ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংবিধানের অঙ্গীকার, দুর্নীতি বিরোধী কৌশলপত্র প্রণয়ন, ন্যায়পাল প্রতিষ্ঠা ও কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাবসহ ৪৭ দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন।

দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান জানিয়েছেন, বুধবার (১৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এসব সুপারিশ তুলে ধরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে এদিন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কাছে দুদক ছাড়াও নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন পেশ করেছে।

দুদককে শক্তিশালী করতে আট সদস্যের কমিশনের তৈরি করা সংস্কার প্রতিবেদন নিয়ে সরকার প্রধানের কার্যালয়ে কথা বলছিলেন ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, “আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশনের মত প্রতিষ্ঠান কোনো দেশেই এবং বাংলাদেশেও এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। তার উপরে কেন্দ্রীয় দায়িত্ব নীতিনির্ধারণের কিন্তু তার জন্য উপযুক্ত রাষ্ট্র এবং সামাজিক পরিবেশ লাগে। পুরো রাষ্ট্র এবং সমাজকে সম্পৃক্ত করতে হয় এর অবকাঠামোতে।’’

“সেই বিবেচনায় আমরা আমাদের সংবিধানের ২০-এর ২ অনুচ্ছেদে যেটা আছে, সেটার সংশোধন করতে চাই। সেটা হচ্ছে, সেখানে সুনির্দিষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংবিধানের একটা অঙ্গীকার।”

তার কথায়, “রাষ্ট্র এবং আইনি ক্ষমতাকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ ও সুবিধা অর্জনে যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সেটা প্রতিরোধ করতে তার বিরুদ্ধে সাংবিধানিক অঙ্গীকার লাগবে। যদিও এর সুযোগ আমাদের সংবিধানে আছে।”

দুর্নীতি বিরোধী কৌশলপত্র তিনি বলেন, “বাংলাদেশে কোনো জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল নেই। কোনো নীতিমালা নেই। আমরা সুনির্দিষ্টভাবে সুপারিশ করছি, কৌশলপত্র প্রণয়ন করতে হবে। যার মধ্যে রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোতে দুর্নীতি বিরোধী শুধু প্রত্যয়ই না, সক্ষমতা বৃদ্ধির জন্য যে অঙ্গীকারগুলো দরকার, দায়িত্ব এবং কর্তব্য সেটি নির্ধারণ করা।’’

দুর্নীতিবিরোধী কৌশল প্রতিপালিত হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণ এবং মূল্যায়নের জন্য সংবিধানের ৭৭ অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ন্যায়পালের গুরুত্ব তুলে ধরেন এই সংস্কার কমিশনের প্রধান।

তিনি বলেন, “ন্যায়পালের একটা কার্যালয় প্রতিষ্ঠা করা, যাদের দায়িত্ব হবে এই কৌশলের বাস্তবায়ন বা প্রতিফলনের মূল্যায়ন করা। ধারাবাহিকভাবে, নিয়মিতভাবে।”

দুর্নীতি রুখতে কালো টাকা সাদা করার বৈধতা ‘স্থায়ীভাবে বন্ধ চাইছেন’ ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, “এরপর যেটা জোরালোভাবে সুপারিশ করতে চাই, কালো টাকা বৈধতা দেওয়ার বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটির চিরতরে বন্ধ করতে হবে।”

দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের নিয়ে তার ভাষ্য, “আমরা চেষ্টা করেছি, আমাদের সাধ্যমত যাতে মানুষের প্রত্যাশার প্রতিফলন করে এমন একটি প্রতিবেদন তৈরি করার জন্য। সে লক্ষ্যেই অন্যান্য কমিশনের মত যথাযথ গবেষণা এবং জনসম্পৃক্ততা কার্যক্রম শেষ করেই আমাদের প্রতিবেদন সম্পন্ন করেছি।”

নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল ৩ অক্টোবর। আর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ৬ অক্টোবর।

এরপর গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।

৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমার কথা থাকলেও প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের মেয়াদ পরে বাড়ানো হয়। এর মধ্যে চার কমিশন বুধবার প্রতিবেদন দিলো।

এই কমিশনগুলো ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে। সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করা হয়েছে।

ঢাকা/হাসান/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র র জন য সরক র ক ষমত

এছাড়াও পড়ুন:

লা রিভে হেমন্তের পোশাক

কিছুদিন পরেই শুরু হয়ে যাবে ফ্যাশনের সবচেয়ে জনপ্রিয় মৌসুম- ফল। বছরের এই সময়েই শুরু হয় পোশাক নিয়ে নিরীক্ষার পালা। এমন সময়েই নতুন সব ট্রেন্ড, ডিজাইন ও কাট মিলিয়ে দেশের অন্যতম সেরা ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড লা রিভ লঞ্চ করেছে ফল’২০২৫ কালেকশন।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘‘নতুন ফল কালেকশনের থিম ইনডাল্জ (Indulge) বা মগ্ন হওয়া। ফল মানেই আমাদের কাছে উৎসবের সময়। প্রকৃতিতে হেমন্তের পরিবর্তন মৃদু ও  সুক্ষ, কিন্তু নতুন কিছুর আনন্দে উদ্বেল। এই আনন্দকেই আমরা পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ইনডালজ নামকরণের যৌক্তিকতাও এখানেই। আমরা এমন একটি কালেকশন তৈরি করেছি- যার উজ্জ্বল ও মৃদু রঙের প্যালেট, মৌসুম-উপযোগি ও এক্সক্লুসিভ ফেব্রিক,  ইউনিক প্রিন্টস্টোরি আর সুক্ষ-কারুকাজে ফ্যাশন-প্রেমীরা নিজের মাঝেই আনন্দ খুঁজে পাবেন।”

আরো পড়ুন:

কাজের ভার কমাতে বিখ্যাত ব্যক্তিরা যা করেন

কুকুরদের সম্মানে যে ‘তিহার’ পালন করে নেপাল

ফল ফ্যাশনের অন্যতম বৈশিষ্ট্য লেয়ারিং। যে কারনে ইনার-ক্লোদিং এর ফেব্রিক একটু ফিটিং হওয়া বাঞ্চনীয়। লা রিভের নতুন কালেকশনে দেখা যাবে এক্সক্লুসিভ ‘স্ট্রেচড্ জ্যাকার্ড’ ও স্ট্রেচড সাটিন ফেব্রিকে তৈরি পোশাক। জ্যাকার্ডের অভিজাত নকশা, সাটিনের গ্ল্যামার এবং ফেব্রিকের স্ট্রেচ ক্রেতাকে তার পছন্দসই লুক ও ফিট -দুটোই এনে দেবে। এছাড়াও জুম, ক্রেপ, ভিসকোস, নিট, জর্জেট, প্রিমিয়াম জ্যাকার্ড ও কটন তো থাকছেই।

তিনি যোগ করেন, নতুন কালেকশনে গানাশ (চকলেট-ব্রাউন) এবং আর্জেন্ট অরেঞ্জ (উজ্জল কমলা) রঙকে প্রাধান্য দেয়া হয়েছে যেন ফলের ডেপথ এবং উৎসবের খুশি ২টিই ফুটিয়ে তোলা যায়। এরসাথে ট্রেন্ডি পপ, আর্দি এবং জুয়েল কালারগুলোর কম্বিনেশন করা হয়েছে।

আন্তর্জাতিক মানের নতুন নতুন প্রিন্টস্টোরি লা রিভের কালেকশনগুলোর অন্যতম বৈশিষ্ট্য। মন্নুজান নার্গিস বলেন, এবার রঙ, মোটিফ ও ফেব্রিকের ইউনিক ক্যাটাগরিতে পোশাকগুলিকে সাজানো হয়েছে। রঙ ভিত্তিক প্রিন্টস্টোরিগুলোর মধ্যে আছে টিঙ্গেল ডাই, যেখানে ডিজিটাল গ্রাফিক ও প্রিন্টের মাধ্যমে টাইডাই নিয়ে কাজ করা হয়েছে। বারবি পিঙ্কের মিউটেড শেডগুলি এই বছর আবার জনপ্রিয় হয়ে উঠেছে, তা দিয়ে তৈরি হয়েছে দি পিঙ্ক কিউরেশন। স্ট্রাকচার্ড মোটিফে রঙের উজ্জল ব্যবহার দেখা যাবে কমিক্যাল ক্লাসিক শিরোনামের ডিজাইনগুলিতে, অন্যদিকে মার্বেল-স্টাইলে উজ্জল রঙের ব্লেন্ড দেখা যাকে চার্জড ক্রোমা প্রিন্ট স্টোরিতে। প্রাইমারি কালার প্যালেটে তৈরি মনোক্রোম ডিজাইনগুলো দেখা যাবে নারী-পুরুষ সবার কালেকশনেই।

মোটিফের জন্য মডার্ন এবং ক্লাসিক ২ ধরনের নকশাই বেছে নেয়া হয়েছে। স্ট্রোচড লিনিয়েজে লাইন ও নেচারের কম্বিনেশন হয়েছে। ডোপামিন ডুডলে দেখা যাবে অবচেতন মনে আঁকা ছোট ছোট খুশির নকশা। পাওয়ার ফ্লাওয়ারে বোল্ড ফ্লোরাল প্লেসমেন্ট হাইলাইট করা হয়েছে। সাররিয়েল সুইর্ল স্টোরিতে জিওমেট্রির ধাঁধা সবাইকে মুগ্ধ করবে। এই বছর বারোকের নতুন প্রিন্ট ফিরে এসেছে ফলের ফ্যাশনে, যার স্পেশাল কিউরেশন নতুন ফল কালেকশনে যুক্ত হয়েছে। এছাড়াও ক্লাসিক ইকাত, এথনিক ও মান্দালা প্রিন্টের ব্যবহার চোখে পড়বে।

নারীদের জন্য লা রিভের ফল কালেকশনে থাকছে ক্যাজুয়াল ও পার্টি-উপযোগি সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, শর্ট ও মিড লেংথ এবং শ্রাগ-স্টাইল টিউনিক, টপস, কটন শাড়ি, গাউন, কোটি, শ্রাগ, টপস এবং ক্যাজুয়াল শার্ট। বটমস সেকশনে প্রিন্টেড ও ফলের নতুন কালার প্যালেট হাইলাইট করা পালাজ্জো, লেগিংস, স্কার্ট, হারেম, ডেনিম, কুলোটস ও অফিসে পরার ফরমাল প্যান্টও থাকছে।
পুরুষদের জন্য থাকছে আরামদায়ক ও ট্রেন্ডি পাঞ্জাবি, টিশার্ট, পোলো শার্ট, জিম ভেস্ট ও নানা ধরণের শার্টের সমাহার। যেকোন আড্ডায় পরার ক্যাজুয়াল শার্ট, ঘরে পরার কমফোর্ট শার্ট, পার্টির প্রিমিয়াম শার্ট ও অফিসে পরার ফরমাল শার্ট – সবই পাওয়া যাবে ফলের এই সিলেকশনে। শুধুমাত্র মেনজ সেকশনে দেখা যাবে এই সিজনের বহুল আকাঙ্খিত ড্রপ-শোল্ডার টিশার্ট, যা মানিয়ে যাবে টিন ও যুবা সব বয়সের পুরুষকে। ছেলেদের বটমস সেকশনে পাঞ্জাবির সাথে পরার জন্য প্যান্ট কাট পাজামা পাওয়া যাবে, পাশেই ডেনিম প্যান্টস, বারমুডা প্যান্টস ও ট্রাডিশনাল লুঙ্গির দেখা মিলবে।

মেয়েশিশুদের ফল ফ্যাশনের জন্য টিউনিক, ফ্রক, ইভেন সেট, সালোয়ার কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস ডিজাইন করেছে লা রিভ। ছেলেশিশুদের জন্য পোলো ও টিশার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি ও প্যান্টস ডিজাইন করা হয়েছে। নবজাতকদের জন্যেও থাকছে নতুন সব ডিজাইন।

লা রিভ হোমডেকোর ও অ্যাক্সেসরিজ বিভাগে আর্কষনীয় ডিজাইনের পন্যসামগ্রী যোগ করা হয়েছে। বেড কভার, পর্দা, ফ্লাওয়ার ভাস, ফটোফ্রেম সহ সবার জন্য ফ্ল্যাট স্লিপারস পাওয়া যাবে। নতুন ডিজাইনের ম্যাচিং হ্যান্ডব্যাগ ও ওয়ালেটের পাশাপাশি বাড়ানো হয়েছে ফ্যাশন ইয়াররিং এর কলেবর। গোল্ড, স্টিল ও পার্ল ফিনিশিংয়ের নতুন ইয়ার রিঙে সেকশনে পাওয়া যাবে ট্রেন্ডি স্টাড, হুপ ও ড্রপ ডিজাইন। ছোট্ট শিশুদের জন্য নতুন ডিজাইনের পানির বোতল, সফট টয় এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ যুক্ত হয়েছে।

লা রিভ ফল ২০২৫ কালেকশন পাওয়া যাচ্ছে ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, ও চট্টগ্রামসহ মোট ২৬টি স্টোর ও অনলাইনে (www.lerevecraze.com)। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ