টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হলো ‘সাসটেইনেবিলিটি সামিট ২০২৫’। দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য ছিল ব্যবসায়িক খাত, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, জলবায়ুবিশেষজ্ঞ ও সামাজিক উদ্যোক্তাদের একত্র করে টেকসই ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়।

ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনেশিয়েটিভের আয়োজনে আজ শনিবার দ্বিতীয়বারের মতো দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। সাসটেইনেবিলিটি সামিট ২০২৫–এর পরিবেশনায় ছিল আকিজ বশির গ্রুপ এবং সঞ্চালনায় ছিল এসএমসি এন্টারপ্রাইজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক দিনের এই সামিটে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ ছাড়া আরও ছিল তিনটি প্যানেল আলোচনা, দুটি অভ্যন্তরীণ আলোচনা এবং একটি বাস্তব ঘটনা বিশ্লেষণ (কেস স্টাডি)। এসব আলোচনায় উঠে আসে দেশের বিভিন্ন ব্র্যান্ড, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নীতিকৌশল অনুসরণ করে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যে অবদান রাখতে পারে।

সামিটের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ নির্বাহী কর্মকর্তা সাজিদ মাহবুব বলেন, ‘টেকসই ব্যবস্থা এখন আর কোনো বিকল্প নয়। এটি ভবিষ্যৎমুখী ব্যবসার ভিত্তি। আমরা একটি শক্তিশালী সংলাপ তৈরি করতে চাই, যা নেতৃস্থানীয় ব্যক্তিদের একত্র করে কার্যকর উদ্যোগে অনুপ্রাণিত করবে।’

সামিটে প্রধান বক্তা ছিলেন লিন্ডে বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক শেহজাদ মুনিম, ইউনেসকোর এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, গ্রিন স্কিলস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনসের চেয়ার মোহাম্মদ নুরুন্নবী, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যেষ্ঠ কৌশল পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজি অ্যাডভাইজর) রজার লেভারমোর।

এ সময় শেহজাদ মুনিম বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জন এখন কেবল একটি বিকল্প নয়, এটি টিকে থাকার শর্ত। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কোনো দাতব্য কাজ নয়; এটি ব্যবসা ও শাসনব্যবস্থার মূল চালিকাশক্তি।’

এবারের সামিটের ব্যতিক্রমী একটি সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্যানেল আলোচনা। এ আলোচনা সঞ্চালনা করেন সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের প্রজেক্ট লিড জান্নাতুল ফেরদৌসী। এ সময় তরুণেরা টেকসই উন্নয়ন ও ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে তাঁদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

এ ছাড়া অন্যান্য আলোচনায় আরও অংশ নেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, সোশ্যাল মার্কেটিং এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির, বাংলাদেশ ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের পরিচালক দেবাশীষ রায়, কোটস সাউথ এশিয়ার হেড অব এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি তাসনীম তায়েব, গ্রামীণ ডানোন ফুডসের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, ইডটকো বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এনামুল হক প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ত লক ষ য ট কসই

এছাড়াও পড়ুন:

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ১০ম গ্রেডভুক্ত ‘অফিসার (জেনারেল)’ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (৫ম তলা, এক্সাম হল-০২)।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা–

১. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর, বই, কাগজ, মুঠোফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ বা ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

৪. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৭ সেপ্টেম্বর দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১১ অক্টোবর অফিসার (জেনারেল) পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এই পদে তিনজনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ