আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হতে যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে প্রাচ্য-চিত্রকলা অনুশীলন সংঘ ও লার্নিং ডিজাইন স্টুডিয়োর 'পবিত্র শান্তির জাগরণ : বাংলার বুদ্ধ' শিরোনামের প্রদর্শনী। মিখাইল ইদ্রিসের কিউরেশনে এই প্রদর্শনীতে বাংলাদেশের ৭৩ জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। যেখানে বুদ্ধের জীবন, দর্শন এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের চিরন্তন ভাবনাগুলি প্রাচ্য-শৈলীতে প্রকাশ পেয়েছে।

প্রদর্শনীতে চিত্রকর্ম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন মাধ্যমের কাজ অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী কৌশল ও সমসাময়িক শৈল্পিক ভাষার সংমিশ্রণ ঘটেছে। শিল্পীরা ব্যবহার করেছেন তেলরং, জলরং, গোয়াশ, ওয়াশ, এগ টেম্পারা, রিভার্স পেইন্টিং, বাটিক, চারকোল, কলম, অ্যালকোহল বেসড কালির কাজ এবং এমনকি অগ্নিদগ্ধ বঙ্গবাজারের ছাই—যা রূপান্তর ও পুনর্জন্মের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা আরও দেখতে পাবেন রিকশাচিত্র, সিনেমার ব্যানার চিত্র, ক্যালিগ্রাফি,  সুঁই সুতার কাজ প্রভৃতি।

প্রদর্শনী উপলক্ষ্যে সেমিনার, শিল্পালোচনা, পুথিপাঠ, চর্যাগান, নৃত্য-সংগীতের আয়োজন রয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার সময়সূচি :

১০ই মে ২০২৫, বিকেল ৫টা
সেমিনার : বুদ্ধের দর্শন ও চর্যাগান
উপস্থাপনায় : ড.

সাইমন জাকারিয়া, নূরুননবী শান্ত ও সাধিকা সৃজনী তানিয়া

১৩ই মে ২০২৫, সন্ধ্যা ৬টা
গৌতম বুদ্ধের জীবনালেখ্য : মনোরঞ্জন বালার ‘গৌতম বুদ্ধ গীতিকাব্য’ অবলম্বনে পাঠ, আবৃত্তি ও সংগীত
অংশগ্রহণে : শাহ আলম দেওয়ান, মনোজ রায়, মজুমদার বিপ্লব ও অনিন্দ্য অমাত

১৫ই মে ২০২৫, বিকেল ৫টা
শিল্প আলোচনা : হীরকসূত্র, বুদ্ধের প্রতিচ্ছবি ও প্রাচ্যধারার ছাপচিত্র
মূল প্রবন্ধ উপস্থাপনায় : অধ্যাপক ড. রশীদ আমিন

১৫ই মে ২০২৫, সন্ধ্যা ৭টা
সাংস্কৃতিক সন্ধ্যা : সংগীত, নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশনা
অংশগ্রহণে : অরিত্রি নন্দী, প্রাপ্তি ঘোষ, বাপ্পী পাল, বদিউজ্জামান খান (ওমি), অরুন্ধতী কর, সুবর্ণ চক্রবর্তী তন্ময় ও জাহাঙ্গীর আলম

১৬ই মে ২০২৫, বিকেল ৫টা
ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর
উপস্থাপনায় : ভাবনগর ফাউন্ডেশনের সাধকশিল্পীবৃন্দ


২০০৯ সালে প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ নবীন শিল্পীদের বিকাশে নিয়মিত প্রদর্শনী, কর্মশালা, প্রকাশনা, বৃত্তি এবং সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায়  গৌতম বুদ্ধের জীবন ও দর্শনের এই শিল্পকর্ম প্রদর্শনী বিশ্বে শান্তি সৌহার্দ ও সম্প্রীতির আশা জাগাবে বলে আয়োজকদের দৃঢ় বিশ্বাস। 


প্রদর্শনী পরিদর্শনের সময় :
সোমবার থেকে শনিবার, বিকেল ৩টা–রাত ৯টা

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত  বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাহস করে সত্য প্রকাশ করে যাবে প্রথম আলো

প্রথম আলো সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে যাবে বলে জানিয়েছেন সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতাকে মনে রেখে আমাদের সামনের দিনে কাজ করতে হবে। পিছু হটা যাবে না। নতুন পথের সন্ধান করতে হবে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এই কর্মী সম্মেলন হয়। প্রথম আলোর ঢাকা কার্যালয়ের সব কর্মীর পাশাপাশি সারা দেশের সব জেলা-উপজেলা প্রতিনিধি; যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির হ্যানোভার, অস্ট্রেলিয়ার সিডনি এবং ভারতের দিল্লি, কলকাতা ও মুম্বাই প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলন। সম্মেলনে উপস্থিত প্রথম আলোর সাংবাদিক-কর্মী ও অতিথিরা দাঁড়িয়ে জাতীয় সংগীত গান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে

সম্পর্কিত নিবন্ধ

  • পুণ্যস্নান মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হলো রাস উৎসব, মেলা চলবে ৫ দিন
  • সাহস করে সত্য প্রকাশ করে যাবে প্রথম আলো
  • প্রথম আলো কোনো সংবাদ প্রকাশ করলে ধরে নিই সংবাদটি ঠিক আছে: মানজুর-আল-মতিন
  • অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ্যুম
  • প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির 
  • মিথ্যা প্রচার দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল
  • বাংলাদেশের শত্রুতারা আবার মাথা মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল
  • বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির রুমন চক্রবর্তী
  • ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা