রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতের টেস্ট অধিনায়কের পদ ফাঁকা। এই জায়গায় সহজ নাম হতে পারত সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ভারপ্রাপ্ত  হিসেবে যখনই দায়িত্ব পেয়েছেন নিজের নেতৃত্বের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তবে ওয়ার্কলোড বিবেচনায় ডানহাতি পেসারকে অধিনায়ক হিসেবে ভাবছে না ভারত। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভমান গিল। 

বিসিসিআই সূত্র জানায়, আগামী জুনে ইংল্যান্ড সফরের আগেই নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করা হতে পারে। ২০ জুন লিডসের হেডিংলিতে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজ দিয়েই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। সেখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গিলের কাঁধে দায়িত্ব তুলে দিতে চায় নির্বাচকরা।

যদিও টেস্ট কিংবা ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই গিলের, তবে ২০২৪ সালের জিম্বাবুয়ে সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়া আইপিএল দল গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন এই ডানহাতি ব্যাটার।

অন্যদিকে, অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহকে টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনায় না রাখার পেছনে রয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি। সম্প্রতি পিঠের চোট থেকে ফেরা বুমরাহকে সিরিজের কিছু ম্যাচে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন তিনি।

২৫ বছর বয়সী গিল ২০২০ সালে মেলবোর্নে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন। তার মোট সংগ্রহ ১৮৯৩ রান, গড় ৩৫.

০৫। এর মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি। এই মাসের শেষদিকে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করবে জিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সব ঠিক থাকলে, ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু হতে পারে শুভমান গিলের হাত ধরে।

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ভমন গ ল

এছাড়াও পড়ুন:

এক কোটির অধিক নতুন সদস্য সংগ্রহে কর্মসূচি ঘোষণা বিএনপির

এক কোটির অধিক নতুস সদস্য সংগ্রহে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (৮ মে) প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান।

তিনি বলেন, “এবার শুধুমাত্র নবায়ন নয়, আমাদের কাজ শুরু হবে আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত। দুই মাস এটি চলবে সেটা হচ্ছে নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দ্রুত গতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট, আমরা টার্গেট করেছি প্রায় এক কোটির অধিক এবার প্রাথমিক সদস্য করব ইনশাল্লাহ।”

আরো পড়ুন:

হাসনাতের ওপর হামলায় বিএনপি নেতা আসামি, প্রতিবাদে মানববন্ধন

দল ছেড়ে ইসলামী আন্দোলনে মোস্তাফিজুর, যা বলছেন বিএনপি নেতারা 

রুহুল কবির রিজভী বলেন, “আপনারা জানেন যে, বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে দুঃসময় গেছে, সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যত্রম করা যায়নি। আপনারা দেখেছেন, প্রায় দিনের পর দিন তারা এই দলীয় কার্যালয় আক্রমণ করেছে। আমাদের দলের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে-কম্পিউটার, টাইপ টাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান একটি সুষ্ঠু নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠে। সেই নিয়ম-শৃঙ্খলাকে একেবারে পর্যুদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধীদলগুলোর ওপর মুহূর্মুহূ আক্রমণ করেছে। এই দলীয় কার্যালয় কতবার যে ভাঙচুর করেছে, তছনছ করেছে, আমাদের কম্পিউটার, দলিল, ফাইল-সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে। সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা আমাদের জন্য কঠিন ব্যাপার, সেটা আমাদের করতে হচ্ছে। আমাদের দল করতে কত লোক আগ্রহী, সেটাও আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলবে, সেটি এই অভিযানের মধ্য দিয়ে জানতে পারব।”

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ