শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ি থেকে দুই নারীর ব্যাগ থেকে নাটকীয় টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) সকালে ব্যাংক থেকে রেমিট্যান্সের টাকা তুলে বের হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন সদর উপজেলার কোটাপাড়া এলাকার শারমিন আক্তার লিজা। এ ঘটনা বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পালং মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর অভিযোগ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ ছয়জন নারী তাকে ঘিরে ফেলে। তাদের পরনে ছিল কালো ও লাল রঙের বোরখা। ধাক্কাধাক্কির একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে শারমিনের ব্যাগ থেকে তুলে নেয় ৮৫ হাজার টাকা। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনায় তিনি কিছু বুঝে উঠতে পারেননি। কিছু সময় পর ব্যাগে হাত দিয়ে দেখেন চেইন খোলা, টাকা নেই।

আরো পড়ুন:

মোংলা বন্দরে জাহাজে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট 

পাঠাগারে ‘নাস্তিকদের’ বই, ফেসবুকে ঘোষণা দিয়ে লুট

সঙ্গে সঙ্গে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। তবে ততক্ষণে ছিনতাইকারী নারীরা ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পালং মডেল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে শারমিন আক্তার লিজা জানান, প্রবাসে কর্মরত স্বামীর পাঠানো রেমিট্যান্সের টাকা তুলেছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন ভাবি, কোলে নিজের ছোট সন্তান। ব্যাংকের ভেতর বেশ কিছুক্ষণ অপেক্ষার পর টাকা নিয়ে নিশ্চিন্তে বাইরে বেরিয়ে আসছিলেন তিনি। ব্যাংকের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ দুই নারী তাকে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই আরো তিন থেকে চারজন নারী তাকে ঘিরে ধরেন। তাদের পরনে ছিল কালো ও লাল বোরকা।

তিনি জানান, আচমকা শুরু হয় ধাক্কাধাক্কি, হট্টগোল। ধস্তাধস্তির একপর্যায়ে তার ব্যাগ থেকে তুলে নেয় ৮৫ হাজার টাকা। ঘটনা মাত্র কয়েক সেকেন্ডের।

একই সময়ে একই স্থানে আরো এক নারী গ্রাহকের ব্যাগ থেকেও ছিনিয়ে নেওয়া হয় দেড় লাখ টাকা। তবে তিনি বিষয়টি নিশ্চিত করলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এ ঘটনায় ব্যাংক ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ অভিযোগ তুলছেন নিরাপত্তার ঘাটতির বিষয়ে।

ঘটনাস্থলে থাকা শাহানাজ পারভীন নামে এক নারী জানান, এই জায়গায় প্রতিদিন শত শত মানুষ আসেন। ব্যাংকের কারণে ভিড় লেগেই থাকে। অথচ এখানে কোনো নিরাপত্তা কর্মী চোখে পড়ে না। আজ যা ঘটেছে, তাতে সবাই আতঙ্কে আছে। ব্যাংকের বাইরে পুলিশ বা নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার।

এ বিষয়ে স্থানীয় ইমন পারভেজ বলেন, “এমনিতেই টাকাপয়সা নিয়ে ব্যাংকে গেলে ভয় লাগে। এখন তো বোঝাই যাচ্ছে, সংঘবদ্ধভাবে নারী ছদ্মবেশে একটি চক্র কাজ করছে। ব্যাংকের আশপাশে পর্যাপ্ত সিসিটিভি আর পুলিশের টহল দরকার। না হলে সাধারণ মানুষ কেমন করে নিরাপদে লেনদেন করবে?”

এ বিষয়ে শরীয়তপুর ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, “ভবিষ্যতে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি ও সতর্কতা বাড়ানো হবে। আর ব্যাংকের ভিতরে যখন গ্রাহক আসে, সে দায়-দায়িত্ব ব্যাংকের। তবে বাইরের বিষয়ে গ্রাহককে সচেতন ও সতর্ক হতে হবে। ব্যাংকের বাইরে কোনো দুর্ঘটনা ঘটলে সে দায় ব্যাংক কর্তৃপক্ষ নেবে না।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “শারমিন আক্তার লিজার ব্যাগ থেকে ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঢাকা/আকাশ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪৫) ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে এক তরুণী তাঁর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তাঁর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন। ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।

ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিতে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাজিম উদ্দিনকে আটক করার সঙ্গে যুক্ত র‍্যাব-৪–এর মেজর আবরার ফয়সাল সাদী প্রথম আলোকে বলেন, তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে আটক করতে র‍্যাব-৪–এর একটি দল অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যায় নাজিম উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।

যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে আজ শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজিম উদ্দিন ধানমন্ডি ১৫ থকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। ছাত্রীটি মোহাম্মদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

আজ সন্ধ্যায় পাঠানো র‍্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে চালকের সহকারী মো. নিজাম উদ্দিন বাসটির যাত্রী বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর দিকে তাকিয়ে তাঁর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ওই তরুণী প্রতিবাদ করায় নাজিম উদ্দিন তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তাঁকে চড় মারেন। একপর্যায়ে তরুণীও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত নাজিম উদ্দিনকে আঘাত করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • দুই শিশুর ঝগড়ায় জড়ালেন বড়রা, বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
  • রাজশাহীতে ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু
  • প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার কিশোরের মৃত্যু
  • মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার