বিদেশ থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন রাসায়নিক সার সরবরাহ না করে আত্মসাৎ করার অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান (পোটন) ও তাঁর প্রতিষ্ঠানের আরও চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন মেসার্স পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো.

শাহাদত হোসেন, মো. নাজমুল আলম, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন ও খুলনা-নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ বুধবার সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, কামরুল আশরাফ খানের মালিকানাধীন ‘মেসার্স পোটন ট্রেডার্স’ ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে ৮টি চুক্তির মাধ্যমে বেলারুশ, কানাডা, রাশিয়া ও মরক্কো থেকে আমদানি করা এমওপি, টিএসপি ও ডিএপি সার চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছে দেয়। তবে চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণের মধ্যে ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন সার নির্ধারিত গুদামে সরবরাহ না করে আত্মসাৎ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৮৪ কোটি ১ লাখ ৯ হাজার ৪১০ টাকা।

দুদকের অনুসন্ধান ও বিএডিসির তদন্ত প্রতিবেদনে দেখা যায়, সরবরাহ না করা সার ‘ট্রানজিটে রয়েছে’ মর্মে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করা হয়। ২০২২ সালের নভেম্বরে গঠিত এবং ২০২৩ সালের জানুয়ারিতে পুনর্গঠিত বিএডিসির তদন্ত কমিটি একই বছরের ২৬ মার্চ প্রতিবেদন দেয়। সেখানে বলা হয়, ১ লাখ ৮৪ হাজার ৭১ মেট্রিক টন সার বিএডিসির গুদামে সরবরাহ করা হয়নি।

এর আগে ২০২৩ সালের ২৬ নভেম্বর কামরুল আশরাফ খান পোটনসহ একই প্রতিষ্ঠানের পাঁচজনের বিরুদ্ধে ৫৮২ কোটি টাকার সরকারি সার সরবরাহ না করার অভিযোগে একটি মামলা করেছিল দুদক। ওই মামলার তদন্ত এখনো চলমান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরবর হ ন

এছাড়াও পড়ুন:

জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহ করতে প্রস্তুত হামাস, আছে যেসব শর্ত

ফিলিস্তিনের গাজায় বন্দী জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহের জন্য রেডক্রসের সঙ্গে কাজ করতে প্রস্তুত হামাস। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এ জন্য ইসরায়েলকে কিছু শর্ত দিয়েছে তারা। সেগুলো হলো ইসরায়েলকে স্থায়ীভাবে মানবিক করিডর খুলে দিতে হবে। এ ছাড়া ত্রাণ সরবরাহের সময় বন্ধ রাখতে হবে আকাশপথে হামলা।

এর আগে শনিবার এক জিম্মির ভিডিও প্রকাশ করেছিল হামাস। ইভয়াতার ডেভিড নামের ওই জিম্মিকে খুবই জীর্ণশীর্ণ দেখা যায়। ভিডিওতে দেখা যায়, একটি গর্ত খুঁড়ছেন ডেভিড। গর্তটিকে নিজের কবর হিসেবে কাজে লাগাবেন বলে জানান তিনি। ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হামাসের হাতে এখনো ৫০ জন জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হয়।

আরও পড়ুনত্রাণ নিতে গিয়েছিল শিশুটি, চোখে গুলি ছুড়ল ইসরায়েলি সেনারা ১০ ঘণ্টা আগে

ওই জিম্মির ভিডিও প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মিদের পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার বিশেষ অধিবেশনে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, জিম্মিদের মানবিক সহায়তা দিতে রেডক্রসকে আহ্বান জানিয়েছেন তিনি।

রোববারেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় অনাহারে উপত্যকাটির আরও ছয়জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে গাজায় অনাহারে ১৭৫ জনের মৃত্যু হলো। তাঁদের মধ্যে শিশুই ৯৩টি। একই সময় ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন প্রায় ৬১ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় দেড় লাখ।

আরও পড়ুনকঙ্কালসার ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস০৩ আগস্ট ২০২৫

গাজায় ত্রাণ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ইসরায়েলি সংস্থা সিওজিএটি জানিয়েছে, গত সপ্তাহে ১ হাজার ২০০ ট্রাকে করে ২৩ হাজার টনের বেশি মানবিক সহায়তা গাজায় প্রবেশ করেছে। এ ছাড়া উড়োজাহাজে করে ত্রাণ ফেলা হচ্ছে। তবে গাজার ২২ লাখ মানুষের অনাহারে থাকা রুখতে স্থলপথে ত্রাণ সরবরাহ আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা।

আরও পড়ুনখেলাধুলায় ‘চ্যাম্পিয়ন’ ফিলিস্তিনি কিশোরকে মরতে হলো খাবারের অভাবে০৩ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
  • কতভাবে আউট হন একজন ব্যাটসম্যান, যে আউটের ঘটনা আছে একবারই
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘কোল্ড অ্যান্ড হট’ পরীক্ষা সম্পন্ন
  • কেন ট্রাম্পের এই শুল্কযুদ্ধ, কেন তিনি এমন নাছোড়বান্দা
  • পাকিস্তানে ইমরান খানের দলের বিক্ষোভে ব্যাপক ধরপাকড়, ১৪৪ ধারা জারি
  • ইউনিয়ন পর্যায়ে অ্যান্টিভেনম চাই
  • জ্বালানি তেলের দাম আরও হ্রাসের পূর্বাভাস দিল গোল্ডম্যান স্যাকস
  • গাজায় হামলা বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে ট্রাম্পকে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি
  • জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহ করতে প্রস্তুত হামাস, আছে যেসব শর্ত
  • যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড