আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হতে যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে প্রাচ্য-চিত্রকলা অনুশীলন সংঘ ও লার্নিং ডিজাইন স্টুডিয়োর 'পবিত্র শান্তির জাগরণ : বাংলার বুদ্ধ' শিরোনামের প্রদর্শনী। মিখাইল ইদ্রিসের কিউরেশনে এই প্রদর্শনীতে বাংলাদেশের ৭৩ জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। যেখানে বুদ্ধের জীবন, দর্শন এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের চিরন্তন ভাবনাগুলি প্রাচ্য-শৈলীতে প্রকাশ পেয়েছে।

প্রদর্শনীতে চিত্রকর্ম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন মাধ্যমের কাজ অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী কৌশল ও সমসাময়িক শৈল্পিক ভাষার সংমিশ্রণ ঘটেছে। শিল্পীরা ব্যবহার করেছেন তেলরং, জলরং, গোয়াশ, ওয়াশ, এগ টেম্পারা, রিভার্স পেইন্টিং, বাটিক, চারকোল, কলম, অ্যালকোহল বেসড কালির কাজ এবং এমনকি অগ্নিদগ্ধ বঙ্গবাজারের ছাই—যা রূপান্তর ও পুনর্জন্মের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা আরও দেখতে পাবেন রিকশাচিত্র, সিনেমার ব্যানার চিত্র, ক্যালিগ্রাফি,  সুঁই সুতার কাজ প্রভৃতি।

প্রদর্শনী উপলক্ষ্যে সেমিনার, শিল্পালোচনা, পুথিপাঠ, চর্যাগান, নৃত্য-সংগীতের আয়োজন রয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার সময়সূচি :

১০ই মে ২০২৫, বিকেল ৫টা
সেমিনার : বুদ্ধের দর্শন ও চর্যাগান
উপস্থাপনায় : ড.

সাইমন জাকারিয়া, নূরুননবী শান্ত ও সাধিকা সৃজনী তানিয়া

১৩ই মে ২০২৫, সন্ধ্যা ৬টা
গৌতম বুদ্ধের জীবনালেখ্য : মনোরঞ্জন বালার ‘গৌতম বুদ্ধ গীতিকাব্য’ অবলম্বনে পাঠ, আবৃত্তি ও সংগীত
অংশগ্রহণে : শাহ আলম দেওয়ান, মনোজ রায়, মজুমদার বিপ্লব ও অনিন্দ্য অমাত

১৫ই মে ২০২৫, বিকেল ৫টা
শিল্প আলোচনা : হীরকসূত্র, বুদ্ধের প্রতিচ্ছবি ও প্রাচ্যধারার ছাপচিত্র
মূল প্রবন্ধ উপস্থাপনায় : অধ্যাপক ড. রশীদ আমিন

১৫ই মে ২০২৫, সন্ধ্যা ৭টা
সাংস্কৃতিক সন্ধ্যা : সংগীত, নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশনা
অংশগ্রহণে : অরিত্রি নন্দী, প্রাপ্তি ঘোষ, বাপ্পী পাল, বদিউজ্জামান খান (ওমি), অরুন্ধতী কর, সুবর্ণ চক্রবর্তী তন্ময় ও জাহাঙ্গীর আলম

১৬ই মে ২০২৫, বিকেল ৫টা
ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর
উপস্থাপনায় : ভাবনগর ফাউন্ডেশনের সাধকশিল্পীবৃন্দ


২০০৯ সালে প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ নবীন শিল্পীদের বিকাশে নিয়মিত প্রদর্শনী, কর্মশালা, প্রকাশনা, বৃত্তি এবং সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায়  গৌতম বুদ্ধের জীবন ও দর্শনের এই শিল্পকর্ম প্রদর্শনী বিশ্বে শান্তি সৌহার্দ ও সম্প্রীতির আশা জাগাবে বলে আয়োজকদের দৃঢ় বিশ্বাস। 


প্রদর্শনী পরিদর্শনের সময় :
সোমবার থেকে শনিবার, বিকেল ৩টা–রাত ৯টা

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত  বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সীমান্তে উত্তেজনা তুঙ্গে, তবু নির্ধারিত সময়েই চলবে আইপিএল

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ফের তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। পরিস্থিতির দ্রুত প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষা বাহিনী রাতের আঁধারে চালায় এক বৃহৎ অভিযানে, যার কোডনেম ছিল ‘অপারেশন সিঁদুর’। এই সামরিক পদক্ষেপে পাকিস্তান ও পিওকে-র (পাক-অধিকৃত কাশ্মীর) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

চলমান উত্তেজনার আবহে আইপিএল ২০২৫ আয়োজন নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে—টুর্নামেন্ট নির্ধারিত সময়েই হবে। এনডিটিভির খবরে জানা গেছে, বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা এএনআইকে বলেন, “বর্তমান পরিস্থিতিতে সূচি বদলানোর প্রয়োজন দেখা যায়নি। প্রতিযোগিতা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই এগোবে।”

যদিও নিরাপত্তাজনিত ঝুঁকি থাকলেও, অতীত ইতিহাস বলছে আইপিএল খুব সহজে বন্ধ হওয়ার নয়। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য প্রতিযোগিতা আয়োজন হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-র সূচনা ভাগ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা অতিমারির সময় ২০২০ ও ২০২১ সালের আসরও আয়োজিত হয়েছিল বিদেশে। তবে ২০২৩ থেকে ভারতের মাঠেই পুরোদমে ফিরেছে লিগ, এবং বর্তমান সংকট সত্ত্বেও ২০২৫-এর আসর সঠিক সময়েই অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিসিআই।

আরো পড়ুন:

সোহান-মাহিদুলের সেঞ্চুরির ম্যাচ জয়ে রাঙাল ‘এ’ দল

পাকিস্তানে নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের ছাত্র-যুব সমাবেশ
  • সিদ্ধিরগঞ্জে তাঁতীদল নেতা রুবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • সীমান্তে উত্তেজনা তুঙ্গে, তবু নির্ধারিত সময়েই চলবে আইপিএল
  • ইউক্রেনের ড্রোন হামলা, মস্কোর সব বিমানবন্দর বন্ধ
  • প্রয়োজনের বেশি হাটের অনুমোদন চাওয়া নিয়ে প্রশ্ন
  • ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
  • খালেদা জিয়া ‘ফিরোজা’য় পৌঁছেছেন
  • মা দিবস উপলক্ষে ‘শ্রদ্ধা’ ও ‘বিশ্বরঙ’-এ মূল্যছাড়
  • নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির স্মরণ সভা