সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
Published: 7th, May 2025 GMT
বিদেশ থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন রাসায়নিক সার সরবরাহ না করে আত্মসাৎ করার অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান (পোটন) ও তাঁর প্রতিষ্ঠানের আরও চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন মেসার্স পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো.
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ বুধবার সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
মামলার এজাহারে বলা হয়, কামরুল আশরাফ খানের মালিকানাধীন ‘মেসার্স পোটন ট্রেডার্স’ ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে ৮টি চুক্তির মাধ্যমে বেলারুশ, কানাডা, রাশিয়া ও মরক্কো থেকে আমদানি করা এমওপি, টিএসপি ও ডিএপি সার চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছে দেয়। তবে চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণের মধ্যে ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন সার নির্ধারিত গুদামে সরবরাহ না করে আত্মসাৎ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৮৪ কোটি ১ লাখ ৯ হাজার ৪১০ টাকা।
দুদকের অনুসন্ধান ও বিএডিসির তদন্ত প্রতিবেদনে দেখা যায়, সরবরাহ না করা সার ‘ট্রানজিটে রয়েছে’ মর্মে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করা হয়। ২০২২ সালের নভেম্বরে গঠিত এবং ২০২৩ সালের জানুয়ারিতে পুনর্গঠিত বিএডিসির তদন্ত কমিটি একই বছরের ২৬ মার্চ প্রতিবেদন দেয়। সেখানে বলা হয়, ১ লাখ ৮৪ হাজার ৭১ মেট্রিক টন সার বিএডিসির গুদামে সরবরাহ করা হয়নি।
এর আগে ২০২৩ সালের ২৬ নভেম্বর কামরুল আশরাফ খান পোটনসহ একই প্রতিষ্ঠানের পাঁচজনের বিরুদ্ধে ৫৮২ কোটি টাকার সরকারি সার সরবরাহ না করার অভিযোগে একটি মামলা করেছিল দুদক। ওই মামলার তদন্ত এখনো চলমান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরবর হ ন
এছাড়াও পড়ুন:
সাইবার হামলায় ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত
চেক-ইন এবং বোর্ডিং সিস্টেম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের উপর সাইবার আক্রমণের ফলে লন্ডনের হিথ্রো সহ বেশ কয়েকটি প্রধান ইউরোপীয় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে শনিবার অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল করা হয়েছে।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে বেশ কয়েকটি বিমান সংস্থার চেক-ইন এবং বোর্ডিং সিস্টেম সরবরাহকারী কলিন্স অ্যারোস্পেস একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে।
ব্রাসেলস বিমানবন্দর এবং বার্লিন বিমানবন্দরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কলিন্স অ্যারোস্পেসের মূল সংস্থা আরটিএক্স জানিয়েছে, তারা নির্দিষ্ট বিমানবন্দরগুলোতে তাদের সফটওয়্যারে ‘সাইবার হামলা’ সম্পর্কে জানতে পেরেছে।
আরটিএক্স একটি ই-মেইল বিবৃতিতে বলেছে, “এই প্রভাব ইলেকট্রনিক চেক-ইন ও লাগেজ ড্রপের মধ্যে সীমাবদ্ধ এবং ম্যানুয়াল চেক-ইন অপারেশনের মাধ্যমে এর প্রভাব কমানো যেতে পারে।” যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
ব্রাসেলস বিমানবন্দর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সাইবার হামলার ফলে স্বয়ংক্রিয় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে, শুধুমাত্র ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং পদ্ধতির অনুমতি রয়েছে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, “এর ফলে ফ্লাইটের সময়সূচির উপর বিরাট প্রভাব পড়বে এবং দুর্ভাগ্যবশত ফ্লাইট বিলম্বিত ও বাতিল হবে... পরিষেবা প্রদানকারীরা সক্রিয়ভাবে সমস্যাটি নিয়ে কাজ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছে।”
শনিবারের জন্য নির্ধারিত ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে বিমান সংস্থাগুলোর সাথে তাদের ভ্রমণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ