গণ–অভ্যুত্থানে শহীদদের জন্য ৫ জুলাই দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান হেফাজতের
Published: 3rd, July 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় ৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশব্যাপী মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানে আহত মানুষের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছে অসংখ্য কিশোর ও তরুণ। আলেম-ওলামার সাহসী অবদান ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিপুল আত্মত্যাগও স্মরণীয়।
জুলাই গণ–অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছিল উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, যাঁরা নতুন বাংলাদেশ গঠনে দায়িত্ব নিয়েছেন, তাঁরা ব্যর্থ হলে ছাত্র-জনতার কাঠগড়ায় তাঁদের দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লবী ছাত্র-জনতা এখনো সতর্করূপে জেগে আছে। দেশের স্বার্থে আবারও তারা এক হয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আহ ব ন
এছাড়াও পড়ুন:
শিল্পকলায় আজ ‘ইনভিজিবল স্টোরিজ’
আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার মিলনায়তনে পরিবেশিত হবে ইনভিজিবল স্টোরিজ। আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে বডি পাপেট নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লহি ক্যানাক। নির্দেশকের সঙ্গে প্রযোজনাটিতে পারফর্ম করবেন বাংলাদেশের ফারহাদ আহমেদ।
আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ইনভিজিবল স্টোরিজ। তিন মাসের বেশি সময় সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে লোকজ উপাদান সংগ্রহ করে বডি পাপেটটি তৈরি করেছেন ক্যানাক। বডি পাপেটে নাটকে পুতুলের পাশাপাশি মানুষেরও অংশগ্রহণ থাকে।
পুতুলনাচ শেখার প্রতিষ্ঠান ‘থিয়েটর ইকোল দু পাসাজ’-এ নিলস অ্যারেস্ট্রুপ ও আলেকজান্দর দেল পেরুজার কাছ থেকে ক্ল্যাসিক্যাল থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছেন লহি ক্যানাক। ১৯৯৭ সালে নিজেই প্রতিষ্ঠা করেন কোম্পানি ‘গ্রেন দ্য ভি’। কল্পনাপ্রবণ, শারীরিক ও আবেগনির্ভর পাপেট থিয়েটারের জন্য এটি জনপ্রিয়। অন্যদিকে ঢাকার ফারহাদ আহমেদ মূলত থিয়েটারকর্মী, নাচেও রয়েছে তাঁর দক্ষতা। ২০১২ সাল থেকে তিনি প্রাচ্যনাট থিয়েটারের সঙ্গে যুক্ত এবং ২০১৪ সাল থেকে কাজ করছেন জলপুতুল পাপেটসের সঙ্গে।
নির্দেশকের ভাষ্যে, ইনভিজিবল স্টোরিজ এক চমকপ্রদ অভিযাত্রার গল্প। যেখানে দুই বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে অতিপ্রাকৃত প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন। তাঁদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাঁদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গহিনে। পারফরম্যান্সটিতে নাচ, গান ও পাপেট্রির সমন্বয়ে নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভৌতিক গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।
দুই দিনের এ প্রদর্শনী আসন থাকা সাপেক্ষে বিনা মূল্যে উপভোগ করতে পারবেন যেকোনো দর্শক।
আরও পড়ুনসময় ও সংগ্রামের ‘অগ্নিশ্রাবণ’৩০ জুন ২০২৫ঢাকায় প্রদর্শনীর পর ইনভিজিবল স্টোরিজ নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাবেন ফারহাদ আহমেদ ও প্রযোজনা সহকারী স্বাতী ভদ্র।