জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় ৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশব্যাপী মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানে আহত মানুষের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছে অসংখ্য কিশোর ও তরুণ। আলেম-ওলামার সাহসী অবদান ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিপুল আত্মত্যাগও স্মরণীয়।

জুলাই গণ–অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছিল উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, যাঁরা নতুন বাংলাদেশ গঠনে দায়িত্ব নিয়েছেন, তাঁরা ব্যর্থ হলে ছাত্র-জনতার কাঠগড়ায় তাঁদের দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লবী ছাত্র-জনতা এখনো সতর্করূপে জেগে আছে। দেশের স্বার্থে আবারও তারা এক হয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহ ব ন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ