের বৃষ্টিবনে
  • দালাই লামার উত্তরসূরি কীভাবে নির্বাচন করা হবে
  • ‘উপহাসে এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না’
  • বিয়ের দুই সপ্তাহ যেতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার
  • শুল্ক ছাড়া বিদেশ থেকে ফেরার সময় বছরে আনা যাবে একটি ফোন
  • ব্যাগেজ রুলস সংশোধন: শুল্ক ছাড়া ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার আনা যাবে
  • করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, আক্রান্ত ২৭
  • এবারও ডারউইনে টি–টোয়েন্টি দল পাঠাচ্ছে বাংলাদেশ, আছে পাকিস্তান আর নেপালও
  • স্পিনে বাজিমাত করবে বাংলাদেশ