বন্দরে আওয়ামী লীগ নেতার পুত্র মেজবাউদ্দিন গ্রেপ্তার
Published: 3rd, May 2025 GMT
বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতার পুত্র মেজবাউদ্দিন মিলন (৪২)কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দিন মিলন বন্দর উপজেলার পিচকামতাল এলাকার আব্দুল কাদির ডিলারের ছেলে।
গ্রেপ্তারকৃতকে শনিবার (৩ মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮ (১২)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২ মে) রাতে বন্দর উপজেলার কামতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ জানিয়েছে,গ্রেপ্তারকৃত মেজবাউদ্দিন মিলন দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনিতী সাথে জড়িত ছিলেন। তার পিতা কাদির ডিলার মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ ক মত ল আওয় ম
এছাড়াও পড়ুন:
অলিম্পিক ও বঙ্গজের ৯ মাসে মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
রবিবার (৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (৩০ এপ্রিল)) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.১৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.১২ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ১.৪১ শতাংশ।
এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৯৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭.৮৮ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৯ টাকা বা ১.১৪ শতাংশ।
এছাড়া, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০.২৫ টাকা।
বঙ্গজ: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৪ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ২৫ শতাংশ।
এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৯ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ৫.২৬ শতাংশ।
এছাড়া, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.২০ টাকা।
ঢাকা/এনটি/ইভা