ভাটারায় চুলার আগুনে দগ্ধ যুবক হানিফ শেখকে বাঁচানো গেল না
Published: 3rd, July 2025 GMT
রাজধানীর ভাটারার পূর্ব নূরেরচালায় দগ্ধ যুবক হানিফ শেখ (২৪) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তিনি কেব্ল টিভি সংযোগের ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করতেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান আজ প্রথম আলোকে বলেন, হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
হানিফ শেখ সপরিবার নূরেরচালা এলাকার একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে হানিফ শেখ ওই বাসার রান্নাঘরে ডিম ভাজি করতে যান। এ সময় চুলা থেকে তাঁর পরনে থাকা লুঙ্গিতে আগুন ধরে যায়। চুলাটিতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়।
হানিফ শেখের চিৎকার শুনে মা শিউলি বেগম (৪৫), বাবা হালিম শেখ (৫০) ও খালা রহিমা বেগম (৫০) রান্নাঘরে তাঁকে বাঁচাতে গেলে তাঁরাও দগ্ধ হন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে হানিফ শেখ ও তাঁর বাবাকে সেখানে ভর্তি করা হয়। বাকি দুজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হানিফ শেখ মারা যান। হানিফের বাবা হালিম শেখ পেশায় গাড়িচালক।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন হালিম শেখের অবস্থাও আশঙ্কাজনক। তাঁর শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া হানিফ শেখের মা শিউলি বেগমের শরীরের ১ শতাংশ এবং খালা রহিমা বেগমের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৌদিতে সক্রিয় যুক্তরাষ্ট্রের ‘থাড’!
বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি যুক্তরাষ্ট্র নির্মিত ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’। এর প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে আরবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশরাক আল-আওসাতের বরাতে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম ‘থাড’। এটিই একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতেও সক্ষম।
সৌদিতে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্বোধন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। রয়টার্স।