পোপ নির্বাচিত হওয়ার পরে প্রথমবার ভাষণ দিয়েছেন রবার্ট ফ্রান্সিস। শুক্রবার তিনি ভ্যাটিকানে পোপের সরকারি বাসভবনে কার্ডিনালদের সামনে এ ভাষণ দেন।

বৃহস্পতিবার রবার্ট ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন।  তিনি‘পোপ লিও চতুর্দশ’ নামে অভিষিক্ত হয়েছেন।

নতুন পোপ সমবেত কার্ডিনালদের বলেচেন, তিনি বিশ্বাস করেন যে ক্যাথলিক চার্চের বিশ্বাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে “একসঙ্গে চলার জন্য আপনাদের প্রত্যেকের উপর আমি নির্ভর করতে পারি।”

তিনি বলেন, তার নির্বাচন চার্চকে ‘এই পৃথিবীর অন্ধকার রাতে’ আলো আনতে সাহায্য করবে।

নতুন পোপ চার্চকে যেখানে ‘বিশ্বাসের অভাব’ রয়েছে সেখানে এবং যেখানে ‘প্রযুক্তি, অর্থ, সাফল্য, ক্ষমতা বা আনন্দ’কে অগ্রাধিকার দেওয়া হয় সেখানে আরো কাজ করার আহ্বান জানিয়েছেন।

পোপ লিও বলেছেন, “একটি বিশেষ উপায়ে, ঈশ্বর আমাকে প্রেরিত রাজপুত্রদের উত্তরসূরী হিসেবে আপনাদের নির্বাচনের মাধ্যমে ডেকেছেন এবং এই সম্পদ আমার উপর অর্পণ করেছেন যাতে, তার সাহায্যে, আমি গির্জার সমগ্র রহস্যময় দেহের বিশ্বস্ত প্রশাসক হতে পারি। তিনি তা করেছেন যাতে তিনি সম্পূর্ণরূপে পাহাড়ের উপর অবস্থিত একটি শহরে চিরদিন থাকতে পারেন, ইতিহাসের জলের মধ্য দিয়ে চলাচলকারী পরিত্রাণের একটি জাহাজ হওয়া যায় এবং এই পৃথিবীর অন্ধকার রাতগুলোকে আলোকিত করে এমন একটি আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই