টি-সিরিজের মিউজিক ভিডিও ‘দিল পে জখম’ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে গ্ল্যামার–দুনিয়ায় পা রেখেছিলেন কাশিকা কাপুর। মডেলিংয়ের জগতে তিনি ইতিমধ্যেই পরিচিত মুখ। প্রথম চলচ্চিত্র ‘আয়ুষ্মতী গীতা ম্যাট্রিক পাস’-এ অভিনেত্রী হিসেবে নজর কাড়েন, প্রশংসিত হয় তাঁর অভিনয়। এবার তেলেগু ছবি ‘এলওয়াইএফ: লাভ ইয়োর ফাদার’ দিয়ে দক্ষিণ ভারতীয় ছবির জগতে পা রেখেছেন কাশিকা। এ ছবির জন্য শতাধিক মেয়ের অডিশন নেওয়া হয়েছিল, যাঁদের মধ্য থেকে নির্বাচিত হয়েছিলেন কাশিকা।

তিনি জানান, অডিশনের রাতেই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। কিন্তু পথটা সহজ ছিল না। নিজের শুরুর দিনের কথা বলতে গিয়ে কাশিকা বলেন, ‘১৬ বছর বয়সে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন কিছুই জানতাম না। একেবারে অজ্ঞ ছিলাম, কিন্তু মনের মধ্যে ছিল জ্বলে ওঠা আগুন। প্রত্যাখ্যান আমার নিত্যসঙ্গী হয়ে গিয়েছিল। একটা ছবিতে সবকিছু চূড়ান্ত হওয়ার পরও বাদ পড়েছিলাম।

কাশিকা কাপুর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ

বাংলাদেশি দুই চলচ্চিত্র অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০২৫’-এ জায়গা করে নিয়েছে। এ দুটি সিনেমা হলো—মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ এবং নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। 

আগামী ১৪ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই উৎসব। নানা ঘরানার দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে আয়োজিত এ উৎসবে এবার বাংলাদেশও থাকছে গর্বিত অংশীদার হিসেবে। 

মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প বলা হয়েছে, যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এটি তার অভিনীত প্রথম সিনেমা।  

আরো পড়ুন:

উত্তরায় বিমান বিধ্বস্ত: তারকাদের প্রার্থনা

স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ফেললেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ প্রদর্শিত হবে—এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি দর্শক-সমালোচকের প্রশংসা পাবে।” 

অন্যদিকে, নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’ উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে প্রদর্শিত হবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ এবং তার মা গুলতেকিন খান। 

‘২ষ’ সিনেমায় রয়েছে চারটি গল্প। ভয়ংকর ভুতুড়ে সব গল্প। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ