ঢাবির সলিমুল্লাহ হলে ভবন নির্মাণের সিদ্ধান্ত, দেওয়া হবে আবাসিকতা
Published: 14th, January 2025 GMT
আগামী শিক্ষাবর্ষ থেকে সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদের আবাসিকতা দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এছাড়া হলটিতে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে নতুন ছাত্রদের সংযুক্তি প্রদানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মেরামত কাজের নকশা প্রণয়ন ও পরামর্শ প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে (বিআরটিসি) ইতোমধ্যেই নিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হলে নতুন একটি ভবন নির্মাণেরও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে প্রকৌশল দফতর ইতোমধ্যেই জরিপের কাজ সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল হলো, সলিমুল্লাহ মুসলিম হল। ঐতিহ্যবাহী এ হলটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বসবাস ও শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ৪ বছর ধরে ষড়যন্ত্রমূলকভাবে সলিমুল্লাহ মুসলিম হলে সিট বরাদ্দ দেওয়া বন্ধ রেখেছিল ঢাবি প্রশাসন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘স্বপ্ন’ এখন এলিফ্যান্ট রোডে
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন এলিফ্যান্ট রোডে।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বপ্নর নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। এটি স্বপ্নের ৬৮৩ নম্বর আউটলেট।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব রিটেইল অপারেশনস সাইফুল ইসলাম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশন আশরাফুল ইসলাম, ফ্রাঞ্চাইজি মো. খাইরুল ইসলাম, মো. মজিবুর রহমান, মোহাম্মদ রাজিব হোসাইন, স্বপ্নের বিজনেস এক্সপ্যানশন (ডেপুটি ম্যানেজার) মো. মাহমুদুল হাসানসহ আরো অনেকে।
স্বপ্নের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির বলেন, “স্বপ্ন এখন দেশের ৬৪টি জেলায়। আমার বিশ্বাস, নতুন এ আউটলেটে আমাদের সেবার মান আরো বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।”
স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, “উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।”
ঢাকা/সাজ্জাদ/সাইফ