চুরি-ছিনতাই হওয়া ৯০০টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের হাতে দিল এপিবিএন
Published: 3rd, July 2025 GMT
চুরি–ছিনতাই ও হারিয়ে যাওয়া প্রায় ৯০০টি মুঠোফোন উদ্ধার করে এগুলোর মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন–১২ (এপিবিএন)। গত ছয় মাসে এসব ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এপিবিএন। পুলিশ বলছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় গঠিত বিশেষ সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখার মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিচ্ছেন।
এপিবিএন জানিয়েছে, গত ছয় মাসে তারা প্রায় ৫ হাজার ৫০০ জিডি (সাধারণ ডায়েরি) তদন্ত করে ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করেছে। শুধু জুন মাসেই উদ্ধার করা হয়েছে ১৩৫টি ফোন। এই সময়ে এপিবিএনের সব ব্যাটালিয়নের মধ্যে মোবাইল ফোন উদ্ধারে প্রথম স্থান অর্জন করেছে ১২ এপিবিএন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও যশোরে ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরি হওয়া মোবাইল ফোনগুলোরও বড় অংশ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.
মোবাইল ফোন হারালে কী করবেন
পুলিশ সূত্র জানায়, ফোন কেনার সময় এর ১৫-সংখ্যার আইএমইআই নম্বর সংরক্ষণ করে রাখতে হবে। মোবাইলের মোড়ক বা বাক্সে এ নম্বর থাকে। ফোন হারালে আইএমইআই নম্বরসহ সংশ্লিষ্ট থানায় জিডি করতে হবে। এরপর ১২ এপিবিএনের হোয়াটসঅ্যাপ নম্বর (০১৩২০-১৯৪০১৮/০১৩২০-১৯৪০০৩) অথবা ফেসবুক পেজে জিডির কপি পাঠালে সাইবার টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
১২ এপিবিএন জানিয়েছে, সবার সহযোগিতা পেলে আরও বেশি হারানো মোবাইল উদ্ধার করে দ্রুত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চুরি-ছিনতাই হওয়া ৯০০টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের হাতে দিল এপিবিএন
চুরি–ছিনতাই ও হারিয়ে যাওয়া প্রায় ৯০০টি মুঠোফোন উদ্ধার করে এগুলোর মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন–১২ (এপিবিএন)। গত ছয় মাসে এসব ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এপিবিএন। পুলিশ বলছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় গঠিত বিশেষ সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখার মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিচ্ছেন।
এপিবিএন জানিয়েছে, গত ছয় মাসে তারা প্রায় ৫ হাজার ৫০০ জিডি (সাধারণ ডায়েরি) তদন্ত করে ৯০০টি মোবাইল ফোন উদ্ধার করেছে। শুধু জুন মাসেই উদ্ধার করা হয়েছে ১৩৫টি ফোন। এই সময়ে এপিবিএনের সব ব্যাটালিয়নের মধ্যে মোবাইল ফোন উদ্ধারে প্রথম স্থান অর্জন করেছে ১২ এপিবিএন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও যশোরে ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরি হওয়া মোবাইল ফোনগুলোরও বড় অংশ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সাইবার টিম এই উদ্ধারকাজ পরিচালনা করছে।
মোবাইল ফোন হারালে কী করবেন
পুলিশ সূত্র জানায়, ফোন কেনার সময় এর ১৫-সংখ্যার আইএমইআই নম্বর সংরক্ষণ করে রাখতে হবে। মোবাইলের মোড়ক বা বাক্সে এ নম্বর থাকে। ফোন হারালে আইএমইআই নম্বরসহ সংশ্লিষ্ট থানায় জিডি করতে হবে। এরপর ১২ এপিবিএনের হোয়াটসঅ্যাপ নম্বর (০১৩২০-১৯৪০১৮/০১৩২০-১৯৪০০৩) অথবা ফেসবুক পেজে জিডির কপি পাঠালে সাইবার টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
১২ এপিবিএন জানিয়েছে, সবার সহযোগিতা পেলে আরও বেশি হারানো মোবাইল উদ্ধার করে দ্রুত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।