গণ–অভ্যুত্থানে শহীদদের জন্য ৫ জুলাই দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান হেফাজতের
Published: 3rd, July 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় ৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশব্যাপী মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানে আহত মানুষের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছে অসংখ্য কিশোর ও তরুণ। আলেম-ওলামার সাহসী অবদান ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিপুল আত্মত্যাগও স্মরণীয়।
জুলাই গণ–অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছিল উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, যাঁরা নতুন বাংলাদেশ গঠনে দায়িত্ব নিয়েছেন, তাঁরা ব্যর্থ হলে ছাত্র-জনতার কাঠগড়ায় তাঁদের দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লবী ছাত্র-জনতা এখনো সতর্করূপে জেগে আছে। দেশের স্বার্থে আবারও তারা এক হয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আহ ব ন
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।