বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি রবিবার
Published: 12th, July 2025 GMT
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত হবে। ডাম্বুলার ক্যান্ডিতে বাংলাদেশ সময় সন্ধ্য সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। পাল্লেকেল্লেতে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দেয় শ্রীলঙ্কা।এবার তাদের সিরিজ নিশ্চিতের লড়াই। উল্টো চিত্র বাংলাদেশের ড্রেসিংরুমে। সিরিজ বাঁচাতে বাংলাদেশকে জিততেই হবে। নয়তো সিরিজ হাতছাড়া। এর আগে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে সিরিজ হেরেছে। টি-টোয়েন্টি সিরিজও খোয়াবে নাকি সেটাই দেখার।
ফরম্যাট পাল্টাচ্ছে কিন্তু বাংলাদেশের পারফরম্যান্সের চিত্র পাল্টাচ্ছে না। ২০১৭ সালের পর বাংলাদেশ দল এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রে গেছে। এক মাসের সফর। লম্বা সময়ে ক্রিকেটাররা নিজেদের পরিবারকেও কাছে পেয়েছে। হোম সিকনেস আসার সুযোগ নেই। তবুও মাঠের ক্রিকেটে নেই কোনো পেশাদারিত্ব।
আরো পড়ুন:
পাঁচ বলে পাঁচ উইকেট! ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার
রুটের ব্যাটে ইতিহাস, ভাঙলেন দ্রাবিড়-স্মিথের রেকর্ড
ফরম্যাট পাল্টাতেই অধিনায়ক পাল্টায়। নতুন অধিনায়ক আসে। দলেরও পরিবর্তন হয়। কিন্তু বাংলাদেশের ভাগ্যে পরিবর্তন হয় না। অতীত ইতিহাসও এরকমই। শ্রীলঙ্কার বিপক্ষে আগের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের চারটিই হেরেছে বাংলাদেশ। একটি ড্র করেছে সেটা অবশ্য ছিল দুই ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়।
বাংলাদেশ যেখানে ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছে সেখানে শ্রীলঙ্কা নিজেদের মাঠে প্রতি ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। ব্যাটার, বোলার, ফিল্ডার প্রত্যেকেই নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন। সেই অনুযায়ী পারফর্মও করছেন। ব্যাটিংয়ে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস বাংলাদেশের জন্য প্রতি ম্যাচেই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু রান-ই তারা করছেন না…নতুন বলে পেসারদের আক্রমণ করে এলোমেলো করে দিচ্ছেন। এরপর অধিনায়ক চারিথ আসালাঙ্কাও নিয়মিত রান পাচ্ছেন। বোলারদের শাসন করছেন প্রাণখুলে। স্পিনার মাহিশ থিকসানা ও পেসার নুয়ান থুসারা বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন।সব মিলিয়ে স্বাগতিক শিবির যেন একটা হাসিখুশি পরিবার। যারা এক হয়ে অনায়েসে পারফর্ম করে সাফল্য পেয়ে যাচ্ছে।
বাংলাদেশ দলে পারফর্মারের অভাব নেই। নিজেদের দিনে প্রত্যেকে জ্বলে উঠলে সাফল্য ধরা দেয়। কিন্তু কবে ক্রিকেটাররা চেনা রূপে ধরা দেবেন সেটাই বিরাট প্রশ্নের। শ্রীলঙ্কায় অন অ্যান্ড অফ পারফরম্যান্সে নিজেদের প্রশ্নবিদ্ধ করেছেন ক্রিকেটাররা।টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিজেদের সেরা খেলাটা জরুরি। এবার পারবেন তো তারা? নাকি এক ম্যাচ আগেই খোয়াবে টি-টোয়েন্টি সিরিজ? উত্তরটা জানতে, রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঢাকা/ইয়াসিন/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত