র্যাংকিংয়ে জাদেজার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন মিরাজ
Published: 7th, May 2025 GMT
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। তিন নম্বর পজিশন থেকে দুই নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারের সেরা র্যাংকিং ও রেটিং পয়েন্ট পেয়েছেন মিরাজ। তাতে হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্রর জাদেজার এক নম্বর স্থান।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে এক নম্বর স্থানে থাকা জাদেজার রেটিং পয়েন্ট ৪০০। মিরাজ ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে আছে দুই নম্বর স্থানে। এর আগে মিরাজের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ২৯৫। ৩২ রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তার। তার উন্নতিতে পেছনে পড়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।
এপ্রিলে ব্যাট-বল হাতে দারুণ সময় কাটিয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে তার উজ্জ্বল পারফরম্যান্সে বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করেছে। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো আইসিসির মাস সেরা খেলোয়াড় তালিকাতেও মনোনয়ন পেয়েছেন।
আরো পড়ুন:
ওয়ানডেতে দশে বাংলাদেশ
তলানির কারণ ও উত্তরণের উপায়
শ্রীলঙ্কা সফরে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ
এবার তার র্যাংকিংয়েও উন্নতি হলো। জিম্বাবুয়ের বিপক্ষে অর্জনের ঝুলি ‘টইটুম্বুর’ ছিল মিরাজের। সিলেটে ম্যাচ হারলেও মিরাজ দুই ইনিংসে ৫টি করে উইকেট পেয়েছিলেন। ম্যাচে ১০ উইকেট নিজের কাজটা ঠিকঠাক করেছিলেন। চট্টগ্রামেও মিরাজ ধরে রেখেছিলেন ছন্দ। ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট।
টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তোলেন মিরাজ। সেঞ্চুরির পথে তুলে নিয়েছিলেন সাদা পোশাকে ২ হাজার রান। ২ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলে নাম লিখিছেন সাকিবের পর। এছাড়া একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হয়েছিলেন তিনি। আবার সিরিজে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটারও হয়েছেন।
আলো ছড়িয়ে এবার আইসিসির মাস সেরার স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশের তারকা। র্যাংকিংয়েও জাদেজাকে দিচ্ছেন কঠিন চ্যালেঞ্জ।
অলরাউন্ডার র্যাংকিংয়ের পাশাপাশি তার ব্যাটিং র্যাংকিংয়েও উন্নতি হয়েছে। আট ধাপ এগিয়ে ৫৫ নম্বরে আছেন তিনি। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে রয়েছেন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ড্র করা সিরিজে বাংলাদেশের বাকি স্পিনারদেরও উন্নতি হয়েছে। তাইজুল ইসলাম র্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন। সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে রয়েছেন বাঁহাতি স্পিনার। ছয় ধাপ এগিয়ে ৫৪ নম্বরে রয়েছেন নাঈম হাসান। পেসার হাসান মাহমুদের চার ও খালেদ আহমেদ এবং নাহিদ রানার এক ধাপ অবনমন হয়েছে।
ব্যাটসম্যানদের মধ্যে না খেলেও লিটন দাসের একধাপ অবনমন হয়েছে। ৩৮ নম্বরে থেকে বাংলাদেশের সেরা অবস্থানে আছেন তিনি। মুশফিকুর রহিম রয়েছেন ৪০ নম্বরে। একধাপ উন্নতিতে মুমিনুল হকের অবস্থান ৪৭ নম্বরে। শান্তর একধাপ উন্নতি হয়েছে। ৫২তম স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক। চট্টগ্রামে সেঞ্চুরি পাওয়া সাদমান ইসলাম ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে রয়েছেন।
টেস্ট র্যাংয়ে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন জো রুট। বোলিংয়ে জসপ্রিত বুমরাহ। ৯০৮ পয়েন্ট নিয়ে বোলিংয়ে শীর্ষে বুমরাহ। জো রুটের রেটিং পয়েন্ট ৮৯৫।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইস স উইক ট একধ প
এছাড়াও পড়ুন:
আরওজি, টাফ ও ভি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস
আসুস বাংলাদেশের আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে উন্মোচন করা হয়েছে আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। গেমার, প্রযুক্তিপ্রেমী ও ক্রিয়েটররা এই ইভেন্টে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অব গেমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এই ইভেন্টে ল্যাপটপগুলো সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ দেয়া হয়।
আরওজি সিরিজের ল্যাপটপ
অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।
এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা। আরওজি জেফাইরাস জি১৪ ল্যাপটপের দাম ৩ লাখ ৩২ হাজার টাকা এবং জি১৬ মডেলের দাম ৩ লাখ ৮৮ হাজার টাকা।
টাফ সিরিজের ল্যাপটপ
আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে।
বাংলাদেশে নতুন ‘ভি’ সিরিজ
এই ইভেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্জ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির দাম ১ লাখ ৬৪ হাজার টাকা।
ল্যাপটপের পাওয়ারফুল জিপিইউ
আসুসের নতুন এই সবগুলো ল্যাপটপেই অন্যতম আকর্ষণ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজ আরো দ্রুত করা সম্ভব।
ঢাকা/ফিরোজ