বাগেরহাটের মোল্লাহাহাটে গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে রাকিবুল কাজী রাঙ্গা (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে উপজেলার কোদালিয়া গ্রামে প্রতিবেশীর গাছ থেকে আম পেড়ে দিতে গিয়ে পা ফসকে পড়ে যায় রাঙ্গা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রাঙ্গা মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের  মহিদুল কাজীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের মাহাবুব হোসেন ও তামান্না দম্পতির অনুরোধে তাদের গাছ থেকে আম পেড়ে দিতে গাছে উঠেছিল রাঙ্গা। এ সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই রাঙ্গাকে কোদালিয়া বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ জেলা আ.

লীগ নেতার মৃত্যু 

রূপগঞ্জে কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাটে মর্গে পাঠানো হয়েছে। 
 

ঢাকা/শহিদুল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ছোট চুলের ট্রেন্ডি ‘হেয়ার কাট’

সামনেই দুর্গাপূজা - এই সময় হেয়ার কাট পাল্টে নিতে চাইছেন? চুল যদি ছোট করে ছাঁটতে চান, তা হলে জেনে নিন কী কী ‘হেয়ারকাট’ এখন চলছে।

ব্লান্ট বব

আরো পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

‘স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্রের অবসান হয়নি’

ছোট চুলের জন্য খুবই ভাল ব্লান্ট বব। গরমের দিনে খুবই আরামদায়ক এই চুলের ছাঁট। মুখের গড়নের সঙ্গে মানানসই করে ছাঁটা হয় চুল। আবার ব্লান্ট লবও খুব জনপ্রিয় এখন কমবয়সিদের মধ্যে। ছোট ছোট লেয়ার থাকে পুরো হেয়ার কাটে।

বব কাট
যদি আপনার একদম ছোট করে চুল কাটা পছন্দ না হয়, আবার কাঁধ ছাপানো চুল রাখতেও চাইছেন না, তা হলে লং বব হেয়ার কাট করতেই পারেন। কাঁধের ইঞ্চি দুয়েক উপর পর্যন্ত বব কাটা হয়।

লেয়ার বব
ঘন চুলে বিভিন্ন ধরনের স্টাইল করা সবচেয়ে সহজ৷ সামনের দিকে লম্বা লেয়ারের বব আর পিছনে একটু ছোট লেয়ারে বব করলে দেখতে ভাল লাগবে। পানপাতা বা ডিম্বাকৃতি মুখে এ ধরনের চুলের ছাঁট খুব ভাল মানায়।

অ্যাঙ্গুলার লব
চুল যদি কোঁকড়ানো হয়, তা হলে সঠিক যত্ন নেওয়া কঠিন। এমন ভাবে চুল ছাঁটুন, যাতে অনেকগুলি লেয়ার থাকে৷ এই লেয়ারগুলো মুখের দু’পাশে হালকা ভাবে থাকবে৷ অ্যাঙ্গুলার লবও করতে পারেন, তাতে সামনের দিকের লেয়ারগুলি লম্বা হবে, পিছনে ছোট হয়ে যাবে৷

পিক্সি কাট
একটু অন্য রকম চুলের ছাঁট চাইলে, পিক্সি কাটতে পারেন। তবে এই হেয়ারকাট সকলের জন্য নয়। খুব ছোট করে ছেলেদের মতো চুল ছাঁটা হয়। মুখের গড়ন, ব্যক্তিত্ব, পোশাকের ধরনের সঙ্গে মানানসই হতে হবে।

ক্রপড লেয়ারও ছোট চুলের জন্য বেশ ভাল। লেয়ার শুধু বড় চুলের জন্য হতে হবে, এমন নয়। তুলনামূলক ছোট চুলেও লেয়ার কাট খুব মানানসই।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ