দৃষ্টিনন্দন পূর্বাচল উপশহর এখন অপরাধীদের নিরাপদ আশ্রম। ছিনতাই, ধর্ষণ, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হত্যা।
রাজউকের পূর্বাচল প্রকল্পটির অবস্থান রাজধানী ঢাকা থেকে ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।
একটি পরিসংখ্যানে জানা গেছে, গত আট বছরে এখানে লাশ উদ্ধার করা হয়েছে দুই ডজন। যাদের অধিকাংশেরই পরিচয়ই জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপ্রতুলতা ও তৎপরতার অভাবেই ঘটছে হত্যাসহ নানা অপরাধ।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ১৩ নভেম্বর নারায়ণগঞ্জের শিল্পপতি জসিম উদ্দিনের সাত টুকরো লাশ পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, তাঁকে রাজধানীর কোনো এক স্থানে হত্যা করে নিরাপদ স্থান হিসাবে পূর্বাচলে তাঁর লাশ ফেলে দেওয়া হয়। ২০২৩ সালের ৭ জুলাই পূর্বাচলের ১৯ নম্বর সেক্টর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। একই বছরের ২৪ আগস্ট ২০ নম্বর সেক্টর এলাকার একটি সবজিক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। একই বছরের ২৪ সেপ্টেম্বর ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের বেশ কিছু কঙ্কাল উদ্ধার করা হয়। ২০২২ সালের ১৯ মে ২৫ নম্বর সেক্টর এলাকা থেকে মজিবুর রহমান নামে এক ব্যক্তির লাশ ও একই বছরের ২৭ ডিসেম্বর অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গত বছর ২০ ডিসেম্বর আব্দুর রউফ ও শিপন মিয়া নামে দুই মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ভূঁইয়া বাড়ি ব্রিজের পাশে নিহত হয়। গত বছর ১৯ ডিসেম্বর মধ্যরাতে বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মুনতাসির মাসুদ তাঁর দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন। পুলিশের চেক পোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুনতাসির মাসুদের। গুরুতর আহত হন তার দুই সহপাঠী অমিত সাহা ও মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য।
গত বছর ১৬ ডিসেম্বর রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সুজানা ও কাব্য নামে দুই শিক্ষার্থী। এরপর থেকে তারা নিখোঁজ হয়। এর তিন দিন পর পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকার ৩০০ ফুট সড়ক-সংলগ্ন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া চলতি বছর ৬ জানুয়ারি অজ্ঞাত (২৫) এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অবস্থিত সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের ভাষ্য, সন্ধ্যার পর পূর্বাচল উপশহরে ছিনতাই, ডাকাতি এবং অন্য স্থানে খুন করে এখানে লাশ ফেলে যাওয়াসহ নানা অপরাধের কারণে এই এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে। সরকারের উচিত এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি আরও নজর দেওয়া।
কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, পূর্বাচল উপশহরের নীরব জায়গাগুলোতে পুলিশি টহল আরও বাড়াতে হবে। প্রতিটি লাশের পূর্ণ তদন্তের পর অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে এলাকার মানুষ শান্তিতে থাকবে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অন্য কোথাও মানুষ হত্যা করে লাশ ফেলার জন্য পূর্বাচল উপশহরের একেবারে নির্জন জায়গাগুলোকেই অপরাধীরা বেছে নেয়। অপরাধীদের ধরা ও অপরাধ দমনের জন্য একাধিক জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সারারাত পুলিশের একাধিক দল টহলরত অবস্থায় থাকে। অপরাধ নির্মূলের চেষ্টা করা হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ড স ম বর অপর ধ দ এল ক র অবস থ
এছাড়াও পড়ুন:
মাওলানা রঈস হত্যা: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও গাজীপুরের এক মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রঈস উদ্দিনকে গণপিটুনি দিয়ে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে আহলে সুন্নত ওয়াল জামাত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনাসহ বিভিন্ন সংগঠন।
চট্টগ্রাম:
সোমবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন, সল্টগোলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে আহলে সুন্নত ওয়াল জামাত ও ইসলামী ছাত্রসেনা।
পরে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী লাঠিচার্জ করে ও টিয়ারশেল ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।
রাঙামাটি:
সোমবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন পার্বত্য ইমাম পরিষদের রাঙামাটি শাখার নেতাকর্মীরা।
মানববন্ধনে তারা বলেন, মাওলানা রঈস উদ্দিন হত্যার পর ১০ দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করেনি। এ ঘটনায় একদিকে যেমন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে, তেমনই ইমামদের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণও প্রকাশ পায়।
পার্বত্য ইমাম পরিষদের আহ্বায়ক আলহাজ মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী, কাঁঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন রেজভী, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. আখতার হোসেন চৌধুরী, বালুখালী জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা জাকির হোসাইন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফোরকান উদ্দিন রাব্বানী, স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুস, তবলছড়ি গরীব উল্লাহ শাহ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা সেলিম উদ্দিন, সাঁওতাল পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ডিসি বাংলো মসজিদের ইমাম মাওলানা রোকন উদ্দিন, শুটকিপট্টি মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন, চম্পকনগর জামে মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল উদ্দিন প্রমুখ।
গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রঈস উদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। সকাল ১০টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরে কারাগারে মারা যান তিনি।
ঢাকা/রেজাউল/শঙ্কর/রফিক