চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী ভাইসহ গ্রেপ্তার
Published: 13th, January 2025 GMT
চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার নেত্রী সুস্মিতা পাণ্ডেকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর ছোট ভাই সত্যজিত পাণ্ডেকেও আটক করা হয়েছে। আজ সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটক করে। বিকেলে তাঁদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।
আটক সুস্মিতা পাণ্ডে ও সত্যজিত পাণ্ডে মাগুরা সদরের ঢাকা রোড এলাকার স্বপন পাণ্ডের সন্তান। সুস্মিতা পাণ্ডে ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সুস্মিতা পাণ্ডে এবং তাঁর ভাই সত্যজিত পাণ্ডের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট এলাকায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো.
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ সুস্মিতা পাণ্ডে এবং তাঁর ভাই সত্যজিত পাণ্ডেকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করেছে। তাঁরা দুজনে ঢাকার নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। নিউমার্কেট থানায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ বেনাপোলের উদ্দেশে রওনা দিয়েছে। রাতেই তাঁদের ঢাকার নিউমার্কেট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম
তিন মাস আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এই খবরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে পর্যায়ক্রমে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। গতকাল শনিবার হিলিসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি ১৩০ থেকে ১৫০ টাকায়। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমতাবস্থায় সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতির সিদ্ধান্ত নেয়। রবিবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এই খবরে হিলিসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আজ দেশি পেঁয়াজ কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে।
বন্দরের কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, ‘‘রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করে। দেশের বাজারে যেন আমদানিকৃত পেঁয়াজগুলো দ্রুত পৌঁছাতে পারে, সেজন্য দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী বলেন, ‘‘ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করার জন্য ২০ জন আমদানিকারক আইপি (অনুমতি) পেয়েছেন। রবিবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি করা পেঁয়াজগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর খালাসের অনুমতি দেওয়া হচ্ছে।’’
সবশেষ চলতি বছরের ৩০ আগস্ট এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।
ঢাকা/মোসলেম/রাজীব