জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টম ও ভ্যাটের নন-ক্যাডার কর্মকর্তারা তাদের পুরোনো পদবি ইন্সপেক্টর-সুপারিনটেনডেন্ট পদ পুনর্বহালের দাবিতে সোচ্ছার হয়েছেন। সম্প্রতি পদবি ফিরে পেতে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেওয়ার পর এবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পেশাগত প্রোফাইল পরিবর্তন করেছেন তারা। বৃহস্পতিবার এসব কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে রাজস্ব কর্মকর্তাদের সমমানের পদবি হলো সুপারিনটেনডেন্ট এবং সহকারী রাজস্ব কর্মকর্তাদের সমমানের পদবি হলো ইন্সপেক্টর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০-১১ অর্থবছরে তাদের পুরোনো ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদ পরিবর্তন করে যথাক্রমে সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা পদবি দেওয়া হয়। পুরোনো এই পদ ফিরে পেতে এসব কর্মকর্তারা দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করছে। বর্তমানে কাস্টম-ভ্যাটের প্রায় পাঁচ হাজারের বেশি কর্মকর্তা এই দাবিতে আন্দোলন শুরু করেছেন। 

এর আগে বাকাএভ গত ৪ মে পুরোনো এ পদ পুনর্বহালের দাবিতে তারা এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বরাবর একটি চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সীমান্তে কাস্টমস বিভাগের ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্টদের সঙ্গে কাজের সমন্বয়ে এমনকি সমুদ্রগামী জাহাজে কিংবা বিমানবন্দরে কার্যক্রমেও এনবিআরের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা পরিচয় দিতে গিয়ে ‘পরিচয়সংকট’ বা আইডেন্টিটি ক্রাইসিস অনুভব করেন। কারণ, বিদেশি জাহাজের ক্যাপ্টেন বা বিমানের পাইলট সবার কাছে ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদবিতে পরিচিত। 

চিঠিতে বাকাএভের নেতারা বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদবি কাস্টমসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের গৌরব ও ঐতিহ্য বহন করে। এটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। তাই ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদবি পুনর্বহাল করতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত দ র

এছাড়াও পড়ুন:

এক লাফে ৮ ফুট পার হতে পারে বিড়ালটি

হঠাৎ করে বিড়ালকে উড়তে দেখলে নিশ্চয়ই আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। হয়তো চোখ কচলে আবার দেখার চেষ্টা করবেন যে যা দেখেছেন, তা ঠিক দেখছেন কি না। অস্কার নামের বিড়ালটি অবশ্য উড়তে পারে না, বরং সেটি এক লাফে অনেকটা দূর যেতে পারে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের বাসিন্দা থিওডর শিয়েলস। অস্কার তাঁর পোষা বিড়াল। অস্কারের বয়স ৭ বছর। সম্প্রতি অস্কার এক লাফে ৮ ফুট ৫ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম লিখিয়েছে।

অল্প বয়স থেকেই অস্কারকে নানা রকম কৌশল শেখানো শুরু করেছিলেন শিয়েলস। শুরু হয় বসতে পারা, কোনো কিছু পাওয়ার জন্য হাত পাতার মতো করে অনুরোধ করা ও ছুড়ে দেওয়া খেলনা নিয়ে আসার মতো কৌশল দিয়ে। দুই বছর বয়স থেকে সেটি দীর্ঘ লাফ দেওয়া শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে বলে জানান শিয়েলস।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে শিয়েলস বলেন, শুরুতে অস্কার মাত্র কয়েক ইঞ্চি লাফ দিতে পারত। দ্রুত তার লাফ কয়েক ফুটে গিয়ে পৌঁছায় এবং এরপর এটি হুপের ভেতর দিয়ে লাফাতে শুরু করে।

শিয়েলস বলেন, নিজের পোষা প্রাণীর এসব কাণ্ড দেখতে তাঁর খুবই ভালো লাগত, খুব আদুরে মনে হতো। কিন্তু তখনো তাঁর মাথায় বিশ্ব রেকর্ড গড়া নিয়ে সামান্যতম চিন্তাভাবনা ছিল না।

তবে রেকর্ড গড়ার প্রচেষ্টা হিসেবে শিয়েলস তাঁর পোষা বিড়ালকে দুই বছর প্রশিক্ষণ দিয়েছেন। বিড়ালটিও অনেক পরিশ্রম করেছে। নিজেকে প্রস্তুত করার পথে অস্কার এক হাজারের বেশি লাফ দিয়েছে।

শিয়েলস বলেন, ‘যখন অস্কার প্রায় পাঁচ ফুট পর্যন্ত লাফাতে শুরু করল, তখনই আমরা প্রথমবার দেখতে শুরু করি যে এ বিষয়ে আসলেই কোনো বিশ্ব রেকর্ড আছে কি না। খুঁজে আমরা যেটা দেখতে পাই, সেটি ছিল ২ দশমিক ৩ মিটার। অর্থাৎ প্রায় ৭ ফুট ৫ ইঞ্চি। প্রথমেই আমাদের মনে হয়েছিল যে এই রেকর্ড ভাঙা অসম্ভব।’ কিন্তু অস্কার লাফিয়ে আকাশে ভাসতে ভালোবাসে। পোষা প্রাণীর এই খুশির দাম দিতে শিয়েলস রেকর্ড ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমরা ঠিক করলাম, আচ্ছা, চেষ্টা করে দেখাই যাক! ’

দুই বছরের বেশি সময় ধরে শিয়েলস ও অস্কার কঠোর অনুশীলন চালায়। একটু একটু করে অস্কারের লাফের দূরত্ব বাড়তে থাকে। অবশেষে তাদের স্বপ্নের সেই দিন আসে। গত ২৬ ফেব্রুয়ারি অস্কার এক লাফে ৮ ফুট ৫ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে।

সম্পর্কিত নিবন্ধ